Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
নায়িকার ভাইয়ের প্রেমের টানে বাংলাদেশে নেপালী কন্যা

নায়িকার ভাইয়ের প্রেমের টানে বাংলাদেশে নেপালী কন্যা

প্রেম মানে না কাঁটাতারের বেড়া—প্রচলিত এ কথার প্রমাণ দিলেন নেপালি কন্যা অনুদেবী ভুজেলর। কারণ প্রেমের টানে নেপাল থেকে বাংলাদেশে এসেছেন তিনি।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ভাই পলাশ পালের প্রেমের টানে কাঁটাতার উপেক্ষা করে এসেছেন অনুদেবীজ্যোতির ভাই পলাশ পাল সিঙ্গাপুরে চাকরি করতেন, আর সেখানেই তার সঙ্গে পরিচয় হয় নেপালি মেয়ে অনুদেবী ভুজেলের। একপর্যায়ে প্রেম, আড়াই বছর সম্পর্কে থাকার পর গত ৭ মার্চ অনুদেবী চলে আসেন বাংলাদেশে। ১০ মার্চ ঢাকায় জাকজমক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে দেন পলাশের বড় বোন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ১২ মার্চ পলাশের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামে বউভাতের আয়োজন করা হয়।

বর-কনেকে শুভেচ্ছা জানাতে বউভাত অনুষ্ঠানে হাজির হন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পাল ও পূর্ণিমা রাণী পাল দম্পতির ছোট ছেলে পলাশ পাল।

বর-কনেকে শুভেচ্ছা জানাতে বউভাত অনুষ্ঠানে হাজির হন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পাল ও পূর্ণিমা রাণী পাল দম্পতির ছোট ছেলে পলাশ পাল।

যে কারণে ঢাকায় সানি লিওনি

জানা গেছে, অনুদেবীর মা নেপালি হলেও বাবা ভারতীয়। বাবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি। তবে অনুদেবীর পরিবার থাকেন নেপালে। সেটাই তাদের বাড়ি। দুই বোনের মধ্যে তিনি ছোট। বড় বোনের বিয়ে হয়েছে নেপালে।

পলাশের বড় বোন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘আমরা চার ভাই-বোনের মধ্যে পলাশ সবার ছোট। অনুদেবীর সঙ্গে তার সম্পর্কের কথা আমরা আগেই জানতাম, সে বলেছে আমাদের। তাদের প্রেমের সফল পরিণয় ঘটাতে পেরে আমরা সবাই খুব আনন্দিত।’

Leave a Reply