Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
পরকীয়ায় ‘মা’ চলে যাওয়ায় বাবাকে বিয়ে দিলো সন্তানরা

পরকীয়ায় ‘মা’ চলে যাওয়ায় বাবাকে বিয়ে দিলো সন্তানরা

রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া প্রেমিকের সাথে ‘মা’ চলে যাওয়ায় বাবাকে ধূমধাম করে বিয়ে দিলো স্কুল পড়ুয়া সন্তানরা। এ ঘটনা রাজশাহীর জেলার দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের।

জানা গেছে, দুর্গাপুরে দুই স্কুল ছাত্র শিশু সন্তানকে রেখে মা’ অন্যে পুরুষের সাথে পরকীয়া করে চলে গিয়ে বিয়ে করে সংসার করছেন। এতে সন্তানদের মুখের দিকে চেয়ে পিতা শুধুই চোখের পানি ফেলতেন এবং দু:শ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। এতে চতুর্থ শ্রেণিতে ও প্রথম শ্রেণীতে পড়ুয়া দুই ছেলে তাদের বাবার বিয়ে দিলেন ব্যাপক ধুমধামের মাধ্যমে।

সন্তানরা বললেন, ‘আমাদের বাবা, আমাদের পৃথিবী। আর পৃথিবীর মুখ অন্ধকার থাকলে আমাদের জীবনও অন্ধকার হয়ে যাব। তাই বাবার বিয়ে দিয়ে বাড়িতে নতুন ‘মা’ নিয়ে এসেছি।’

Prof. Dr. Pran Gopal Datta (ENT) Specialist – Address, Contact Number, Chamber, Fees

স্থানীয়রা জানান, জেলার দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আ. রহিম উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম বিয়ে করেছিলেন একই উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়নের নুনামাটিয়াল গ্রামের মোঃ মিস্টার আলীর মেয়ে মোছা. মিরা খাতুনকে। প্রায় একযুগ আগে বিয়ে হয়েছিল। খায়রুল ও মিরার সংসার ভালোই চলছিল। তাদের সংসারে দুইটি ছেলে সন্তান জন্ম হয়। প্রথম সন্তান মোহাম্মদ মিঠুন চতুর্থ শ্রেণিতে পড়ে এবং দ্বিতীয় সন্তান মো. এয়ামিন প্রথম শ্রেণিতে পড়ে। এরমধ্যে মিরা বেগম একসময়ে অমিত হাসান নামের যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং প্রায় দুই মাস আগে মিরা তার স্বামী, সন্তান, সংসার রেখে পরকীয়তা প্রেমিক অমিত হাসানের বাড়িতে গিয়ে তাকে বিয়ে করেন।

পরকীয়ায় মা অন্যের সঙ্গে চলে যাওয়ায় সন্তানরা পিতার সঙ্গে জিদ ধরে আমাদেরকে নতুন মা’ এনে দাও’। তাদের বাবাকে নতুন করে বিয়ের জন্য বার বার চাপ দিতে থাকে। একসময়ে পরিবারের সকলের সঙ্গে পরামর্শে বিয়ের জন্য রাজি হয়ে বাবা খায়রুল। শুরু হয় পাত্রি দেখার কাজ। একপর্যায়ে গত বুধবার উপজেলার জয়নগর ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের মৃত বাদলের মেয়ে মোছাঃ মৌসুমির সঙ্গে বিয়ে হয় খায়রুলের। পিতার বিয়ের অনুষ্ঠানে ব্যাপক আনন্দ ও ধুমধাম করে দুই সন্তান।

Leave a Reply