Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
dailynewstimesbd

বাঙালি অভিনেত্রী বিগ বস জিততে প্যান্টেই হিসু করলেন

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ দিন দিন চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে চলেছে। এরই মধ্যে এই শোয়ের নিয়মিত সদস্যে পরিণত হয়েছেন ‘গোপী বহু’ দেবলীনা ভট্টাচার্য এবং রাশমি দেশাই। দুই অভিন্ন হৃদয় বন্ধুকে বিগ বসের ১৫ নম্বর সিজনে লড়াই করতেও দেখেছে দর্শক।

এই টাস্কের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, গ্র্যান্ড ফাইনালের টিকিট পেতে একটি পোল ধরে দাঁড়িয়ে আছেন রাশমি ও দেবলীনা। বাকি প্রতিযোগীদের দায়িত্ব তাদের দাঁড়িয়ে থাকার কাজে বিঘ্ন ঘটানো। পানি, ডিটারজেন্ট, তেল, মশলা থেকে কাপড় কাচার সাবান-সব ছড়ানো হয় তাদের ওপর। একসময় পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, দেবলীনা তার ওপর পানি ঢালতে বলেন। কারণ তিনি প্যান্টেই প্রস্রাব করবেন।খাওয়ার পরে জল পান বা চট করে ঘুমিয়ে পড়ছেন না তো? বড় ক্ষতি হতে পারে

দেবলীনা-রাশমির লড়াই এতটাই হাড্ডাহাড্ডি ছিল যে, বিগ বস বাধ্য হয়ে দুজনকে জুতা খুলে ফেলতে বলেন। এরপর কোনোরকম সাপোর্ট ছাড়া তাদের দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। শেষের দিকে দেবলীনার পায়ে এক বালতি পানি ঢেলে দেয়া হয়। এতে পা পিছলে পড়ে যান দেবলীনা। আর এই টাস্ক জিতে নেন রাশমি দেশাই। টাস্ক রাশমি জিতলেও নেটিজেনদের নজর কেড়েছেন দেবলীনা।

 

দেবলীনার এই কীর্তি দেখে থ নেটিজেনরা। তবে তার মনের জোরের প্রসংশা না করেও থাকতে পারেননি কেউ। একজন লেখেন, ‘এটা বিগ বসের দেওয়া অন্যতম কঠিন টাস্ক। সেই কখন দিনের বেলায় শুরু হয়েছে, এখনও চলছে। একই পজিশনে এইভাবে দাঁড়িয়ে থাকা খুব শক্ত।

দারুণভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। নৃত্যশিল্পী হিসেবে প্রথম শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তার আরেক পরিচয় তিনি সংগীতশিল্পী। হিন্দি জনপ্রিয় সিরিয়াল ‘সাথ নিভানা সাথিয়া’র গোপী বউমার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। যাকে সব সময় শাড়ি, গহনা পরিহিত অবস্থায় দেখতে পান দর্শক। পারফরম্যান্স দেবলীনার’।

Leave a Reply