বিসিএস জাতিসংঘ বিষয়ক বাছাই করা প্রশ্নোত্তর

১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?

-মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

২. জাতিসংঘের নামকরণ করেন কে?

-মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?

-১ জানুয়ারি, ১৯৪২।

৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?

-মহাসচিব।

৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

৬. জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়?

-জেনেভা, সুইজারল্যান্ড।

৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন?

-জন ডি রকফেলার জুনিয়র।

৮. জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি -ডব্লিউ হ্যারিসন।

৯. জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে?

-২৬ জুন, ১৯৪৫ সালে।

১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে?

-২৪ অক্টোবর, ১৯৪৫।

১১. জাতিসংঘের সনদের রচয়িতা কে?

-আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।

১২. প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে?

-২৪ অক্টোবর।

১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? -সাধারণ পরিষদের।

১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে?

-সভাপতি।

১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? -লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।

১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? -১ বছরের জন্য।

১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কোন তারিখে?

-সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত?

-১৫টি।

১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ৫টি (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়? -২ বার।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২

২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? -২ বছরের জন্য।

২২. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন? -ইংরেজি অথবা ফরাসি।

২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়? -৯টি (৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।

২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে?

-বছরে দু’বার, এক মাসব্যাপী।

২৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? -৩ বছরের জন্য।

২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি? -৫৪টি।

২৭. প্রতি বছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়? -১৮টি।

২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?

-২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।

২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত জন? -১৫ জন।

৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর? -৯ বছর।

ভারতে তৈরি হলো বিশ্বের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি, এক চার্জেই চলবে 200 KM, দাম মাত্র

৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?

-৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)

৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়?

-সাধারণ পরিষদে।

৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে? -৫১টি দেশ।

৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?

ট্টাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।

গ্রন্থনা : তাওফিকুজ্জামান

জাতিসংঘ নিয়ে বিসিএস প্রশ্ন, জাতিসংঘ গঠনের ইতিহাস,, জাতিসংঘ বিষয়ক সাধারণ জ্ঞান, জাতিসংঘের জনক কে, জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য, জাতিসংঘের পতাকা, জাতিসংঘ সনদ pdf, জাতিসংঘ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন

Leave a Reply