বিসিএস পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান 2022 | সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

জাতিসংঘ বিষয়ক বাছাই করা প্রশ্নোত্তর

১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?

-মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

২. জাতিসংঘের নামকরণ করেন কে?

-মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?

-১ জানুয়ারি, ১৯৪২।

৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?

-মহাসচিব।

৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

৬. জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়?

-জেনেভা, সুইজারল্যান্ড।

৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন?

-জন ডি রকফেলার জুনিয়র।

৮. জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি -ডব্লিউ হ্যারিসন।

৯. জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে?

-২৬ জুন, ১৯৪৫ সালে।

১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে?

-২৪ অক্টোবর, ১৯৪৫।

জাতিসংঘ নিয়ে প্রশ্ন ও উত্তর

১১. জাতিসংঘের সনদের রচয়িতা কে?

-আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।

১২. প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে?

-২৪ অক্টোবর।

১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? -সাধারণ পরিষদের।

১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে?

-সভাপতি।

১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? -লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।

১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? -১ বছরের জন্য।

১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কোন তারিখে?

-সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত?

-১৫টি।

১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ৫টি (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়? -২ বার।

২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? -২ বছরের জন্য।

২২. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন? -ইংরেজি অথবা ফরাসি।

২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়? -৯টি (৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।

২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে?

-বছরে দু’বার, এক মাসব্যাপী।

২৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? -৩ বছরের জন্য।

২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি? -৫৪টি।

২৭. প্রতি বছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়? -১৮টি।

২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?

-২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।

২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত জন? -১৫ জন।

৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর? -৯ বছর।

৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?

-৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)

৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়?

-সাধারণ পরিষদে।

৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে? -৫১টি দেশ।

৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?

ট্টাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।

সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনাবলির ওপর তৈরি এমসিকিউ
সাধারণ জ্ঞান মডেল টেস্ট

১।   জাতিসংঘ কবে বঙ্গবন্ধু স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে?

    (ক) ২ মে     (খ) ১৫ মে

    (গ) ১৯ মে   (ঘ) ২৯ মে

২।   করোনাভাইরাস সম্পর্কিত তথ্য হালনাগাদ করার জন্য দেশের সরকারি ওয়েবসাইটের নাম কী?

    (ক) www.covid19bd.com

    (খ) www.covid19tracker.gov.bd

    (গ) www.corona19.gov.bd

    (ঘ) www.coronatruck.gov.bd

৩। করোনাভাইরাসের প্রেক্ষাপটে কর্মীদের আজীবন বাসা থেকে অফিস করার অনুমতি দিয়েছে—

    (ক) ফেসবুক   (খ) অ্যাপল

    (গ) টুইটার   (ঘ) মাইক্রোসফট

৪। ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের করোনামুক্ত ঘোষণা করল কোন দেশ?
(ক) ব্রাজিল    (খ) মন্টিনিগ্রো

    (গ) সুদান     (ঘ) বুলগেরিয়া

৫।   ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত অ্যানার্জি ট্রানজিশন ইনডেক্স (ইটিই)-২০২০-এ শীর্ষ দেশ কোনটি?

(ক) সুইডেন    (খ) অস্ট্রেলিয়া

(গ) মালয়েশিয়া (ঘ) সুইজারল্যান্ড

ট্রেনের টিকিট বিক্রিতে নতুন নিয়ম

৬।   আফ্রিকার দেশ লেসেথো আর নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?

(ক) আবিল আল ইদানুস

(খ) মোকেতেসি মাজোরো

(গ) ইকানুয়েম ইতরিব

(ঘ) আনাতালু ফারিক

৭।   কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে ৩২তম বার্ষিক সম্মেলন (ভার্চুয়াল) কবে অনুষ্ঠিত হয়?

(ক) ২৯ এপ্রিল ২০২০ (খ) ৫ মে ২০২০

(গ) ২৫ মে ২০২০     (ঘ) ১৪ মে ২০২০

৮।   ঘূর্ণিঝড় ‘আম্ফান’ কবে বাংলাদেশে আঘাত হানে?

(ক) ৫ মে ২০২০  (খ) ১ মে ২০২০

(গ) ২০ মে ২০২০ (ঘ) ২২ মে ২০২০

৯।   বাংলাদেশ সরকার কত সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়েছে?

(ক) ২০২১        (খ) ২০৩০

(গ) ২০৪১   (ঘ) ২০৪০

১০। লিপুলেখ, কালাপানি, লিমপিয়াধুরা কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল?

(ক) নেপাল ও ভারত

(খ) ভারত ও চীন

(গ) ভারত ও পাকিস্তান

(ঘ) বাংলাদেশ ও ভারত

১১। World Health Organization (WHO) এর ৭৩তম বার্ষিক সম্মেলন ‘World Health Assembly (WHA)’ (ভার্চুয়ালি) কবে অনুষ্ঠিত হয়?

(ক) ৪-৫ মে, ২০২০

(খ) ১১-১২ মে, ২০২০

(গ) ১৮-১৯ মে, ২০২০

(ঘ) ২৫-২৬ মে, ২০২০

১২। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের নতুন সরকার কবে শপথ নেয়?

(ক) ২৫ এপ্রিল, ২০১৯

(খ) ১৭ মে, ২০২০

(গ) ২৫ এপ্রিল, ২০২০

(ঘ) ২৭ মে, ২০২০

১৩। থাই শব্দ ‘আম্ফান’-এর অর্থ কী?

দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে: সম্প্রীতি বাংলাদেশ

(ক) হাতি     (খ) হনুমান

(গ) তাণ্ডব     (ঘ) শক্তিশালী

১৪। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারের প্রত্যেককে দুই হাজার ৫০০ টাকা করে দেওয়া সরকারের গৃহীত কর্মসূচির নাম কী?

(ক) Government To Beneficiary   (খ) Government Help Aid

(গ) Government Aid for People  (ঘ) Prime minster To Beneficiary

১৫। করোনাভাইরাস বিষয়ে সরকারের উদাসীনতার প্রতিবাদ করে সম্প্র্রতি কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন?

(ক)  ইতালি  (খ) ফ্রান্স

(গ)  ব্রাজিল  (ঘ) চীন

১৬। স্বাস্থ্য খাতে মাথাপিছু সরকারি ব্যয়ে দক্ষিণ এশিয়ার কোন দেশ সবচেয়ে পিছিয়ে আছে?

(ক) ভারত     (খ) বাংলাদেশ

(গ) পাকিস্তান  (ঘ)  মালদ্বীপ

১৭। বাংলাদেশের বাজেট মোট কতটি খাতে বরাদ্দ করা হয়?

(ক) ১০টি     (খ) ১২টি

(গ) ১৪টি     (ঘ) ১৫টি

১৮। ‘তিস্তাপারের বৃত্তান্ত’ উপন্যাসটি কার লেখা?

(ক) আল মাহমুদ (খ) আনিসুজ্জামন     (গ) দেবেশ রায়    (ঘ) শামসুর রাহমান

১৯। করোনাভাইরাস চিকিৎসায় দেশে কবে প্লাজমা থেরাপির কার্যকারিতার পরীক্ষা শুরু হয়?

(ক) ২৬ এপ্রিল ২০২০ (খ) ১৬ মে ২০২০

(গ) ৫ মে ২০২০    (ঘ) ২৬ মে ২০২০

২০। করোনাভাইরাস মহামারিতে মানবতার সেবায় অনলাইনে অনুদান ও অর্থ সহায়তা সংগ্রহের জন্য দেশের সরকারের আইসিটি বিভাগের চালু করা পরিষেবার নাম কী?

(ক) পাশে আছি (খ) এক দেশ

(গ) সোনার বাংলা (ঘ) মানুষের তরে

২১।   স্বাস্থ্য খাতে মাথাপিছু সরকারি ব্যয়ে বিশ্বের কোন দেশ শীর্ষে আছে?

(ক) যুক্তরাষ্ট্র    (খ) যুক্তরাজ্য

(গ) ইতালি   (ঘ) ফ্রান্স

২২। World Health Organization (WHO)-এর মতে কোন দেশের মোট বাজেটের অন্তত কত শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের কথা বলা হয়েছে?

(ক) ৫ শতাংশ  (খ) ১২ শতাংশ

(গ) ১৫ শতাংশ (ঘ) ২০ শতাংশ

২৩। সম্প্রতি ইউরোপের কোন দেশ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্টেডিয়ামের হলরুমে পাঠদান চালু করেছে?

(ক) সুইডেন    (খ) ডেনমার্ক

(গ) বেলজিয়াম  (ঘ) ব্রাজিল

২৪। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান কবে মৃত্যুবরণ করেন?

(ক) ৫ মে, ২০২০   (খ) ১৪ মে, ২০২০   (গ) ১০ মে, ২০২০   (ঘ) ১৮ মে, ২০২০

২৫। ‘বিপুলা পৃথিবী’ গ্রন্থটি কার লেখা?

(ক) আল মাহমুদ

(খ) হুমায়ুন আজাদ

(গ) দেবেশ রায়

(ঘ) আনিসুজ্জামান

২৬। সম্প্রতি কোন দেশ করোনা শনাক্ত এবং পরিবেশ জীবাণুমুক্তের কাজে ‘কলোসাস’ নামের রোবট তৈরি করেছে?

(ক) ফ্রান্স     (খ) যুক্তরাষ্ট্র

(গ) যুক্তরাজ্য   (ঘ) জাপান

২৭। সম্প্রতি কোন দেশে ক্রিকেটাররা মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের অনুশীলন, ব্যায়ামসহ যাবতীয় ক্রিকেট কার্যক্রমের তথ্য আদান-প্রদান করার ব্যবস্থা নিয়েছেন?

(ক) বাংলাদেশ  (খ) ভারত

(গ) ইংল্যান্ড   (ঘ) ফ্রান্স

২৮। সম্প্রতি কোন দেশ ড্রোনের সাহায্যে হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পৌঁছে দিচ্ছে?

(ক) যুক্তরাষ্ট্র   (খ) ফ্রান্স

(গ) জার্মানি   (ঘ) ইতালি

২৯। দেশের কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো করোনাভাইরাসের জিন নকশা (জিনোম সিকোয়েন্সিং) উন্মোচন করেছে?

(ক) চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন

(খ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

(গ) গণস্বাস্থ্য কেন্দ্র

(ঘ) রোগতত্ত্ব ও নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান

৩০। লম্বাশিয়া রোহিঙ্গা শিবির কোথায় অবস্থিত?

(ক) পেকুয়া    (খ) উখিয়া

(গ) রামু      (ঘ) কুতুবদিয়া

৩১। ২০২১ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি?

(ক) সুইজারল্যান্ড (খ) ভারত

(গ) নিউজিল্যান্ড (ঘ) অস্ট্রেলিয়া

৩২। দেশে প্রথম কবে ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়?

(ক) ৫ মে ২০২০  (খ) ১২ মে ২০২০

(গ) ২৯ এপ্রিল ২০২০ (ঘ) ১১ মে ২০২০

৩৩। দেশের আদালতে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে প্রথম রিট করা হয় কবে?

(ক) ৫ মে ২০২০  (খ) ১১ মে ২০২০

(গ) ১৫ মে ২০২০ (ঘ) ২৫ এপ্রিল ২০২০

৩৪। বাংলাদেশ সবচেয়ে বেশি গম আমদানি করে কোন দেশ থেকে?

(ক) আমেরিকা  (খ) রাশিয়া

(গ) ব্রাজিল   (ঘ)  ভুটান

৩৫। দক্ষিণ এশিয়ার কোন দেশ স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি ব্যয় করে?

(ক) ভারত     (খ) বাংলাদেশ

(গ) মালদ্বীপ   (ঘ) ভুটান

৩৬। করোনাভাইরাস সংক্রমণে দেশের করণীয় নির্দেশ করার জন্য সরকার গঠিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সদস্য সংখ্যা কতজন?

(ক) ৫ জন        (খ) ১০ জন

(গ) ১৫ জন  (ঘ) ১৭ জন

৩৭। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন করা হয় কবে?

(ক) ৮ মে ২০২০   (খ) ৭ মে ২০১৯

(গ) ১২ মে ২০২০   (ঘ) ১৭ মে ২০২০

৩৮। বর্তমান বিশ্বে চাল উৎপাদনকারী শীর্ষ দেশ কোনটি?

(ক) বাংলাদেশ    (খ) চীন

(গ) ভারত    (ঘ) শ্রীলঙ্কা

৩৯। করোনা আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার পদ্ধতিকে কী বলা হয়?

(ক) আইসোলেশন    (খ) কন্টাক্ট ট্রেসিং   (গ) প্লাজমা           (ঘ) ট্রেসিং ইমপ্যাক্ট

৪০। সবশেষে দেশের কোন জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে?

(ক) রাঙামাটি  (খ) খাগড়াছড়ি

(গ) বান্দরবান   (ঘ) নড়াইল

উত্তর মিলিয়ে নিন

১. ঘ ২. খ ৩. গ ৪. খ  ৫. ক  ৬. খ ৭. ঘ  ৮. গ  ৯. ঘ  ১০. ক ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. ক ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. খ ২৮. গ  ২৯. ক  ৩০. খ ৩১. গ  ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. খ ৩৯. খ ৪০. ক।

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে
উত্তর : বিষুব রেখা।

প্রশ্ন : পৃথিবীর মােট বরফের ৯০ ভাগ যে মহাদেশে সঞ্চিত রয়েছে
উত্তর : এন্টার্কটিকা।

প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দ্বীপ
উত্তর : বাের্নিও।

প্রশ্ন : এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর যে দেশ থেকে স্বাধীনতা লাভ করে
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : এশিয়ার সর্ব পূর্বের বিন্দু
উত্তর : ডেজনেভ অন্তরীপ, রাশিয়া।

প্রশ্ন : নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘােষণা করা হয়
উত্তর : ২০০৬ সালে।

প্রশ্ন : মেমােগেট কেলেঙ্কারিতে জড়িত দেশ
উত্তর : পাকিস্তান।

সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল ও চাকরির গ্রেড

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি ছিল
উত্তর : আফগানিস্তান।

প্রশ্ন : দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল
উত্তর : ফিলিপাইন।

প্রশ্ন : মিয়ানমারের রােহিঙ্গারা নাগরিকত্ব হারায়
উত্তর : ১৯৮২ সালে।

প্রশ্ন : বান্দা আচেহ যে দেশে অবস্থিত
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : Terracotta Army যে দেশের প্রত্নবস্তু
উত্তর : চীন।

প্রশ্ন : যে সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্ধ রয়েছে
উত্তর : দক্ষিণ চীন সাগর।

প্রশ্ন : ইউরেশিয়ান সিটি বলা হয় যে শহরকে
উত্তর : ইস্তানবুল।

প্রশ্ন : কিরগিজস্তানে অবস্থিত রাশিয়ার বিমান ঘাঁটি
উত্তর : কান্ত বিমান ঘাঁটি।

প্রশ্ন : মার্কিন-তালেবান চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন
প্রশ্ন : ব্রিটিশরা হংকং দ্বীপ লাভ করে
উত্তর : নানকিং চুক্তির মাধ্যমে।

প্রশ্ন : জাপান থেকে কোরিয়াকে পৃথক করেছে
উত্তর : কোরিয়া প্রণালি।

প্রশ্ন : ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য জাতিসংঘের সংস্থা
উত্তর : UNRWA।

প্রশ্ন : ইসরাইলের আইনসভার সদস্য সংখ্যা
উত্তর : ১২০।

প্রশ্ন : আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরিত হয়
উত্তর : ওয়াশিংটন ডিসি; ১৫ সেপ্টেম্বর ২০২০।

প্রশ্ন : ব্যাবিলনের শূন্যউদ্যান ধ্বংস হয়
উত্তর : পারস্য রাজ্যের সাথে যুদ্ধে; ৫১৪ : খ্রিস্টাব্দে।

প্রশ্ন : উনিখ নিরাপত্তা সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়
উত্তর : ১৯৬৩ সালে।

প্রশ্ন : মানবদেহের জন্য একই সাথে উপকারী ও অপকারী
উত্তর : ওজোন গ্যাস।

প্রশ্ন : পৃথিবীর সর্বাধিক মাত্রার দূষিত নদী
উত্তর : সিতারাম নদী, ইন্দোনেশিয়া।

প্রশ্ন : UNEP-এর সদর দপ্তর
উত্তর : নাইরােবি, কেনিয়া।

প্রশ্ন : সিয়েরা ক্লাব যে দেশভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ভার্সাই চুক্তি কার্যকর হয়
উত্তর : ১০ জানুয়ারি ১৯২০।

প্রশ্ন : জাতিসংঘের রেডিও ওয়েভসাইটে খবর প্রচার করা হয়
উত্তর : ৯টি ভাষায়।

প্রশ্ন : জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান
উত্তর : দ্যাগ হ্যামারশােল্ড।

প্রশ্ন : UN রেডিও প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৪৬ সালে।

প্রশ্ন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা –
উত্তর : পিটার ইজেন।

প্রশ্ন : MERCOSUR যে অঞ্চলের বাণিজ্যিক জোট
উত্তর : দক্ষিণ আমেরিকা।

প্রশ্ন : বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়
উত্তর : ফ্রান্স।

প্রশ্ন : ভৌগােলিক নির্দেশক পণ্য (GI)-এর স্বীকৃতি দেয়
উত্তর : World Intellectual Organization (WIPO)

প্রশ্ন : মিন্দানাউ দ্বীপটি অবস্থিত
উত্তর : ফিলিপাইনে।

আরো কিছু সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : SIDA যে দেশভিত্তিক সাহায্য সংস্থা
উত্তর : সুইডেন।

প্রশ্ন : সাত ভাই দ্বীপপুঞ্জ অবস্থিত
উত্তর : বাল এল-মান্দেব প্রণালিতে।

প্রশ্ন : সুকাত্রা দ্বীপপুঞ্জ অবস্থিত
উত্তর : ভারত মহাসাগরে।

প্রশ্ন : হানিস দ্বীপপুঞ্জ নিয়ে বিরােধ আছে
উত্তর : ইয়েমেন ও ইরিত্রিয়ার মধ্যে।

প্রশ্ন : স্ট্যবাক জলপ্রপাত অবস্থিত
উত্তর : সুইজারল্যান্ড।

প্রশ্ন : পৃথিবীর গভীরতম খালের নাম
উত্তর : পানামা খাল।

প্রশ্ন : নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন যে দেশভিত্তিক
উত্তর : সুইজারল্যান্ডভিত্তিক।

প্রশ্ন : ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলা
উত্তর : আরতি সেনগুপ্ত।

প্রশ্ন : নােবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়
উত্তর : ১০ ডিসেম্বর।

প্রশ্ন : অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়
উত্তর : নরওয়ে থেকে।

প্রশ্ন : জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করা হয়
উত্তর : ১৯৬৬ সালে।

প্রশ্ন : বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ
উত্তর : জাপান।

প্রশ্ন : অলিম্পিক গেমসে ফুটবল খেলা অন্তর্ভুক্ত হয়
উত্তর : প্যারিস অলিম্পিক ১৯০০।

প্রশ্ন : COVAX কার্যক্রম শুরু করে
উত্তর : ২০২০ সালে।

প্রশ্ন : আর্টসখ প্রজাতন্ত্রের রাজধানী
উত্তর : স্টেপানাকার্ট।

প্রশ্ন : ‘ব্লাকওয়াটার’ হলাে
উত্তর : যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা।

প্রশ্ন : পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান আল আজিজিয়া অবস্থিত
উত্তর : লিবিয়া।

প্রশ্ন : ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
উত্তর : বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট।

প্রশ্ন : নেপােলিয়ন জন্মগ্রহণ করেন
উত্তর : ফ্রান্সের কর্সিকা দ্বীপে।

Leave a Reply