বিয়ের কয়েক মাসের মধ্যেই মেয়েদের স্তন বড় হয়ে যায় কেন?

এই উত্তরে সংবেদনশীল ছবিসমূহ থাকতে পারে। ছবিটিকে স্পষ্টকরে দেখার জন্য সেটির উপর ক্লিক করুন।আপনার বয়স কতো ,জানি না। তবে এইটা আপনার বোঝা উচিৎ ছিলো।

বিয়ের পর মহিলারা সাধারণত কাজ কম করে। যে মেয়ে স্কুলজীবনে সারাদিন ছুটে বেড়াতো, সেই মেয়ে বিয়ের পর হয়ে যায় চার দেয়ালে বন্দী।আর বিয়ের পর খাদ্য খাওয়ার পরিমাণটাও বাড়িয়ে দেয় মেয়েরা। আর চর্বিযুক্ত খাবার মেয়েদের স্তনে চর্বির পরিমাণ বাড়ায় ।ফলে স্তন বড় হতে থাকে ।

আবার বেশ কিছু হরমোনাল চেঞ্জ এর কারণেও এইটা হয়।বিয়ের পর মহিলারা যৌনমিলন করা শুরু করেন।আর যৌনমিলনের ফলে মহিলাদের দেহে সুপ্ত ফিমেল হরমোনগুলোর বহিঃপ্রকাশ আরো বেড়ে যায়। ইস্ট্রোজেন,অক্সিটোসিন,প্রোল্যাক্টিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় সেক্স করার ফলে। আর এই হরমোনগুলোই স্তন বড় করে।

আবার বিয়ের আগে যে মেয়ে স্তন কাউকে স্পর্শ করতে দিতো না, বিয়ের পর সেই মেয়ের স্বামীই স্তন মাসাজ(টিপা) করে দেয় ।স্তন সঠিকভাবে মাসাজের ফলে স্তনে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।ফলে আস্তে আস্তে বড় হতে থাকে।

প্রতিদিন মধু দিয়ে স্তন মালিশ করলে স্তন বড় হয়

বিয়ের কয়েক মাসের মধ্যেই #মেয়েদের #স্তনবড় হয়ে যায় কেন?

Leave a Reply