ব্রজ গোপী খেলে হোরী _ Brojo Gopi Khele Hori _ নজরুল সঙ্গী ব্রজ–গোপী খেলে হোরী ব্রজ–গোপী খেলে হোরী

ব্রজ গোপী খেলে হোরী _ Brojo Gopi Khele Hori _ নজরুল সঙ্গী

ব্রজ–গোপী খেলে হোরী
খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে।
রাঙা অধরে ঝরে হাসির কুম্‌কুম্‌
অনুরাগ–আবীর নয়ন–পাতে।।
পিরীতি–ফাগ মাখা গোরীর সঙ্গে
হোরি খেলে হরি উন্মাদ রঙ্গে।
বসন্তে এ কোন্ কিশোর দুরন্ত
রাধারে জিনিতে এলো পিচ্‌কারী হাতে।।
গোপীনীরা হানে অপাঙ্গ খর শর ভ্রুকুটি ভঙ্গ
অনঙ্গ আবেশে জর জর থর থর শ্যামের অঙ্গ।

Read More: ভগবান শ্রীকৃষ্ণের বাণী
শ্যামল তনুতে হরিত কুঞ্জে
অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে
রঙ–পিয়াসি মন ভ্রমর গুঞ্জে
ঢালো আরো ঢালো রঙ প্রেম–যমুনাতে।।

ব্রজ গোপী খেলে হোরী _ Brojo Gopi Khele Hori _ নজরুল সঙ্গীত
#Nazrulgeeti #KaziNazrulIslam Brojo Gopi Khele Hori

Songs of Kazi Nazrul Islam

ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

Leave a Reply