মহান একুশ,,,,,,,,, ,,,,,   প্রকাশ বিশ্বাস।

,,,,,,,,,,,,,,,,,,মহান একুশ,,,,,,,,, ,,,,,

প্রকাশ বিশ্বাস।

হঠাৎ করে বাংলা ভাষা,

পাইনি মোরা মুখে,

পেয়েছি রক্ত নদী সাঁতার কেটে,,,,,,,,,,

বুলেট বিঁধে বুকে।

অনেক কিছু হারিয়ে আমরা

হয়েছি স্বাধীন জাতি,,

সালাম, রাফিক,শফিক, জব্বার

সবাই আমার জ্ঞাতী।

পেয়েছি আমরা মাতৃ ভাষা

পেয়েছি স্বাধীন ভূমি,,

এসব কিছুর মুলে হচ্ছে

মহান একুশ. তুমি।

একুশ তুমি আর কিছু নও

আমার ভাইয়ের. রক্ত,,

একুশ তুমি, স্বাধীন বাংলা

একুশ তুমি মুক্ত।

একুশ তুমি আর কিছু নয়

একুশ তুমি ভাষা,,

একুশ তুমি বীর বাঙ্গালীর

স্বাধীনতার. প্রথম আশা।

একুশ তুমি বঙ্গ মাতার

প্রথম পোষা পাখী,,

তোমার কথা মনে হতে

অশ্রু ঝরায়. আঁখী।।

একুশ তুমি বর্ণমালা

দেশ প্রেমের. গান,,

একুশ তুমি শহীদ ভাইয়ের

ত্যাগের. শ্রেষ্ঠ. অবদান।

একুশ তুমি, দিপ্ত শফত. আর

রক্ত. স্বাধীনতা,,

একুশ তুমি শিকলছেড়া

নয়তো পরাধীনতা।

একুশ তুমি, নয়তো আমার

কবিতা লেখার. খাতা,,

একুশ তুমি সারা বিশ্বের

সকল ভাষার. মাতা।

একুশ তুমি,বেদনা ভরা

বঙ্গ জননীর. মুখ,,

তবু তোমায় নিয়ে কবিতা লিখতে

আমার লাগে সুখ।।

একুশ তুমি সন্তান হারা

বিধবা মায়ের. গতি,,

একুশ তুমি, ফিরে এসো

বার-বার মোদের প্রতি।

একুশ তুমি বীর বাঙ্গালীর

বিরত্বের ইতিহাস,,

একুশ তুমি চেতনায় থেকো

হৃদয়ে বার. মাস।

একুশ তুমি বঙ্গ মাতার

অশ্রু স্বজল আঁখী,,

একুশ তুমি হৃদয় মাঝে

বাস করা এক পাখী।

একুশ আমার, ওরে একুশ

আমি ভুলতে চাইনা তোরে,,

বুকের মাঝে লুকিয়ে রেখেছি

একুশ আমার ওরে।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

উৎসর্গ,,,,,

মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি।।

++++++++++++++++++++++++++++++++++

আহ্বান রইল।,,,

একূশের ঢেতনায় উজ্জীবিত হয়ে,আসুন দেশ জাতি ও বাংলা ভাষাকে সমৃদ্ধ করি।

 

আরও পড়তে পারেন“তোমাকেই বলছি” ♡♡♡♡♡♡♡♡♡      কলমে~ রমেশ বালা। 

গল্প : যতদূর চোখ যায় | পর্ব : এক মো. ইয়াছিন

ঐ দুর নীলিমা আকাশের দিকে তাকিয়ে থাকি,লেখক মোহাম্মদ রাসেল

Leave a Reply