মেডিকেল টেকনোলজিস্টদের ১২ বছর যাবত নিয়োগ বন্ধ কেন ? মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ রাসেল

আসসালামু আলাইকুম আজ বিশ্ব যেখানে করোনা মহামারী তে আতংক, সেখানে একদল যোদ্ধা করোনা রুগী থেকে স্যাম্পল কালেকশন থেকে টেস্ট করা বা রিপোর্ট দেওয়া সব কিছু তার অবদান, সে অবহেলিত এক জাতি হলো মেডিকেল টেকনোলজিস্ট।

কিন্তু আজ তারা পর্ধার আরালে কেন আজকে তাদের সাথে এমন করা হচ্ছে, স্যাম্পল কালেকশন কোন নার্স করেন না ডাক্তারা করেন না জারা আজ তাদের জীবন এর এত বড় ঝুঁকি নিয়ে কাজ করছে আজকে তাদের নাম নেই। আজকে সব চেয়ে বড় অবদান নার্স আর ডাক্তারা। আমি বলছি না ডাক্তার এর কোন অবদান নেই অবশ্য একজন ডাক্তার এর বড় অবদান আছে, একজন নার্স ও অবদান আছে।

মেডিকেল টেকনোলজিস্টদের ১২ বছর যাবত নিয়োগ বন্ধ কেন ? মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ রাসেল

হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব ) সাইফুল ইসলামকে (২৮) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আমি একটি কথা বলতে চাই, লাখো শহীদ এর বিনিময়ে শহীদ হয়েছে এই সোনার বাংলা দেশ। কিন্তু যে এক গ্লাস পানি এগিয়ে দিয়েছে সেও একজন মুক্তি যোদ্ধা, যে হাতে তরবারি নিয়ে মাঠে যুদ্ধ করেছে সেও একজন যোদ্ধা, যে একজন যোদ্ধা কে সহযোগিতা করেছেন সেও একজন মুক্তি যোদ্ধা।

মেডিকেল টেকনোলজিস্টদের ১২ বছর যাবত নিয়োগ বন্ধ কেন ? মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ রাসেল

তা হলে জারা আজ সব চেয়ে জীবন এর বড় ঝুঁকি নিয়ে রুগীর বাসায় থেকে স্যাম্পল কালেকশন করে নিয়ে এশে টেস্ট করে রিপোর্ট দেয় আজ সেই মেডিকেল টেকনোলজিস্ট কেন তারা পর্দার আরালে। যাঁরা থাকার কথা ছিলো প্রথম সারি যোদ্ধা আজকে সেখানে তাদের কোন নাই , কেন আজকে তাদের নিয়ে এত অবহেলিত ১২ বছর নিয়োগ বন্ধ কেন আমি একজন বাংলাদেশর নাগরিক হয়ে জানতে চাই।

লেখক মোহাম্মদ রাসেল ধানমন্ডি ঢাকা ১২০৫ ০৭/০৩/২০২২

Leave a Reply