যোগ্যতা দিয়ে শুধু চাকরি হয় -লেখক মোহাম্মদ রাসেল 

যোগ্যতা দিয়ে শুধু চাকরি হয়,

পৃথিবীর প্রত্যেক টি মানুষ অযোগ্য নয়,

প্রত্যেক টি মানুষ কারো না কারো যোগ্য মানুষ,

তাই কাউকে কারো অযোগ্য বলে অপমান বা কষ্ট দিও না,।

দেখবে এক দিন তুমিই অঝোরে কাঁধবে,

সেই অযোগ্য বলে তারিয়ে দেওয়া মানুষ টির জন্য,

কিন্তু সেই দিন আর আসবে না ফিরে,

তাই সময়ের স্রোতে নিজেকে পাল্টে ফেলো না,

সময়ের সাথে তাল মিলিয়ে সবার সাথে থাকার চেষ্টা করো,।

দেখবো তখন সবাই কে তোমার যোগ্য মানুষ মন হবে,।

০২

ফেলে আসা ছোট ছোট জিনিস গুলো কিছু কিছু সময় নিজেকে অনেক কাঁধায়,সেই ছোট্ট চিরকুটটা লেখা ছিলো শুধুই তোমার নাম, জানি না হয়তো আর আসবে না সেই সময় গুলো,

 

স্বপ্নময় পৃথিবীতে তোমার স্মৃতি টুকো বুকের পাঁজরে আগলে রেখে বাকি টা জীবন কাটিয়ে দিবো,

জানি হয়তো বা তোমার মত কেউ আসবে না আর এ হৃদয়ে মাঝে,

প্রেমের টানে দক্ষিণ আফ্রিকায় গিয়ে লাশ হলেন শান্তা, স্বামী পলাতক

এ এক র্নীমম পরিহাস তোমার স্বপ্নের মায়া জালে আটকে থাকা এক মানুষ আমি,বাস্তবতা আর পরিস্থিতি তে সব সময় নিজেকে মানিয়ে নিতে হয়,

 

লেখক মোহাম্মদ রাসেল

৩১/৮/২২

ধানমন্ডি ঢাকা

Leave a Reply