Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
যৌন সঙ্গী জোটাতে না পারলে আপনি বিকলাঙ্গ!, WHO-এর নির্দেশিকায় বিতর্ক

যৌন সঙ্গী জোটাতে না পারলে আপনি বিকলাঙ্গ! WHO-এর নির্দেশিকায় বিতর্ক

আপনার জীবনে প্রেম নেই, যৌনতা নেই, আপনি হতাশ..। আপনার সেই হতাশা আরও বাড়িয়ে দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কারণ, সম্প্রতি হু-এর তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকা অনুযায়ী কেউ উপযুক্ত যৌন সঙ্গী জোটাতে না পারলে, বা কারও সঙ্গে এক বছর বা তারও বেশি সময় ধরে যৌন সম্পর্কে যুক্ত থাকার পরও গর্ভধারণ করতে না পারলে সেই ব্যক্তিকে ‘বিকলাঙ্গ’ বলে দেগে দেওয়া হবে। যদিও, এখনও এই নির্দেশিকা লাগু হয়নি। এনিয়ে আলোচনা চলছে।

আরো পড়ুন বিস্তারিত জানুন:আপনার স্ত্রীর সাথে সেক্স কীভাবে করা যায়!

আরো পড়ুন বিস্তারিত জানুন:পুরুষের লিঙ্গ মোটা, লম্বা ও বড় করার সহজ পদ্ধতি: বেশি সময় সহবাস করার কৌশল

ভাবছেন, হঠাৎ কেন এমন বদখত নির্দেশিকা জারি করতে চলেছে WHO? আসলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাল উদ্দেশ্যেই এই পদক্ষেপটি করতে চাইছে। আসলে ‘হু’ প্রত্যেক নাগরিকের প্রজননের অধিকার নিশ্চিত করতে চাইছে। তাই যৌন সঙ্গী জোগাড়ে ব্যর্থ যারা, তাদের চিহ্নিতকরণের জন্য এই উদ্যোগ। তাছাড়া, যারা প্রজননে অক্ষম, তাদের জন্য কৃত্রিম প্রজননের ব্যবস্থাও নিশ্চিত করতে চাইছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই, মূলত চিহ্নিতকরণের জন্য এই নির্দেশিকা। আগামী বছরই গোটা বিশ্বের সব দেশের স্বাস্থ্য মন্ত্রকে এই নির্দেশিকা পাঠানো হবে।তাদের সম্মতি মিললেই আইন চালু হবে বিশ্বজুড়ে। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি।

Leave a Reply