রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরিক্ষার বিগত বছরের সকল প্রশ্নোত্তর একসাথে

প্রশ্ন ১: রবীন্দ্রনাথ ঠাকুরের “গীতাঞ্জলি” কাব্য প্রকাশিত কত সনে? [৩৭তম বিসিএস]
🎯 উত্তর: ১৯১০।
প্রশ্ন ২: কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬]
🎯 উত্তর: চক্রবাক।
প্রশ্ন ৩: “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরনতলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে? [৩৭তম বিসিএস]
🎯 উত্তর: পূজা অর্থে।
প্রশ্ন ৪: রবীন্দ্রনাথের প্রথম লেখা ছোট গল্প কোনটি? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীনে পিএসসি‘র সহকারী পরিচালক ২০১৬]
🎯 উত্তর: ভিখারিনী।
প্রশ্ন ৫: কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
🎯 উত্তর: ঘুম নেই।

প্রশ্ন ৬: ‘ছবি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [বাংলাদেশ রেলওয়ে উপসহকারী (সিভিল) ২০১৬]
🎯 উত্তর: বলাকা।
প্রশ্ন ৭: ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি’-এর রচয়িতা কে? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীনে পিএসসি‘র সহকারী পরিচালক ২০১৬]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৮: ‘চতুরঙ্গ’ গ্রন্থটি কার রচিত? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীনে পিএসসি‘র সহকারী পরিচালক ২০১৬]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৯: রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার ২০১৬/সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম গবেষনা কর্মকর্তা ২১০৫]
🎯 উত্তর: গীতাঞ্জলি।
প্রশ্ন ১০: ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? [জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ১১: বাংলা সাহিত্যে ‘বিশ্বকবি’ হিসেবে পরিচিত কে? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক ২০১৫]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ১২: ‘হিং টিং ছট’ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক ২০১৫]
🎯 উত্তর: সোনার তরী।
প্রশ্ন ১৩: ‘ভানুসিংহের ঠাকুরের পদাবলী’র ভাষা- [জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযুদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্টী) ২০১৫]
🎯 উত্তর: ব্রজবুলি।
প্রশ্ন ১৪: কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৫]
🎯 উত্তর: কুষ্টিয়া।
প্রশ্ন ১৫: নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের? [৩৬তম বিসিএস]
🎯 উত্তর: নিখিলেস-বিমলা।
প্রশ্ন ১৬: রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? [শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫]
🎯 উত্তর: বলাকা।
প্রশ্ন ১৭: রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন- [বাংলাদেশ রেলওয়ে উপসহকারী (সিভিল) ২০১৬/মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০১৬/স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫]
🎯 উত্তর: ১৯১৩।
প্রশ্ন ১৮: রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? [৩৫তম বিসিএস]
🎯 উত্তর: খুলনার দক্ষিন ডিহি।
প্রশ্ন ১৯: কোনটি রবনীন্দ্র রচনার অন্তর্তগত নয়? [৩৫তম বিসিএস]
🎯 উত্তর: “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাণ্ডক আবার আত্মদান”।
প্রশ্ন ২০: ‘কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? [প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন ২১: ‘ঠাকুর’ পরিবারের আসল পদবি ছিল- [প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫]
🎯 উত্তর: কুশারী।
প্রশ্ন ২২: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মদিন কোনটি? [জনপ্রশাসন মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬/মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর-২০১৪]
🎯 উত্তর: ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ।
প্রশ্ন ২৩: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ বৈশাখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল? [প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালকঃ ০১]
🎯 উত্তর: ৭ তারিখ।
প্রশ্ন ২৪: ২৫শে বৈশাখ কার জন্মদিন? [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ২০১১]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের।
প্রশ্ন ২৫: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম- [সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ২০১৫]
🎯 উত্তর: ১৮৬১ খ্রিস্টাব্দে ৭মে।
প্রশ্ন ২৬: কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়? [১৩তম বিসিএস]
🎯 উত্তর: ১৯৬১ সালে।
প্রশ্ন ২৭: রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি? [পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাইফার অফিসার ২০১২]
🎯 উত্তর: ২২ শ্রাবণ।
প্রশ্ন ২৮: ২২ শ্রাবন কেন স্মরনীয়? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ২০১২]
🎯 উত্তর: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস।
প্রশ্ন ২৯: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরন করেন-[সাব-রেজিস্টারঃ ০১]
🎯 উত্তর: ১৯৪১।
প্রশ্ন ৩০: Which Benglai poet was awarded thr title ‘Knight’? / কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকঃ ০৪]
🎯 উত্তর: Rabiindra Nath Tagore
প্রশ্ন ৩১: রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন- [খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ২০১২/বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১১/আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসারঃ -৭]
🎯 উত্তর: ১৯১৯।
প্রশ্ন ৩২: বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন- [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর উপ-সহকারী পরিচালকঃ ০১]
🎯 উত্তর: আইনস্টাইন।
প্রশ্ন ৩৩: ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্টা করে? [প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালকঃ ০১]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৩৪: রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে- [১৪তম বিসিএস/পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক ২০১১]
🎯 উত্তর: ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়।
প্রশ্ন ৩৫: বাংলা টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? [১০ম বিসিএস/সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরঃ ৯৯]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৩৬: বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে? [থানা সহকারী শিক্ষা অফিসারঃ ০৫]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৩৭: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রখম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক- ২০১২]
🎯 উত্তর: বনফুল।
প্রশ্ন ৩৮: কোনটি কাব্যগ্রন্থ? [২০তম বিসিএস/পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যান পরিদর্শিকা (FWV) পশিক্ষানার্থী ২০১৫]
🎯 উত্তর: শেষ লেখা।
প্রশ্ন ৩৯: ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ৯৩]
🎯 উত্তর: বলাকা। সূচিপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।

প্রশ্ন ৪০: রবীন্দ্রনাথের বিখ্যাত ‘সাজাহান’ কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? [উপজেলা সমাজসেবা অফিসারঃ ০৬]
🎯 উত্তর: বলাকা।
প্রশ্ন ৪১: ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন? [২২তম বিসিএস/ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ‘ঘ’ ইউনিটঃ ০৩-০৪]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৪২: ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি- [সমবায় অধিদপ্তরে ২য় শ্রেনীর গেজেটেড কর্মখর্তাঃ ৯৭]
🎯 উত্তর: কাব্যগ্রন্থ।
প্রশ্ন ৪২: রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ? [তথ্য মন্ত্রনালয়ের অধীনে তথ্য অফিসারঃ ০৫]
🎯 উত্তর: কাব্যগ্রন্থ।
প্রশ্ন ৪৩: ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে? [২৬তম বিসিএস/থানা শিক্ষা অফিসারঃ ৯৬]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৪৪: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? [অর্থ মন্ত্রনালয়ের অধীনে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
🎯 উত্তর: ভিক্টোরিয়া ওকামপো।
প্রশ্ন ৪৫: ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা? সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ২০১৩/আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদঃ০৭]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন ৪৬: ‘বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা ১৪০০ সাল’ এর রচয়িতা কে? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ‘ঘ’ ইউনিটঃ ০২-০৩]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৪৭: নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? [অর্থ মন্ত্রনালয়ের অধীনে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
🎯 উত্তর: বলাকা।
প্রশ্ন ৪৮: রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি? [বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের অধীনে সহকারী বিস্ফোরক পরিদর্শকঃ ০৩]
🎯 উত্তর: গীতাঞ্জলি।
প্রশ্ন ৪৯: কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান? [ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ‘গ’ ইউনিটঃ ০২-০৩]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৫০: রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন- [বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক ২০১১]
🎯 উত্তর: নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৫১: গীতাঞ্জলির ইংরেজী অনুবাদ সম্পাদনা করেছেন- [৩৩তম বিসিএস]
🎯 উত্তর: ডব্লিউ.বি.ইয়েটস।
প্রশ্ন ৫২: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস- [সহকারী জজ নিয়োগ পরীক্ষাঃ ০৭/কর্মসংস্থান ব্যাংক অ্যাসিসটেন্ট অফিসারঃ ০১]
🎯 উত্তর: বৌঠাকুরানীর হাট।
প্রশ্ন ৫৩: ‘শেষের কবিতা’ কার রচনা? [কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মখর্তা- ২০১৪]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৫৪: রবীন্দ্রনাথ ঠাকুরে রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে- [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১১/শ্রম অধিদপ্তরে শ্রম অফিসারঃ ৯৪]
🎯 উত্তর: একটি রোমান্টিক উপন্যাস।
প্রশ্ন ৫৫: রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? [২৪তম বিসিএস/পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাইফার অফিসার ২০১২/ ৫মবিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১০]
🎯 উত্তর: শেষের কবিতা।
প্রশ্ন ৫৬: গোরা উপন্যাসের লেখন কে? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক ২০১৩]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৫৭: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসে কান ভাষাবিদের নাম পাওয়া যায়? [স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তাঃ ০৬]
🎯 উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী।
প্রশ্ন ৫৮: ‘শেষের কবিতা’ উপন্যাসের নায়ক কে? [শ্রম পরিদপ্তরের মেডিক্যাল অফিসার- ২০০৭]
🎯 উত্তর: অমিত রায়।
প্রশ্ন ৫৯: কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? [১৬তম বিসেএস]
🎯 উত্তর: ঘরে-বাইরে।
প্রশ্ন ৬০: ‘ঘরে-বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো- [নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মখর্তা এবং বাংলাদেশ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী ২০১৩]
🎯 উত্তর: ব্রিটিশ ভারতের রাজনীতি।
প্রশ্ন ৬১: কোনটি রবীন্দ্রনাথের রচনা? [২১তম বিসিএস]
🎯 উত্তর: চতুরঙ্গ।
প্রশ্ন ৬২: ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি- [সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী- ২০১০/দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শকঃ ০৪]
🎯 উত্তর: উপন্যাস।
প্রশ্ন ৬৩: রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা- [ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (সহ-ভূতত্ত্ববিদ): ০৬]
🎯 উত্তর: চার অধ্যায়।
প্রশ্ন ৬৪: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন? [মেডিক্যাল ভর্তি পরীক্ষা: ০৯-১০]
🎯 উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন ৬৫: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? [১৫তম বিসিএস/ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬]
🎯 উত্তর: বসন্ত।
প্রশ্ন ৬৬: রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? [২২তম বিসিএস/পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যা পরিদর্শিকা (FWV) প্রশিক্ষাণার্থী ২০১৫]
🎯 উত্তর: রক্তকরবী।
প্রশ্ন ৬৭: রক্তকরবী কী? [সহকারী থানা শিক্ষ অফিসারঃ ০৯]
🎯 উত্তর: রবীন্দ্রনাথের নাটক।
প্রশ্ন ৬৮: ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২-ঢাকা]
🎯 উত্তর: উপন্যাস।
প্রশ্ন ৬৯: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ১১]
🎯 উত্তর: চিত্রা।

মা দিবসের শুভেচ্ছা বাণী Happy Mother’s Day 2022| মা দিবসের স্ট্যাটাস, উক্তি, কিছু কথা ও ছবি

প্রশ্ন ৭০: ‘বিদায় অভিশাপ’ কবিতাটি কার লেখা? [পল্লী উন্নয়ন বোর্ডের মাঠকর্মী- ২০১৪]
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৭১: কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? [প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক ২০১৬]
🎯 উত্তর: গোরা।
প্রশ্ন ৭২: ‘বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত’।– এ বাক্যটি কোন লেখায় আছে? [পরিবার ক্যলান পরিদর্শিকা প্রশিক্ষণার্থী নিয়োগ পরীক্ষা ২০১০/স্বাস্থ অধিদপ্তরে স্বাস্থ সহকারী ২০১০]
🎯 উত্তর: হৈমন্তী।
সূচিপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।
প্রশ্ন ৭৩: রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি? [শ্রম পরিদপ্তরের মেডিক্যাল অফিসার- ২০০৭]
🎯 উত্তর: চন্ডালিকা।
প্রশ্ন ৭৪: ‘তাপসী’ নাটকটি কে রচনা করেছেন? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২-চট্টগ্রাম]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৭৫: ‘তাসের দেশ’ নাটকটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২-মেঘনা]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৭৬: রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান এসিস্টেন্ট অফিসার ২০১৪]
🎯 উত্তর: তাসের দেশ।
প্রশ্ন ৭৭: নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়? [জতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১২]
🎯 উত্তর: দুই বোন।
প্রশ্ন ৭৮: রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল- [দুর্নীতি দমন পরিদর্শকঃ ০৪]
🎯 উত্তর: ডাকঘর।
প্রশ্ন ৭৯: কোনটি নাটক? [জেলা নির্বাচন অফিসারঃ ০৪]
🎯 উত্তর: ডাকঘর।
প্রশ্ন ৮০: ‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, সিলেট বিভাগঃ ০৯]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৮১: ‘বিসর্জন’ কার রচনা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, খুলনা বিভাগঃ ০৯/বিআরটিএ এর সহকারী পরিচালকঃ ০৫]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৮২: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন- [মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরিদর্শকঃ ০৪]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন ৮৩: গল্পগুচ্ছের লেখক কে? [উপজেলা সমাজসেবা অফিসারঃ ০৬/মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরিদর্শকঃ ০৪]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৮৪: রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয়? [উত্তরা ব্যাংক সহকারী অফিসারঃ ০৮]
🎯 উত্তর: নৌকাডুবি।
প্রশ্ন ৮৫: নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? [দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সহকারী পরিচালকঃ ০১]
🎯 উত্তর: ক্ষুধিত পাষান।
প্রশ্ন ৮৬: রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? [২৮তম বিসিএস]
🎯 উত্তর: ক্ষুধিত পাষান।
প্রশ্ন ৮৭: যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? [সংস্থাপন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তাঃ ০৭]

🎯 উত্তর: হৈমন্তী।
প্রশ্ন ৮৮: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ- [সাব-রেজস্ট্রারঃ ০১/প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সাইফার অফিসারঃ ৯৯]
🎯 উত্তর: যুরোপ প্রবাসী পত্র।
প্রশ্ন ৮৯: ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবন? [স্বাস্থ মন্ত্রনালয়ের সহকারী প্রকৌশলী ২০১৬/সহকারী জজ নিয়োগ পরীক্ষাঃ ০৮]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৯০: ‘দেনাপাওনা’ উপন্যাস ও ‘দেনাপাওনা’ ছোট গল্পের লেখক যথাক্রমে- [বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে সহকারী পরিচালকঃ ০৬]
🎯 উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর।
সূচিপত্রে ফিরে যেতে এখানে ক্লিক করুন।
প্রশ্ন ৯১: ‘পঞ্চভূত’ কার লেখা? [সেনালী, জনতা, অগ্রনী ও রূপালী ব্যাংকের অফিসারঃ ০৮]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৯২: ‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত প্রান্তর’ লিখেছেন যথাক্রমে- [অর্থ মন্ত্রনালয়ের অধীনে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী।
প্রশ্ন ৯৩: নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কৃর্তৃক রচিত নয়? [গনমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (টিভি প্রশিক্ষন): -৩]
🎯 উত্তর: কৃষ্ণকান্তের উইল।
প্রশ্ন ৯৪: কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? [পিএসসি‘র সহকারী পরিচালকঃ ৯৮]

src=”https://s.w.org/images/core/emoji/13.1.0/svg/1f3af.svg” alt=”🎯” /> উত্তর: কৃষ্ণকুমারী।
প্রশ্ন ৯৫: কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? [রেলওয়ে সহকারী কমাডেন্টঃ ০০]
🎯 উত্তর: বীরাঙ্গনা।
প্রশ্ন ৯৬: কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০১]
🎯 উত্তর: রাজবন্দীর জবানবন্দী।
প্রশ্ন ৯৭: নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? [সহকারী পল্লী উন্নয়ন কর্মখর্তা (বিআরডিবি): -৭]
🎯 উত্তর: ফাল্ডুনী।
প্রশ্ন ৯৮: কোনটি সঠিক? [অর্থ মন্ত্রনালয়ের অধীনে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
🎯 উত্তর: জল পড়ে পাতা নড়ে (উপন্যাস)
প্রশ্ন ৯৯: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক- ১৩]
🎯 উত্তর:ভিখারিনী।
প্রশ্ন ১০০: কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? [সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২]
🎯 উত্তর: দোলনচাঁপা।
প্রশ্ন ১০১: রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
🎯 উত্তর: তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
প্রশ্ন ১০২: কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়?
🎯 উত্তর: তের বছর বয়সে।
প্রশ্ন ১০৩: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
🎯 উত্তর: কবি কাহিনী।
প্রশ্ন ১০৪: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
🎯 উত্তর: বাল্মীকি প্রতিভা।
প্রশ্ন ১০৫: বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?

🎯 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরকে।
প্রশ্ন ১০৬: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
🎯 উত্তর: ভানুসিংহ ঠাকুর।
প্রশ্ন ১০৭: গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
🎯 উত্তর: ১৯১০ সালে।
প্রশ্ন ১০৮: গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
🎯 উত্তর: ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।

ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর, প্রশ্ন কবিতার প্রশ্ন উত্তর, চার অধ্যায় উপন্যাসের প্রশ্ন উত্তর ,রবীন্দ্রনাথ ঠাকুর mcq ,ছিন্নপত্র প্রশ্ন উত্তর, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার প্রশ্ন উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী pdf download, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো কি কি

Leave a Reply