রামনাথের বসতভিটা পুনরুদ্ধারে বানিয়াচংয়ে সভা

বাইসাইকেলে পৃথিবী ভ্রমণ করা দুঃসাহসিক বাঙালি ভূপর্যটক ও বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি ভ্রমণকাহিনীর লেখক রামনাথ বিশ্বাসের হবিগঞ্জের বসতভিটা দখলের খবর সংগ্রহ করতে এসে হামলার শিকার সাংবাদিক রাজীব নূরসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় বানিয়াচংবাসী লজ্জিত বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও সুধীজনেরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের ১ নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, শিক্ষাবিদ স্বপন কুমার দাশ এবং ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহবায়ক ভূ-পর্যটক আশরাফুজ্জামান উজ্জল, যুগ্ম আহবায়ক কবি শাহেদ কায়েস।

এসময় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, ‘এরকম একটি ঘটনা আমাদের বানিয়াচংয়ে হওয়ায় আমরা সবাই লজ্জিত। দেশের একজন স্বনামধন্য সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল এসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ কয়েকজন সাংবাদিক এখানে এসে আক্রান্ত হলেন। রামনাথ বিশ্বাস আমাদের বানিয়াচং এর গর্ব। তার বাড়ি দখলমুক্ত করা আমাদের সবার দায়িত্ব। এই আন্দোনলনের সাথে সংহতি জানিয়ে আমরা রামনাথের বাড়ি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে আহবান জানাই।’

শিক্ষাবিদ স্বপন কুমার দাশ বলেন, ‘আমার এখানে দাঁড়িয়ে কথা বলতে ভীষণ লজ্জা হচ্ছে। এই বানিয়াচং বিখ্যাত এলাকা। অনেক গুণি মানুষের জন্ম এখানে। রামনাথ বিশ্বাসের বাড়ি অনুসন্ধান করতে এসে এখানে হামলার শিকার হয়েছেন সাংবাদিক রাজিব নূর। এই ঘটনাটি বানিয়াচংবাসীর লজ্জার।’

তিনি আরো বলেন, ‘যারা সম্মানীয়, তাদের যদি আমরা সম্মান না দিতে পারি তবে আমরা কিভাবে বড় হব? রামনাথ বিশ্বাসের বাড়ি পরিদর্শন করতে এসে যারা এই অপমানের শিকার হয়েছেন। তাদের কাছে আমরা লজ্জিত। সেই সাথে বলবো, ভবিষ্যত প্রজন্মের জন্য ইতিহাস সংরক্ষণ করা জরুরি। মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি মৃত্যুকেও বরণ করতে হয়। সেটাও সম্মানের।’

 

বাইসাইকেলে পৃথিবী ভ্রমণ করা দুঃসাহসিক বাঙালি ভূপর্যটক ও বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি ভ্রমণকাহিনীর লেখক রামনাথ বিশ্বাসের হবিগঞ্জের বসতভিটা দখলের খবর সংগ্রহ করতে এসে হামলার শিকার সাংবাদিক রাজীব নূরসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় বানিয়াচংবাসী লজ্জিত বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও সুধীজনেরা।

 

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

 

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের ১ নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, শিক্ষাবিদ স্বপন কুমার দাশ এবং ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহবায়ক ভূ-পর্যটক আশরাফুজ্জামান উজ্জল, যুগ্ম আহবায়ক কবি শাহেদ কায়েস।

 

 

এসময় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, ‘এরকম একটি ঘটনা আমাদের বানিয়াচংয়ে হওয়ায় আমরা সবাই লজ্জিত। দেশের একজন স্বনামধন্য সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল এসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ কয়েকজন সাংবাদিক এখানে এসে আক্রান্ত হলেন। রামনাথ বিশ্বাস আমাদের বানিয়াচং এর গর্ব। তার বাড়ি দখলমুক্ত করা আমাদের সবার দায়িত্ব। এই আন্দোনলনের সাথে সংহতি জানিয়ে আমরা রামনাথের বাড়ি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে আহবান জানাই

 

শিক্ষাবিদ স্বপন কুমার দাশ বলেন, ‘আমার এখানে দাঁড়িয়ে কথা বলতে ভীষণ লজ্জা হচ্ছে। এই বানিয়াচং বিখ্যাত এলাকা। অনেক গুণি মানুষের জন্ম এখানে। রামনাথ বিশ্বাসের বাড়ি অনুসন্ধান করতে এসে এখানে হামলার শিকার হয়েছেন সাংবাদিক রাজিব নূর। এই ঘটনাটি বানিয়াচংবাসীর লজ্জার।’

 

তিনি আরো বলেন, ‘যারা সম্মানীয়, তাদের যদি আমরা সম্মান না দিতে পারি তবে আমরা কিভাবে বড় হব? রামনাথ বিশ্বাসের বাড়ি পরিদর্শন করতে এসে যারা এই অপমানের শিকার হয়েছেন। তাদের কাছে আমরা লজ্জিত। সেই সাথে বলবো, ভবিষ্যত প্রজন্মের জন্য ইতিহাস সংরক্ষণ করা জরুরি। মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি মৃত্যুকেও বরণ করতে হয়। সেটাও সম্মানের।’

 

বানিয়াচং এর ইতিহাসের কথা জানিয়ে স্বপন কুমার দাশ বলেন, ‘এই বানিয়াচং এর সন্তান হেম সেন ছিলেন বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম কর্মী। মাষ্টার দা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের সঙ্গে বৃটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন হেম সেন। সেই হেম সেনকে খুঁজতে বৃটিশরা বানিয়াচংয়ে এসেছিলেন। বীরের এলাকা বানিয়াচং এর আরেক কীর্তিমান রামনাথ বিশ্বাস। তার বাড়ি সংরক্ষণ করার মধ্য দিয়ে বানিয়াচং এই ভূ-পর্যটককে নতুন করে আলোচিত হবে।’

 

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘আমরা বানিয়াচংবাসীর পক্ষ থেকে সাংবাদিক রাজীব নূরের কাছে ক্ষমা চাই। আমাদের গর্বিত সন্তান রামনাথ বিশ্বাসকে নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রাজিব নূর। এই হামলার ঘটনায় আরেকটি ব্যাপার হয়েছে, আমরা অতীতে রামনাথ বিশ্বাসের বাড়ি দখল করা নিয়ে কেউ জোরালোভাবে কথা বলতে পারি নি। এখন একটা জনমত তৈরি হয়েছে। আমাদের বানিয়াচং এর গর্বিত সন্তান রামনাথ বিশ্বাসের বাড়ি দখলমুক্ত করা সহজ হবে।’

 

রামনাথ বিশ্বাসের বাড়ির দখল করা নিয়ে দেশে-বিদেশে আলোচনা হচ্ছে উল্লেখ করেন মোহাম্মদ আলী বলেন, ‘রামনাথের বসতভিটা উদ্ধারের জন্য দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়েছেন। এখন একটা আলোচনা যেহেতু হয়েছে, আমার মনে হয় বানিয়াচংবাসী এখন আর পিছনে যাবে না। আমরা আশা করবো, রামনাথের বাড়িতে পাঠাগার আর সাইকেল মিউজিয়াম করার দিকে সরকার ও প্রশাসনও তৎপর হবেন।’

বিখ্যাত ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধার করে সেখানে পাঠাগার এবং বাই-সাইকেল মিউজিয়াম করার মধ্য দিয়ে বানিয়াচং সারা পৃথিবীর কাছে গর্বিত বলেও মনে করেন তিনি।

সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু বলেন, ‘বানিয়াচংবাসীকে বলবো, জেগে ঘুমাবেন না। মানুষ জেগে উঠলে শয়তান পালায়। আমাদেরকে জেগে উঠতে হবে। সাংবাদিক রাজীব নূরের সাথে অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে এখন একটা প্রীতিকর কিছু হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। বানিয়াচংবাসী সবাই রামনাথের বসতভিটা পুনরুদ্ধারের আন্দোলনে একাত্ম আছি।’

তিনি আরো যোগ করেন, ‘সরকার এবং প্রশাসনের দায়িত্ব আছে দেশের ইতিহাস-ঐতিহ্য সংগ্রহ করার। আমরা যেখানে বসে এই মতবিনিময় সভা করছি। পাশেই প্রশাসনের লোকজনের অফিস। তাদের কাছে এই মত বিনিময় সভার খবর নিশ্চয় জানবেন। আমরা আশা করবো, তারা রামনাথের বসতভিটা উদ্ধারে তৎপর হবেন।’

যে কোনো ভালো কাজে বাধা আসে উল্লেখ করে সভায় সাংবাদিক বিষ্ণু বলেন, ‘আমরা কোনো ব্যক্তিস্বার্থে এই আন্দোলনে নামিনি। আমরা আমাদের ইতিহাসকে সংরক্ষণের জন্য এই আন্দোলনে নেমেছি। সকল শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এই আন্দোলনে একাত্ম হবেন।’

ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি আয়োজিত সাইকেল র‍্যালিকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মতবিনিময় সভার বক্তারা।

ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহবায়ক আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় হবিগঞ্জ টাউন হল থেকে রামনাথের বাড়ির পথে বাইসাইকেল শোভাযাত্রা হবে। ওইদিনই সকাল ১১টায় বানিয়াচং শহীদ মিনারে সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু প্রতীকী অনশন করবেন। বাইসাইকেল শোভাযাত্রাটি রামনাথের বাড়ি বিদ্যাভূষণ পাড়া ঘুরে এসে বানিয়াচং শহীদ মিনারে বিকেল ৪ টায় সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এ আন্দোলকে সচল রাখার লক্ষ্যে মূলত লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা মিলে গঠন করেছে ‘ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’।

 

রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির যুগ্ম আহবায়ক কবি শাহেদ কায়েস বলেন, ‘এই আন্দোলনে বানিয়াচংবাসী যেভাবে সমর্থন যুগিয়েছে, আমাদের বিশ্বাস আন্দোলন সফল হবে। একজন ওয়াহেদ মিয়া রাজিব নূরের মতো খ্যাতিমান সাংবাদিককে অপমান করে বানিয়াচংবাসীর চোখ খুলে দিয়েছেন। এবার সম্মিলিত প্রতিবাদ নিশ্চয় উদ্ধার হবে রামনাথের বসতভিটা। আমরা রামনাথকে ফিরিয়ে দিতে পারবো, তার বাইন্ন্যাচং।’

 

হামলার শিকার হওয়া সাংবাদিক রাজীব নূর মতবিনিময় সভায় উপস্থিত হয়ে সেদিনের ভয়াবহতার বর্ণনা করে বলেন, ‘সেদিন আমাদের উপর হামলা হয়েছে, ইট দিয়ে আমাদের সহকর্মী আলমগীরকে মাথায় মারতে চেয়েছিল। আমাদের আরেক সহকর্মী পেছন থেকে জাপটে না ধরলে হয়তো আমাদের সহকর্মী আলমগীরের সেখানে প্রাণ সংশয় হতে পারতো। এটি স্পষ্টই হত্যা চেষ্টা। আমরা দ্রুত আইনে বিচার চাই। রামনাথের বাড়ি দখল করে থাকা ওয়াহেদ মিয়া আল বদর পরিবারের সদস্য। বিভিন্ন সময় রামনাথের বাড়ি দেখতে যাওয়া পর্যটকদের বাঁধা দিয়েছে, অপমান করেছে ওয়াহেদ মিয়ার পরিবার। রামনাথের বাড়ি দখলমুক্ত করে বাড়িটিকে পাঠাগার এবং সাইকেল মিউজিয়াম করে সংরক্ষণ করা হোক।’

 

মানুষের জেগে উঠার মধ্য দিয়েই নতুন ইতিহাস তৈরি হয়। বানিয়াচং এর ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস একদিন বাইসাইকেলে বিশ্ব ভ্রমণ করে যে ইতিহাস রচনা করেছিলেন, তার বসতভিটা দখলমুক্ত করার মধ্য দিয়ে বানিয়াচংবাসী আরেক ইতিহাস রচনা করবে বলে প্রত্যাশার কথা জানান মতবিনিময় সভায়।

Leave a Reply