Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
রেল স্টেশনের নাম সবসময় হলুদ সাইন বোর্ডেই কেন লেখা থাকে,

রেল স্টেশনের নাম সবসময় হলুদ সাইন বোর্ডেই কেন লেখা থাকে, এর পেছনে রয়েছে মজার কারণ

ভারতের মত বড় এবং জনবহুল দেশে পরিবহন তথা যোগাযোগ মাধ্যম অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিনই দেশের লক্ষ লক্ষ মানুষকে কর্মসূত্রে বাইরে বেরোতে হয়। আর সেক্ষত্রে ভারতীয় রেলকে পরিবহন ব্যবস্থার “লাইফ লাইন” বলা হয়। করোনা মহামারীর সময়ে যখন ট্রেন চলাচল বন্ধ ছিল তখন পুরো স্তব্ধ হয়ে যায় সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা।

যার ফলে খুব সহজেই উপলব্ধি করা যায় যে, পরিবহনের মাধ্যম হিসেবে রেল ঠিক কতটা জরুরি।ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা। আমাদের দেশে মোট ৭,৩৪৯ টি রেলওয়ে স্টেশন রয়েছে। ট্রেনে ভ্রমণ করতে কমবেশি সকলেই পছন্দ করেন। পাশাপাশি, এই ভ্রমণের সময় বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষীও হন যাত্রীরা।

তবে ট্রেনে চড়াকালীন আপনি নিশ্চয়ই রেল স্টেশনে দেখেছেন যে, স্টেশনে রেলের সাইন বোর্ড সবসময় হলুদ রঙে থাকে। কিন্তু, রেলের সাইন বোর্ড সবসময় হলুদ রঙের হয় কেন সেই সম্পর্কে আপনি কি কিছু জানেন? তাহলে চলুন এর পেছনের মজার কারণ সম্পর্কেই বর্তমান প্রতিবেদনে আলোচনা করা যাক।

‘পুষ্পা’ স্টাইলে লাল চন্দন পাচারকালে ধরা ইয়াসিন

হলুদ রঙের আঁকা বোর্ডের পেছনে অন্যতম কারণ হল এই রং সরাসরি সূর্যালোকের সাথে সম্পর্কিত থাকে। পাশাপাশি, এই রং মানসিক শক্তি বৃদ্ধি করে। বাকি রঙের তুলনায় এই রঙের পটভূমি খুবই কার্যকর। এটি মনের উপর ইতিবাচক প্রভাবও ফেলে। সেই সঙ্গে হলুদ বোর্ডে কালো রঙে লেখা শব্দগুলো দূর থেকে স্পষ্ট দেখা যায়। এতে চোখেও চাপ পড়ে না।

দিনে পাঁচবার যৌনমিলনও আমার জন্য যথেষ্ট ছিল না’

হলুদ রঙের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি দূর থেকে দেখতে পাওয়া যায়। ট্রেন চালক দূর থেকে হলুদ রঙের এই বোর্ড দেখে আগেভাগেই জানতে পারেন যে সামনে একটা স্টেশন আছে এবং তিনি তাঁর ট্রেনের গতি কমাতে শুরু করেন। এর পাশাপাশি স্টেশনের কাছাকাছি এলে চালক আরও সতর্ক হয়ে যান।

এমতাবস্থায়, হলুদ বোর্ড দেখে সজাগ হয়ে যান ট্রেনের লোকো পাইলটও। যেই কারণে তিনি হর্ন বাজাতে থাকেন। পাশাপাশি স্টেশনে উপস্থিত যাত্রীরাও সজাগ হয়ে গিয়ে বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যান। এছাড়াও, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে স্কুল বাসের রং-ও হলুদ হয়। দূর থেকে স্পষ্ট দেখা যায় বলেই বাসের রং গুলি হলুদ করা হয়।

 

প্রসঙ্গত উল্লেখ্য, রেলে বিপদ নির্দেশ করতে লাল রঙের ব্যবহার করা হয়। এই জন্য লাল রঙের পটভূমিতে সাদা রঙ দিয়ে লেখা হয়। এতে দূর থেকে বিপদের কথা জানতে পারা যায়। ট্রেন চলাচলে লাল রং অনেক বেশি ব্যবহৃত হয়। এটা ছাড়াও, সাধারণ গাড়ির পেছনেও একটি লাল আলো দেওয়া থাকে। যাতে গাড়ি ব্রেক কষলে বা গতি কমালে গাড়ির পেছনে অন্য কোনো গাড়ি থাকলে তারা সতর্ক হতে পারে।

Leave a Reply