শাহজালাল বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৩৭ বিমানের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে বিমান দুটির সামান্য ক্ষতি হয়েছে। বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, আগে থেকেই রক্ষণাবেক্ষণের জন্য বোয়িং ৭৭৭ বিমান বিমানবন্দরের হ্যাঙ্গারে পার্ক করা ছিল।

রোববার ১টা ৪৫ মিনিটে বিমানের আরেকটি বোয়িং ৭৩৭ বিমান রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেয়া হয় তখন একটার সঙ্গে আরেকটির ধাক্কা লেগে কিছু ক্ষতি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

পেঁপে খেলেও হতে পারে মারাত্মক বিপদ! জেনে নিন কাদের জন্য এই ফল ক্ষতিকারক

সোমবার তিনি উড়োজাহাজ দুটি পরিদর্শনে বিমানবন্দরের হ্যাঙ্গারে যান। এ সময় এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তেরও নির্দেশ দেন তিনি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা।

Leave a Reply