শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন উত্তর~Questions and Answers of Sheikh Russell Quiz Competition

শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।

নতুন কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই ব্লগটি লেখা হয়েছে। শেখ রাসেল দিবসে অনুষ্ঠিত অনলাইন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্নোত্তর এখানে দেওয়া হলো। বিজয়ী হতে চাইলে অবশ্যই মনোযোগ দিয়ে প্রশ্ন ও উত্তর গুলো পড়ুন।

১. “আমাদের ছোট রাসেল সোনা” বইটি কার লেখা?

 

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

২. আমাদের ছোট রাসেল সোনা” বইটি কে প্রকাশ করেছেন?

শেখ রাসেল এর জীবন কাহিনী জেনে নিন। sheikh rasel biography

উত্তর: বাংলাদেশ শিশু একাডেমী। প্রকাশক: জ্যোতি লাল কুরী, মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমী।

 

৩. “আমাদের ছোট রাসেল সোনা” বইটি কবে প্রকাশিত হয় বা প্রকাশকাল কবে?

 

উত্তর: জাতির পিতা ব্ঞাবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের সময়।

 

বাংলা: ৩রা চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ;

 

ইংরেজি: ১৭ই মার্চ ২০১৮ খ্রিষ্টাব্দ।

 

৪. “শেখ রাসেল” এর জন্ম কত তারিখে?

 

উত্তর: বাংলা: ৩ কার্তিক ১৩৭১ বঙ্গাব্দ;

 

ইংরেজি: ১৮ অক্টোবর ১৯৬৪।

 

৫. “শেখ রাসেল” এর মৃত্যু হবে?

 

উত্তর: বাংলা: ৩১ শ্রাবণ ১৩৮২ বঙ্গাব্দ;

 

ইংরেজি: ১৫ আগস্ট ১৯৭৫। .

 

৬. “আমদের ছোট রাসেল সোনা” বইটির কততম সংস্করণ চলমান? .

 

উত্তর: ৪র্থ সংস্করণ।

 

৭. “আমদের ছোট রাসেল সোনা” বইটির ৪র্থ সংস্করণ কবে প্রকাশ পায়?

 

উত্তর: জানুয়ারি ২০২২ হিস্টাব্দ। (মাঘ ১৪২৮ বঙ্গাব্দ)

 

৮. শেখ রাসেল এর জন্ম দিবস আরবিতে কত তারিখ?

 

উত্তর: ১১ জমাদিউস সানি ১৩৮৪।

 

৯. “আমাদের ছোট রাসেল সোনা” বইটি কাকে উৎসর্গ করা হয়েছে?

 

উত্তর: বিশ্বের সকল শিশুকে।

 

১০. “রাসেল, রাসেল তুমি কোথায়?” বলে রাসেলকে কে ডাকতেন?

 

উত্তর: রাসেল এর মমতামীয় মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

 

১১. “মা, মা, মা তুমি কোথায় মা?” এটি কার উক্তি?

 

উত্তর: রাসেলের।

 

১২. কাকে ছাড়া রাসেল ঘুমাতে চাইত না?

 

উত্তর: মাকে।

 

১৩. ঘুমের সময় রাসেল কীভাবে ঘুমাতো?

 

উত্তর: মা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর গলা ধরে ঘুমাতো।

 

১৪. মাকে রাসেল কি বলে ডাকত?

 

উত্তর: “মা* বলে আবার কখনও আব্বা বলেও ডাকত।

 

১৫. শেখ রাসেল এর জন্মের পর পরই বঙ্গবন্ধুকে কেন জেলে যেতে হয়েছিল?

 

উত্তর: ৬ দফা দেওয়ার কারণে তৎকালীন পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধুকে জেলে বন্দি করেছিল

 

১৬. ৬ দফা দেওয়ার কারণে বঙ্গবন্ধুকে যখন জেলে যেতে হয়েছিল তখন শেখ রাসেল এর বয়স কত ছিল?

 

উত্তর: দেড় বছরের কিছু বেশি।

 

১৭. রাসেল সবার চোখের লি ছিল কেন?

 

উন্তর: সবার ছোট ও আদরের বলে।

 

১৮. শিশু রাসেলকে দেখলে কি করতে ইচ্ছে করত বড় ভাইবোনছের/ জবা কি করতো?

 

উত্তর: সুন্দর তুলতুলে গালটা টিপে আদর করতো।

 

১৯. শেখ রাসেল এর জন্ম কোথায় হয়?

 

উত্তর: ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসায়। মাননীয় প্রধানমন্ত্রীর শোবার ছরে।

 

২০. শেখ রাসেল এর জন্মের সময় বাড়ির অবস্থা কেমন ছিল?

 

উত্তর: দোতলা তখনো শেষ হয়নি।

 

২১. শেখ রাসেল এর মা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কীভাবে ঘর/বাড়ি তৈরি করেছিলেন?

 

উত্তর: একখানা করে ঘর তৈরি করেছিলেন।

 

২২. বাংলাদেশ কবে স্বাধীন হয়?

 

উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়।

 

২৩. কখন বিজয়ের পতাকা ঘরে ঘরে উড়ে?

 

উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়।

 

২৪. শেখ রাসেল বা শিশু শেখ রাসেল কৰে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিল?

 

উত্তর: বিজয়ের একদিন পর ১৭ ডিসেম্বর ১৯১৭১ সালে।

 

২৫. শেখ রাসেল কোথায় বন্দি ছিলেন?

 

উত্তর: ধানমন্ডির পুরনো ১৮ নম্বর রোডের একটি বাড়িতে।

 

২৬. মুক্তির উচ্ভুল-আনন্দে কে মুক্তিযোদ্ধাদের সাজে মেতে উঠেছিল?

 

উত্তর: রাসেল।

 

২৭. শেখ রাসেল কেন মুক্তিযোদ্ধার সাজে সেজেছিলেন?

 

উত্তর: বন্দিদশা থেকে যুক্তির উজ্জল আনন্দে। –

 

২৮. শেখ রাসেল এর খেলার সাধী কে ছিলেন?

 

উত্তর: টিটো

 

২৯. টিটো এর সাথে শেখ রাসেল এর কী সম্পর্ক ছিল?

 

উত্তর: মামা-ভাগ্নে।

 

৩০. মুক্তিযোদ্ধার সাজে কার সাথে শেখ রাসেল মেতে উঠেছিলেন?

 

উত্তর: খেলার সাথী টিটোর সাথে।

 

৩১. শেখ রাসেল এর বাড়ির কাজ কীভাবে চলছিল?

 

উত্তর: একটু একটু করে বাড়ির কাজ চলছিল।

 

৩২. রাসেল কিসের মাংস পছন্দ করত না?

 

উত্তর: কবুতরের।

 

৩৩. শেখ রাসেলের পরিবার/বঙ্গবন্ধুর পরিবার কত তলায় থাকত?

 

উত্তর: নিচতলায়।

 

৩৪. শেখ রাসেল/শেখ হাসিনার ঘরটি বাড়ির কোন দিকে ছিল

 

উত্তর: উত্তর-পূর্ব দিকে।

 

৩৫. শেখ রাসেল এর জন্ম কখন ও কয়টায় হয়?

 

উত্তর: রাত দেড়টায়। .

 

৩৬. শেখ রাসেল এর জন্মের সষয় বঙ্গবন্ধু কোথায় ছিলেন?

 

উত্তর: নির্বাচনী মিটিং করতে চট্রগ্রামে ছিলেন।

 

৩৭. শেখ রাসেল এর জন্মের সময় প্রেসিডেন্ট প্রার্থী কে ছিলেন?

 

উত্তর: ফাতেমা জিন্নাহ।

 

৩৮. আইয়ুব খান কে ছিলেন?

 

উত্তর: তৎকালীন প্রেসিডেন্ট।

 

৩৯. কারা প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে একটা মোর্চা করে নির্বাচনে নেমেছিলেন?

 

উত্তর: সর্বদলীয় এঁক্য পরিষদ।

 

৪০. তৎকালীন সব রাজনৈতিক দল কার বিরুদ্ধে ছিলেন?

 

উত্তর: প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে।

 

৪১. তখনকার দিনে যোগাযোগের ভরসা কি ছিল?

 

উত্তর: ল্যান্ডফোন।

 

৪২. শেখ রাসেল এর জন্মের খবর বঙ্গবন্ধু বা তার পিতার নিকট কীভাবে পৌঁছায়?

 

উত্তর: ল্যান্ডফোন।

 

৪৩. শেখ রাসেল এর জন্মের সময় কারা উৎকষ্ঠায় ছিলেন?

 

উত্তর: শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও তাদের খোকা কাকা।

 

88. শেখ রাসেল এর জন্মের সময় তার মায়ের সাথে কারা ছিলেন?

 

উত্তর: তার বড় ফুফু, মেজ ফুফু, একজন ডাক্তার এবং একজন নার্স।

 

৪৫. শেখ রাসেল এর জন্মের সময় কারা একবার ঘুমিয়ে আবার জেগে উঠেছিলেন?

 

উত্তর: শেখ জামাল আর শেখ রেহানা।

 

৪৬. কিসের অপেক্ষায় সবাই ঘুমে ঢুলঢুল চোখে জেগে ছিল?

 

উত্তর: নতুন অতিথি শেখ রাসেল এর আগমনী বার্তা শোনার অপেক্ষায়

 

৪৭. কে ঘর থেকে বের হয়ে প্রথম খবর দিলেন?

 

উত্তর: শেখ রাসেল এর মেজ ফুফু।

 

৪৮. শেখ রাসেল এর জন্মের পর বড় ফুফু রাসেলকে কার কোলে তুলে দিলেন?

 

উত্তর: রাসেল এর বড় বোন শেখ হাসিনার কোলে।

 

৪৯. জন্মের পর রাসেলের কি অবস্থা দেখা গেল? –

 

উত্তর: মাথা ভরা ঘন কালো চুল।

শেখ রাসেল একটি স্বপ্নের মৃত্যু। মানবতার প্রতীক ভালবাসার নাম আমাদের বন্ধু প্রবন্ধ রচনা

৫০. কে রাসেলকে ওড়না দিয়ে মুছতে শুরু করলো?

 

উত্তর: রাসেল এর বড় বোন শেখ হাসিনা।

 

৫১. শরীর মুছার পর রাসেলের বড় বোন কী করলেন?

 

উত্তর: চিরুনি দিয়ে শেখ রাসেল এর মাথার চুল আচড়াতে লাগলেন।

 

৫২. শেখ রাসেল এর বড় বোনের নাম কী?

 

উত্তর: শেখ হাসিনা।

 

৫৩. মেজ ফুফু শেখ রাসেল এর বড় বোন শেখ হাসিনাকে কেন মাথার চুল আচড়াতে নিষেধ করলেন?

 

উত্তর: মাথার চামড়া খুব নরম, তাই চিরুনি দেয়া যাবে না।

 

৫৪. কে রাসেল এর চুলে আরুল বুলিয়ে সিথি করে দিলেন?

 

উত্তর: শেখ হাসিনা।

 

৫৫. রাসেল এর কয় ভাই-বোন ছিলেন?

 

উত্তর:৫

 

৫৬. রাসেল ভাইবোনদের মধ্যে কততম ছিলেন?

 

উত্তর: ৫ম

 

৫৭. রাসেলদের ঘরে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল কেন?

 

উত্তর: ছোট্ট বাচ্চা রাসেলের জন্ম হয়েছিল।

 

৫৮. কে বার্ট্রান্ড রাসেলের ভক্ত ছিলেন?

 

উত্তর: শেখ রাসেল এর বাবা জাতির পিতা বঙ্জাবন্ধু শেখ মুজিবুর রহমান

 

৫৯. কে শেখ রাসেলের মাকে বার্ট্রান্ড রাসেলের বই পড়ে শোনাতেন?

 

উত্তর: শেখ রাসেল এর বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

৬০. কে বার্ট্রান্ড রাসেলের ফিলোসফির ভক্ত ছিলেন?

 

উত্তর: শেখ রাসেল এর মা শেখ ফজিলাতুনেছা মুজিব।

 

৬১. রাসেল এর নাম কে রাখেন?

 

উত্তর: শেখ রাসেল এর মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

 

৬২. কে রাসেলকে বিছানায় শুইয়ে দিয়ে সংসারের কাজ করতেন?

 

উত্তর: শেখ রাসেল এর মা

 

৬৩. স্কুল বন্ধ থাকলে রাসেলের পাশে কে শুইতেন?

 

উত্তর: শেখ হাসিনা। *

 

৬৪. কে চুলের বেণি ধরে খেলতে পছন্দ করতেন?

 

উত্তর: রাসেল। .

 

৬৫. ছোট্ট রাসেল কার বেণি ধরে খেলতে পছন্দ করতেন?

 

উত্তর: শেখ হাসিনার।

 

৬৬. ছোট্র রাসেল চুলের বেণি ধরে কি করতেন?

 

উত্তর: হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে হাসতেনক।

 

৬৭. ছোট্ট রাসেল জন্মের প্রথম দিন থেকে তার ভাইবোনেরা কি করতো?

 

উত্তর: ছবি তুলতেন।

 

৬৮. রাসেল জন্মের পর কারা ছবি তুলতেন?

 

উত্তর: ছবি তুলতো এবং তার জন্য আলাদা আালবাম করেছিলেন!

 

৬৯. কত দিন অন্তর অন্তর/ কয় মাস অন্তর অন্তর শেখ রাসেল এর হবি আলবাম সাজানো হতো।

 

উত্তর: প্রতি মাস/প্রতি তিন মাস/ছয় মাস অন্তর।

 

৭০. ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার কী লুট করে নেয়?

 

উত্তর: শেখ রাসেলের ছবির আ্যালবাম।

 

৭১. ১৯৭১ সালে শেখ রাসেলের কী হারিয়ে যায়?

 

উত্তর: শেখ রাছেলের জন্মের পর থেকে বেড়ে উঠার অনেক দুর্লভ ছবি।

 

৭২. শেখ রাসেল এর বাসার সামনে কি ছিল?

 

উত্তর: ছোট্ট একটি লন

 

৭৩. কোন খাবার রক্ত বাড়াতে সাহায্য করলেও রাসেল পছন্দ করতেন না?

 

উত্তর: কবুতরের স্যুপ।

 

৭৪. কে বাসার সামনের বাগানের যত্ন নিতেন?

 

উত্তর: শেখ রাসেল এর মা শেখ ফজিলাতুনেছা মুজিব:

 

৭৫. বিকালে সবাই কোথায় বসতেন?

 

উত্তর: বাসার সামনের বাগানে।

 

৭৬. বিকালে রাসেলকে কিভাবে খেলতে দেয়া হতো?

 

উত্তর: বিকালে একটা পটি বিছিয়ে ছোট্ট রাছেলকে খেলতে দেওয়া হতো?

 

৭৭. রাসেল এর হাঁটার সুবিধার্থে কি করা হত?

 

উত্তর: বাগানের এক পাশে বীশ বেঁধে দেয়া হয়েছিল।

 

৭৮. কে বা কারা হাত ধরে রাসেলকে হাঁটাতে চেষ্টা করাতেন?

 

উত্তর: রাসেলের বড় বোন শেখ হাসিনা এবং অন্য ভাই-বোনেরা।

 

৭৯. রাসেলকে হাটাতে চাইলে সে কি করতো?

 

উত্তর: রাসেল শুরুতে হাটতে চাইতেন না।

 

৮০. রাসেল এর কথা ও কান্না কে টেপরেকর্ভারে রেকর্ড করতেন?

 

উত্তর: শেখ হাসিনা

 

৮১. রাসেল এর কখন হাঁটার ইচ্ছে আরো বেড়ে যায়?

 

উত্তর: ভাই-বোনেরা যখন তাকে হাত ধরে হাটাতে শুরু করলেন তখন তার হঠাৎ ইচ্ছে বেড়ে যায়।

 

৮২. রাসেল যখন হাটতো তখন বড় বোন কি করতেন?

 

উত্তর: হাটার মাঝে তিনি রাসেলের হাত থেকে আঙুল ছেড়ে দিতেন।

 

৮৩. রাসেল হাঁটার সময় তার আঙুল ছেড়ে দিলে কি করতো?

 

উত্তর: বিরক্ত হত।

 

৮৪. প্রথম কোথায় সে নিজে নিজে আঙুল ছাড়া হাটতে শুরু করলো?

 

উত্তর: সামনের বারান্দায় আঙুল ছাড়া হীটতে শুরু করলো।

 

৮৫. সামনের বারান্দায় রাসেল কার হাত ধরে হাটছিলো?

 

উত্তর: শেখ হাসিনার।

 

৮৬. রাসেলের প্রথম নিজে নিজে হীটতে দেখে বড় বোন কী ভেবেছিলেন?

 

উত্তর: ভেবেছিলো কতটুকু হেটে আবার তার হাত ধরবে। .

 

৮৭. রাসেল প্রথম দিন হাটতে হাটতে কোথায় যায়?

 

উত্তর: বাসার পেছনের বারান্দায় চলে যান।

 

৮৮. রাসেল কিভাবে তার ভাইদের নাম উচ্চারণ করত?

 

উত্তর: কামমাল,জামমাল।

 

৮৯. রাসেল সোনা হাটতে শিখে গেছে-কথাটি কে কাকে বলেছিলো?

 

উত্তর: শেখ হাসিনা। |

 

৯০. একদিনে এভাবে কোন বাচ্চাকে আমি হাঁটতে দেখিনি- এ উক্তিটি কার?

 

উত্তর: শেখ হাসিনা। ৷

 

৯১. রাসেলের সবকিছু কেমন ছিল?

 

উত্তর: ব্যতিক্রম ও অত্যন্ত মেধাবী।

 

৯২. রাসেল এর বড় বোন তার ব্যাপারে কী প্রমাণ পেয়েছিলেন?

 

উত্তর: রাসেলের মেধার।

 

৯৩. রাসেল বড় বোন শেখ হাসিনাকে কী বলে ডাকতেন?

 

উত্তর: হাসুপা।

 

৯৪. শেখ কামাল ও শেখ জামালকে রাসেল কী বলে ডাকতেন?

 

উত্তর:ভাই।

 

৯৫. শেখ হাসিনা কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

 

উত্তর: ১৯৬৭।

 

৯৬. শেখ রেহানাকে রাসেল কী বলে ডাকতেন?

 

উত্তর: আপু।

 

৯৭. শেখ কামাল ও শেখ জামালের নাম শেখানোর পরও রাসেল কী বলতো?

 

উত্তর: ভাই।

 

৯৮. শেখ রাসেল চলাফেরায় কেমন ছিলেন?

 

উত্তর: সাবধানী ও সাহসী।

 

৯৯. কালো কালো বড় পিপড়ে দেখলে কী করতো রাসেল?

 

উত্তর: হাত দিয়ে তা ধরতে যেতেন।

শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা 2021 || ষষ্ঠ থেকে দশম শ্রেণি রচনা | শেখ রাসেল আমাদের বন্ধু শব্দ সংখ্যা 800

১০০. ওলা মানে কী?

 

উত্তর: বড় কালো পিপড়া।

 

১০১. কালো গিপড়ে কামড় দেয়ার পর রাসেলের কী অবস্থা হল?

 

উত্তর: আঙুল কেটে রক্ত বের হল।

 

১০২. টমি কে?

 

উত্তর: পোষা কুকুর।

১০৩. শেখ রাসেল কিসের নাম ”ভুট্টো” দিয়েছিলেন?

 

উত্তর: কালো গিপড়ের নাম।

 

১০৪. কোন সময়ে তরিতরকারি ও মাছের বেশ অভাব দেখা দিত?

 

উত্তর: বর্ষাকালে।

 

১০৫. রাসেলের ছোটবেলার টেপরেকর্ডার কেমন ছিল?

 

উত্তর: বেশ বড়।

 

১০৬. রাসেলের কান্না কাকে শুনানো হত?

 

উত্তর: টেপ রেকর্ভারের মাধ্যমে তা রাসেলকে শুনানো হত।

 

১০৭. টেপ রেকর্ডারে রাসেলের কান্না বাজানোর সময় মা কোথায় ছিলেন?

 

উত্তর: রান্নাঘরে।

 

১০৮, রাসেল এর টেপ করা কান্না শুনে কে হেসে ফেলতেন?

 

উত্তর: রাসেল এর মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

 

১০৯. শেখ রাসেল কতদিন পরপর বাবার সাথে দেখা করার জন্য জেলে যেত?

 

উত্তর: ১৫ দিন পরপর।

 

১১০. রাসেলের বাবা কেন গ্রেফতার হয়েছিলেন?

 

উত্তর: ছয় দফা দেয়ার কারনে।

 

১১১. রাসেলের মুখে হাসি মুছে গেল কেন?

 

উত্তর: রাসেলের আবাকে খুজে না পেয়ে।

 

১১২. রাসেলের আবা কখন বন্দী হয়েছিলেন?

 

উত্তর: রাসেল যখন হাটতে শিখেছিলো এবং আধো আধো কথা বলতে শিখেছিলো

 

১১৩. বলাসেলের আব বন্দী হওয়ার পর মা কেন ব্যস্ত হয়ে পড়েছিলেন?

 

উত্তর: রাসেলের আবা বন্দী হওয়ার পর মামলা-মকদ্দমা সামলাতে,পাশাপাশি আওয়ামীলীগ-ছাত্রলীগ সংগঠন নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রাখতে।

 

১১৪. শেখ রাসেলর মা কে কোথায় সময় দিতে হতো?

 

উত্তর: সংগঠনকে সক্রিয় রেখে আন্দোলন-সংগ্রাম চালাতে।

 

১১৫. শেখ রাসেলের জন্ম পর তার বড় বোন কোথায় পড়তো?

 

উত্তর: কলেজে।

 

১১৬. শেখ কামাল কখন রাজনীতিতে যোগ দেন?

 

Also read :১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ২২৪টি কুইজ

উত্তর: কলেজে।

 

১১৭. শেখ রাসেলের জন্ম সময় শেখ জামাল ও শেখ রেহানা কিসে পড়তে?

 

উত্তর: স্কুলে।

 

১১৮. রাসেলের আবা গ্রেফতার হওয়ার পর রাসেলের কি অবস্থা হলো?

 

উত্তর: রাসেলের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়।

 

১১৯. রাসেল কার সাথে খেতেন?

 

উত্তর: ছোট ফুফার সাথে।

 

১২০. টেঁড়শ ভাজির সাথে চিনি দিয়ে কে রুটি খেতেন?

 

উত্তর: রাসেল এর ছোট ফুফা।

 

১২১. ছোট ফুফা রাসেলকে কী কী খেতে দিতেন?

 

উত্তর: ডিমের পোচের সাথে চিনি, টেড়শ ভাজির সাথে চিনি দিয়ে রুটি।

 

১২২. রাসেলের বাসার বুয়ার নাম কী ছিল?

 

উত্তর: আম্বিয়ার মা।

 

১২৩. রাসেলকে কোন বুয়া খুব আদর করতো?

 

উত্তর: আম্বিয়ার মা।

 

১২৪. কে রাসেলকে কোলে নিয়ে ঘুরে ঘুরে খাবার খাওয়াত?

 

উত্তর: আম্বিয়ার মা।

 

১২৫. রাসেলের বাসায় কোন পাখির ঘর ছিল?

 

উত্তর:কবুতরের।

 

১২৬. রাসেলের বাসায় কবুতরের ঘরটি কেমন ছিলো?

 

উত্তর: উঁচু করে ঘর করা ছিল।

 

১২৭. রাসেলের মা ভোরে উঠে কী করতেন? .

 

উত্তর: রাসেলকে নিয়ে কবুতরের ঘরে যেতেন এবং কবুতরদের খাবার দিতেন

 

১২৮. রাসেল কখন কবুতরের পেছনে ছুটতো?

 

উত্তর: রাসেল যখন হাঁটতে শিখেন।

 

১২৯. রাসেলের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও।

 

উত্তর: স্বাধীনচেতা, ব্যক্তিত্বসম্পন্ন, নিজের পছন্দের উপর বিশ্বাস ছিল।

 

১৩০. বাবার গ্রেফতারের পর কে মুক্তিযুদ্ধে যোগ দেন?

 

উত্তর: শেখ কামাল।

 

১৩১. রাসেল নিজের খাবারগুলো কাকে ভাগ দিত?

 

উত্তর: টমিকে।

 

১৩২. পাকিস্তানিরা রাসেলের মাকে কোথায় বন্দি করে রাখে?

 

উত্তর: ধানমন্ডির ১৮ নম্বর সড়কের একটি বাসায়।

 

১৩৩. রাসেলকে মাঝে মাঝে কোথায় নিয়ে যাওয়া হতো?

 

উত্তর: ফুফুর বাসায়। .

 

১৩৪. আগরতলা মামলার কারণে কতমাস শেখ হসিনার সাথে বঙ্জাবন্ধুর দেখা হয়নি?

 

উত্তর: ৬ মাস।

 

১৩৫. ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠানর পরে কি নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে?

 

উত্তর: ৬ দফা ও ১১ দফা।

 

১৩৬. বঙ্গবন্ধুকে কবে কেন্দ্রিয় কারাগার থেকে ক্যান্টমেন্টে নিয়ে যাওয়া হয়?

 

উত্তর: ১৯৬৮ সালের ১৮ই জানুয়ারি।

 

১৩৭. আগরতলা মামলা কবে হয়েছিল?

 

উত্তর: ১৯৬৮ সালের ১৮ই জানুয়ারি

 

১৩৮. শেখ কামাল স্কুল শেষ করে কোন কলেজে ভর্তি হয়েছিল?

 

উত্তর: ঢাকা কলেজ।

 

১৩৯. কত সালে গণঅভ্যুত্থান হয়েছিল?

 

উত্তর: ১৯৬৯

 

১৪০. গণঅভ্যু্থানের পর বঙ্গবন্ধু কত তারিখে জেল থেকে মুক্তি পান?

 

উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্ুয়ারি।

 

১৪১. ১৯৬৯ সালে বঙ্জাবন্ধু জেলখানা থেকে মুক্তির সময় শেখ রাসেলের বয়স কত ছিল?

 

উত্তর: ৪ বছর।

 

১৪২. জয় কে ছিলেন?

 

উত্তর: শেখ হাসিনার বড় পুত্র।

 

১৪৩. কখন “অসহযোগ আন্দোলন, হয়েছিল?

 

উত্তর: ১৯৭১ সালের মার্চ মাসে।

 

১৪৪. রাসেল চার বছর বয়সে কোথায় বেশি খেলাধূলা করত?

 

উত্তর: দোতালার বারান্দায়

 

১৪৫. কে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে “হরতাল-হরতাল” বলে চিৎকার করত?

 

উত্তর: শেখ রাসেল।

 

১৪৬. কত তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায়?

 

উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ।

 

১৪৭. কে স্বাধীনতার ঘোষণা দেন?

 

উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

১৪৮. কখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন?

 

উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে।

 

১৪৯. কখন পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে?

 

উত্তর: ২৬ মার্চ প্রথম প্রহরের পরপরই

 

১৫০. শেখ কামাল কে ছিলেন?

 

উত্তর: বঙ্গবন্ধুর প্রথম পুত্র!

 

১৫১. শেখ জামাল কে ছিলেন?

 

উত্তর: বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র।

 

১৫২. পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুকে গ্রেফতাতের সময় শেখ কামাল কোথায় আশ্রয় নেন?

 

উত্তর: বাসার পিছনে জাপানি কনস্যুলেটে। ।

 

১৫৩. পাকিস্তানি হানাদার বাহিনী বজাবন্ধুর পরিবারের সদস্যদের কোথায় বন্দি করে রাখা হয়।

 

উত্তর: ধানমন্ডির ১৮ নম্বর সড়কের একটি একতলা বাসায়।

 

১৫৪. “কী হয়েছে রাসেল?”- উক্তিটি কে করেছিলেন?

 

উত্তর: শেখ হাসিনা। ।

 

১৫৫. ছোট বয়সে রাসেল মনের কষ্ট’ কার কাছে বলতো?

 

উত্তর: রমার কাছে।

 

১৫৬. কখন জয়ের জন্ম হয়?

 

উত্তর: ২৭ জুলাই ১৯৭১

 

১৫৭. কে মেশিনগানের গুলিতে কেপে উঠতো?

 

উতর: চার মাস বয়সি জয়।

 

১৫৮. মুক্তিযুদ্ধের সময় কে পকেটে তুলা রাখতো?

 

উত্তর: রাসেল

 

১৫৯. পাক সেনাদের অস্ত্র পরিষ্কার করার দৃশ্য জানালা দিয়ে দেখতো কে?

 

উত্তর: রাসেল।

 

১৬০. রাসেলের কত বছর বয়সে বঙ্গবন্ধুর মুক্তি পান?

 

উত্তর: চার বছর।

 

১৬১. রাসেল কী বলে স্লোগান দিত?

 

উত্তর: জয় বাংলা।

 

১৬২. রাসেলকে নিয়ে মা ও জামাল কোথায় আশ্রয় নেন?

 

উত্তর: পাশের বাসায়

 

১৬৩. রাসেল কিসের সাথে খেলা করত?

 

উত্তর: পায়রার সাথে।

 

১৬৪. কার জন্ম হওয়ার পর রাসেল আনন্দ পায়?

 

উত্তর: জয়ের।

 

১৬৫. সাইরেন বাজলে রাসেল কী করত?

 

উত্তর: জয়ের কানে তুলা গুজে দিত। ।

 

১৬৬. পুলিশ দেখলে রাসেল চিৎকার করে কী বলত?

 

উত্তর: “ও পুলিশ, কাল হরতাল” ।

 

১৬৭. মনের কষ্ট জানতে চাইলে রাসেল কী বলত?

 

উত্তর: চোখে ময়লা।

 

১৬৮. বাসার বাঞ্জার করে মেশিনগান। ছাদে পাকিস্তানিরা কী বসিয়েছিল?

 

উত্তর: মেশিন গান।

 

১৬৯. কে অনেক অস্ত্রের নাম শিখেছিলো?

 

উত্তর: রাসেল .

 

১৭০. রমা কে?

 

উত্তর: খেলার সাহী।

 

১৭১. রাসেলের থালা দেখতে কেমন ছিল?

 

উত্তর: ফুল আকা লাল থালা।

 

১৭২. এয়ার রেইডের সময় পাক সেনারা কোথায় ডুকে যেত?

 

উত্তর: বাঙ্কারে

 

১৭৩. পাকবাহিনী সারেন্ডার করে কত তারিখ?

 

উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭১। –

 

১৭৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার কত তারিখ মুক্তি পায়? |

 

উত্তর: ১৭ ডিসেম্বরে ।

 

১৭৫. বঙ্গবন্ধুর বাসায় পাক সৈনিকদের কারা বন্দী করেছিল?

 

উত্তর: ভারতীয় মিত্রবাহিনী।

 

১৭৬. ধানমভি ৩২ নম্বর বাসা লুটপাট করেছেল কারা?

 

উত্তর: পাক সেনারা।

 

১৭৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ দেশে ফিরে আসেন?

 

উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২।

 

১৭৮. দেশে ফিরে বঙ্গবন্ধু প্রথম কাদের কাছে গিয়েছিলেন?

 

উত্তর: তার প্রিয় মানুষের কাছে।

 

১৭৯. শেখ রাসেলের সব থেকে আনন্দের দিন কোনটি ছিল?

 

উত্তর: যেদিন বঙ্গবন্ধু দেশে ফিরে এলেন।

 

১৮০. ধানমন্ডির ৩২ নম্বর বাসায় বঙ্গবন্ধুর পরিবার কত ভারিখ ফিরে এসেছিলেন?

 

উত্তর: ১৯৭২’র ফেব্রুয়ারি মাসে

 

১৮১. তৎকালীন প্রধানমন্ত্রীর সরকারি বাসম্বনের নাম কি?

 

উত্তর: গপণভবন।

 

১৮২. প্রধানমন্ত্রীর কার্ধালয় হিসেবে ব্যবন্ৃত হতো কোনটি?

 

উত্তর: সুগন্ধা

 

১৮৩. বঙ্গবন্ধু দুপুরে কোখায় বিশ্রাম নিতেন?

 

উত্তর: গণভবন। ২২৯৫৫

 

১৮৪. রাসেল প্রতিছিন বিকেলে কোথায় আসত?

 

উন্তর: গণভবন।

 

১৮৫. পরিবারের সবাই মিলে একদিন কোথায় ঘুরতে হাওয়া হয়?

 

উত্তর: উত্তরা গণননে।

 

১৮৬. উত্তরা গণভবন কোথায়?

 

উত্তর:নাটোরে।

 

১৮৭. উন্তরা গণভবনে এসে রাসেল কি নিয়ে ব্যস্ত থাকে?

 

উত্তর: মাছ ধরতে।

 

১৮৮. রাসেলের প্রিয় খেলা কোনটি?

 

উত্তর: মাছ ধরা এবং ছাড়া।

 

১৮৯. শেখ রাসেল কোন ভুলে ভর্তি হয়েছি?

 

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ভুলে।

 

১৯০. শেখ রাসেল টুঙ্গিপাড়া প্রাযের বাচ্চাদের জন্য কি বানিয়ে দিয়েছিল?

 

উত্তর: ডামি বন্দুক।

 

১৯১. শেখ রাসেল কিভাবে দুর্ঘটনার সম্মুখীন ছন?

 

উত্তর: “মপেট” মোটরসাইকেল চালানোর সময় পা পুড়ে লিয়ে। ‘

 

১৯২. শেখ মুজিবুর রহমান চিকিৎসা করাতে কোথায় গিয়েছিঙ্গেন?

 

উত্তর: রাশিষা

 

১৯৩. রাসেল কখন খুব খুশি হয়ে হাত ভালি ছিভ?

 

উত্তর: আকাশে প্রেন দেখা গেলেই।

 

১৯৪. কে কে হেলমেট পরে যুদ্ধ-খেলা শুরু করেছিল?

 

উত্তর: রাসেল এবং টিটো।

 

১৯৫. ধানসভির ৩২ নম্বর বাসা বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল বোন?

 

উত্তর: ধানমভির বাসা লুটপাট করে বাধরুষ, দরজা-ভানালা ভেঙ্গে পড়ে তাই তা বসবাসের অযোগ্য হয়ে পড়ে।

 

১৯৬. বাড়ি মেরামত করার পর কোন যাসে সবাই ৩২ নাম্বরের বাসায় ফিরে আসে।

 

উত্তর: ফেব্রুয়ারি মাসে।

 

১৯৭. লেখাপড়া শেখার জন্য রাসেল কাকে পছন্দ করতো।

 

উত্তর: ওমর আলীকে।

 

১৯৮. ওমর আলীর বাড়ি কোথা?

 

উত্তর: বগুড়া।

 

১৯৯. ওমর আলী কে?

 

উত্তর: গৃহশিক্ষক।

শেখ রাসেল একটি স্বপ্নের মৃত্যু। মানবতার প্রতীক ভালবাসার নাম আমাদের বন্ধু প্রবন্ধ রচনা

২০০. কে রাসেলের জন্য কমিক বই নিয়ে আসত?

 

উত্তর: ওমর আলী

 

২০১. স্বাধীনতার পর রাসেলের জন্য শিক্ষক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়?

 

উত্তর: একজন ভদ্রমহিলাকে।

 

২০২. রাসেলের সব কথা কাকে শুনতে হতো?

 

উত্তর: শিক্ষয়িত্রীকে।

 

২০৩. রাসেল শিক্ষয়িত্রীকে প্রতিদিন কি খেতে বাধ্য করত?

 

উত্তর: দুটো করে মিষ্টি। ‘

 

২০৪. রাসেলের বাবা ধানমভির ৩২ এর কোন তলায় অফিস করতেন?

 

উত্তর: নিচতলায়।

 

২০৫- রাসেলের খুদে-বাহিনীর জামা কাপড় কিনে কে, কোথা থেকে টু্গীপাড়ায় নিয়ে যেতেন?

 

উত্তর: রাসেলের মা, ঢাকা থেকে।

 

২০৬. কে রাসেলকে এক টাকার নোটের বান্ডিল দিতেন?

 

উত্তর: নাসের কাকা।

 

২০৭. রাসেলের প্রি স্যুট কে বানিয়ে দিয়েছিলেন? !

 

উত্তর: রাসেলের মা। ।

 

২০৮. সমুদ্রে জাহাজ কমিশনে রাসেল কার সাথে যাওয়ার সুযোগ পেত?.

 

উত্তর: বাবা।

 

২০৯. জাপানে রাসেল কার কাছে রাতে ঘুমাত?

 

উত্তর: বাবার!

 

২১০. কোন দুই ভাই রাসেলের সঙ্গে খেলা করত?

 

উত্তর: আদিল ও ইমরান দুই ভাই।

 

২১১. রাসেল কার বিয়েতে হলুদের রং খেলছিল?

 

উত্তর: ওর সমবয়সীদের সাথে।

 

২১২. “ডগ ফাইট” শব্দটি কোথায় ব্যবহৃত হয়?

 

উত্তর: আকাশযুদ্ধের ক্ষেত্রে।

 

২১৩, দেশ স্বাধীনের পর ভাইদের ফিরে পেয়েও কেন শেখ রাসেলের মন খারাপ থাকতো?

 

উত্তর: বাবার অভাববোধ হতো তাই।

 

২১৪, শেখ রাসেলের ছোট বাসায় কয়টা কামরা ছিল?

 

উত্তর: দুইটা।

 

২১৫. শেখ রাসেলের বাসার সামনে আরেকটা বাসা কেন ভাড়া নেওয়া হয়?

 

উত্তর: বাসায় এত লোকজন আসতো যে বাসায় স্থান সংকুলান হচ্ছিল না

 

২১৬ একরের নিজেদের বাড়িতে বদদিদশায শেখ হাসিনার পরিবারের কোন সদস্যকে পাকবাহিনি এসে বলতো, “তোমাকে ধরে নিয়ে শিক্ষা দেবো?

 

উত্তর: শেখ জামাল।

 

২১৭. বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পর কবে বন্দি দশা থেকে মুক্ত হয়ে বাংলাদেশে আসেন??

 

উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২।

আমাদের বন্ধু শেখ রাসেল,শেখ রাসেল এর জীবন কাহিনী জেনে নিন। মানবতার প্রতীকি শিশু শেখ রাসেল

২১৮. রাসেলকে কে এয়ারপোর্ট নিয়ে গেলেন?

 

উত্তর: রাসেলের দাদু শেখ লুৎফর রহমান। তই

 

২১৯. রাসেলের বড় হয়ে কি হতে চেয়েছেল?

 

উত্তর: আর্মি অফিসার।

 

২২০. কামাল ও জামাল কোথায় থেকে ফিরে এসেছে?

 

উত্তর: রণাঙ্গন।

 

২২১. রাসেলকে মুক্তিযুদ্ধের গল্প কে শুনাতো?

 

উত্তর: শেখ কামাল ও শেখ জামাল।

 

২২২. কোন দেশের শিশুরা তাদের টিফিনের টাকা দেয় আমাদের দেশের শিশুদের জন্য?

 

উত্তর: জাপান।

 

২২৩. বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় সফরে বঙ্গবন্ধুর সাথে পরিবারের কোন কোন সদস্য যায়?

 

উত্তর: শেখ রেহানা ও রাসেল।

 

২২৪. জাপান সফরে রাসেল রাতের বেলা কার সাথে ঘুমাত? |

 

উত্তর: বাবা।

 

২২৫. কবে শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হয়?

 

উত্তর: পচান্তরের জুলাই মাসে (১৪ জুলাই এরং ১৭ জুলাই)।

 

২২৬. পাকিস্তান কোন তারিখে আত্মসমর্পণ করে?

 

উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে।

 

২২৭. বাংলাদেশ কোন তারিখে পাকিস্তান/হানাদার মুক্ত হয়?

 

উত্তর: ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে।

 

২২৮. কোন দেশের সরকার রাসেলের জন্য বিশেষ কর্মসূচি রাখে?

 

উত্তর: জাপান।

 

২২৯. কারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়?

 

উত্তর: জাপানিরা।

 

২৩০ রাসেল ও টিটোর মধ্যে সম্পর্ক কি?

 

উত্তর:মামা-ভাগে।

 

২৩১ ওমর আলী কোন পত্রিকার এডে কণ্ঠ দিয়েছিলেন?

 

উত্তর: দি পিপন্স পত্রিকার

 

২৩২ রাসেল কাকে এসে বলে, “টমি বকা দিচ্ছে।

 

উত্তর: রেহানাকে।

 

২৩৩ এই বইতে দুইজন রাষ্ট্রনায়কের নাম আছে, লিখ।

উত্তর: ইন্দিরা গান্ধী ও এডওয়ার্ড কেনেডি।

শেখ রাসেল শিশু পার্ক (Sheikh Rasel Shishu Park) গোপালগঞ্জ

২৩৪ আলোকচিত্রে একজন জাতীয় অধ্যাপককে দেখা যায়, তার নাম লিখ।

 

উত্তর: ডাঃ নুরুল ইসলাম।

 

২৩৫ ১৯৭১ এর ডিসেম্বরে জয়ের বয়স কত ছিল? ।

 

উত্তর: ৪ মাস।

Leave a Reply