জন্মিলে মরিতে হইবে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে চিরন্তন ধ্রুবসত্য মৃত্যু অবধারিত মৃত্যুকে এড়ানো যায়না।
আমার শাশুড়ি মা আজ(মঙ্গলবার 25 .01 . 2022 সকালে 7.00টায়) ইহলোক এর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন তাঁর বিদেহী আত্মা যেন স্বর্গবাসী হয়। মৃত্যুকালে তার দুই ছেলে তিন মেয়ে অসংখ্য নাতি নাতনী রেখে গেছেন।
![]()
পরিবার পরিজন পুত্র কন্যা আত্মীয় স্বজন কে শোকের সাগরে ভাসিয়ে মহাকালের যাত্রায় যোগ দিয়েছেন।
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু। শ্রীমতী 

সুমালা ঢালী আত্মার চিরশান্তি কামনা করছি।
শোক সন্তপ্ত পরিবার পরিজন পুত্র কন্যা আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। পরম করুণাময় সৃষ্টিকর্তা তাদের শোক সহিবার শক্তি দান করুন।