সন্তানের জন্য মায়ের ত্যাগ স্বীকারের এক অনবদ্য গল্প

‘কোলে থাকা বয়সেই ওর বাবা মারা যায়। তার কাছে আমিই মা, আমিই বাবা। আমি ছাড়া ও এক রাতও কোথাও থাকতে চাইত না’, কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসছিল মা সিমলা ইয়াসমিনের।

সাঁতারু সামিউল ইসলামের বয়স যখন মাত্র ৮ মাস, সড়ক দুর্ঘটনায় নিহত হন তাঁর বাবা। শৈশব থেকে সামিউলের জগৎজুড়ে শুধুই মা সিমলা ইয়াসমিন। সন্তানের জন্য মায়ের অপরিসীম ত্যাগ স্বীকারেই সামিউল আজ দেশের সম্ভাবনাময় এক সাঁতারু। গত মাসে বঙ্গবন্ধু জাতীয় সাঁতারের ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ১৭ বছর বয়সী এই সাঁতারু।

ফের বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হতে পারে ভারত, আইএমএফ-এর পূর্বাভাস

২০১৭ সালে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে সাঁতার ফেডারেশনের দেশব্যাপী ‘সেরা সাঁতারুর খোঁজে’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির আবিষ্কার রাজবাড়ীর সামিউল। মাত্র ১২ বছর বয়সে ক্যাম্পে সুযোগ পেয়ে যাওয়ার পর মায়ের আঁচল ছেড়ে ঢাকায় এসে একা থাকাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তাঁর জন্য। মায়ের জন্য মন কাঁদত বালক সামিউলের।

 

Leave a Reply