সরকারি নার্সিং কলেজের তালিকা

নার্সিং একটি মহৎ পেশা। এই পেশায় নিজেকে উৎসর্গ করে বহু নারী মহীয়সী হয়েছেন। তাদের মধ্যে ফ্লোরেন্স নাইটিংগেল, মাদার তেরেসা অন্যতম। নার্সিং-ই একমাত্র পেশা যার মাধ্যমেই মানুষের সবচেয়ে নিকটে গিয়ে সেবা করা সম্ভব। তাছাড়া নিজেকে সমাজে সম্মানসূচক স্থানে প্রতিষ্ঠিত করতেও এ পেশার জুড়ি নেই।

 সরকারি নার্সিং কলেজের তালিকা

বর্তমান সরকার নার্স বান্ধব সরকার। ০৪ (চার) বছর মেয়াদি ব্যাচেলর অব নার্সিং এবং ০৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করার পর পরই পাচ্ছেন
দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করার সুযোগ। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে থাকছে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার বিভাগে নার্সিং অফিসার হিসেবে `সিনিয়র স্টাফ নার্স` পদে সরকারি হাসপাতালে চাকরির
অপূর্ব সুযোগ।

এসব সুযোগকে আরো ত্বরান্বিত করছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। যার ধারাবাহিকতায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং/ বিএসসি পাবলিক হেলথ নার্সিং কোর্সে ভর্তির কার্যক্রম চলছে। এ কোর্স একেবারে নতুনদের জন্য নয়,
এখানে তারাই সুযোগ পাচ্ছেন যারা এরই মধ্যে নার্সিং বিষয়ে কোন না বিষয়ে প্রার্থমিক সনদ ও যোগ্যতা অর্জন করেছেন।

অধিদপ্তর সূত্র জানায়, ভর্তিচ্ছু প্রাথীকে আবেদনের জন্য নিম্বতম এসএসসি বা সমমান পাশ হতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল হতে নিবন্ধনকৃত হতে হবে। সরকারি
প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য সিনিয়ির স্টাফ নার্স বা স্টাফ নার্স পদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন হলে ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সহকারি
পরিচালক শাহিনূর বেগম বলেন, রোগীর মানসম্মত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুণগত নার্সিংসেবা অত্যন্ত জরুরি। এজন্য মানসম্মত ও আধুনিক নার্সিং শিক্ষাও অপরিহার্য। চিকিৎসা সেক্টরে সেবিকার অবদান অনস্বীকার্য। হাসপাতালে ডাক্তাররা যতই
রোগীর চিকিৎসা দিন না কেন, নার্সদের সেবা ছাড়া ওই চিকিৎসা পূর্ণতা পাবে না। শুধু চিকিৎসক দ্বারা রোগীকে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব নয়। এক্ষেত্রে সেবিকার ভূমিকা অপরিসীম যা কেবল শিক্ষিত ও দক্ষ সেবিকা দ্বারাই প্রদান সম্ভব। আর সেই শিক্ষিত ও
দক্ষ সেবিকা গড়ে তুলতে এ কোর্সে ভর্তি প্রকৃয়া চলছে।

নার্সি ও মিডওয়াইফারি অধিদফতরের তথ্য মতে, দেশে মোট ৯৮টি নার্সিং ইনস্টিটিউট আছে। সরকারি ৪৩টি, স্বায়ত্তশাসিত ১টি, বেসরকারি ৫৪টি। এসব প্রতিষ্ঠান থেকে পাস করে বর্তমানে সরকারি হাসপাতালে কর্মরত নার্সের সংখ্যা ৩০ হাজারআমাদের দেশে
নার্সিং বিষয়ে অনেকে পড়তে চাইলেও এই বিষয়ে তাদের স্পষ্ট কোন ধারণা নেই।

বিএসসি ইন নার্সিং তথা নার্সিংয়ের ওপর গ্র্যাজুয়েশন বা স্নাতক পর্যায়ের পড়ালেখা করার সুযোগ কিছুদিন আগেও আমাদের দেশে ছিল না। এই বিষয়ে কেবল ডিপ্লোমা এবং প্রাইমারি কোর্সই চালু ছিল। তবে বর্তমানে এই বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে বেশ
কয়েকটি প্রতিষ্ঠানে নার্সিংয়ের ওপর অনার্স কোর্স চালু আছে। নিম্নে সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট কতটি প্রতিষ্ঠান এবং অন্তর্ভুক্ত আসন সংখ্যার বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো:

নার্সিং ভর্তি গাইড Pdf Download – নিউরন নার্সিং ভর্তি গাইড

সরকারী পর্যায়ে বেসিক বিএসসি নার্সিং কলেজ ৭ টি যাদের আসন সংখ্যা মোট ৭০০ টি
১. ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। ১০০
২. ময়মনসিংহ নার্সিং কলেজ, ময়মনসিংহ মেঃকঃহাঃ, ময়মনসিংহ। ১০০
৩. রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী মেঃকঃহাঃ, রাজশাহী। ১০০
৪. চট্রগ্রাম নার্সিং কলেজ, চট্টগ্রাম মেঃ কঃ হাঃ, চট্রগ্রাম। ১০০
৫. রংপুর নার্সিং কলেজ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর। ১০০
৬. সিলেট নার্সিং কলেজ, এমএজি ওসমানী মেঃকঃহাঃ, সিলেট। ১০০
৭. বরিশাল নার্সিং কলেজ, শের-ই- বাংলা মেঃকঃহাঃ, বরিশাল। ১০০
এছাড়া বর্তমানে বেগম ফজিলাতুন্নেসা নার্সিং কলেজ, আর্ম ফোর্স নার্সিং কলেজে ও ১৫ টি বেসরকারি নার্সিং কলেজেও বেসিক বি.এস.সি প্রোগ্রাম চালু আছে।

সরকারী পোস্ট-বেসিক বিএসসি নার্সিং কলেজ ৪ টি যার আসন সংখ্যা ৫০০
১. সেবা মহাবিদ্যালয়, মহাখালী, ঢাকা। ১২৫
২. ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রাম। ১২৫
৩. বগুড়া নার্সিং কলেজ, শজিরমেকহা, বগুড়া। ১২৫
৪. খুলনা নার্সিং কলেজ, খুলনা। ১২৫

বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তরের প্রশাসনাধীন নার্সিং ইনস্টিটিউট সংখ্যা মোট ৪৩ টি এবং এসব প্রতিষ্ঠানের মোট আসন হল ১,৫৫০ টি
১. নার্সিং ইনস্টিটিউট, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। আসন সংখ্যা= ৫০
২. নার্সিং ইনস্টিটিউট, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা।আসন সংখ্যা= ৫০
৩. নার্সিং ইনস্টিটিউট, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।আসন সংখ্যা= ৫০
৪. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, খুলনা। আসন সংখ্যা= ৫০
৫. নার্সিং ইনস্টিটিউট, মেহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া। আসন সংখ্যা= ৫০
৬. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, দিনাজপুর। আসন সংখ্যা= ৫০
৭. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল,
নোয়াখালী। আসন সংখ্যা= ৫০
৮. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, পাবনা। আসন সংখ্যা= ৫০
৯. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, যশোর। আসন সংখ্যা= ৫০
১০. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া। আসন সংখ্যা= ৫০
১১. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, টাংগাইল। আসন সংখ্যা= ৫০
১২. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, রাংগামাটি। আসন সংখ্যা= ৫০
১৩. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, পটুয়াখালী। আসন সংখ্যা= ৫০
১৪. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ। আসন সংখ্যা= ৩০
১৫. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মুন্সিগঞ্জ। আসন সংখ্যা= ৩০
১৬. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা। আসন সংখ্যা= ৩০
১৭. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মাগুরা। আসন সংখ্যা=৩০
১৮. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কক্সবাজার। আসন সংখ্যা= ৩০
১৯. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মৌলভী বাজার। আসন সংখ্যা= ৩০
২০. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, শেরপুর। আসন সংখ্যা= ৩০
২১. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চাপাই-নবাবগঞ্জ। আসন সংখ্যা= ৩০
২২. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, জয়পুরহাট। আসন সংখ্যা= ৩০
২৩. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, সাতক্ষীরা। আসন সংখ্যা= ৩০
২৪. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ঠাকুরগাঁ। আসন সংখ্যা= ৩০
২৫. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, রাজবাড়ী। আসন সংখ্যা= ৩০
২৬. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া। আসন সংখ্যা= ৩০
২৭. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ফেনী। আসন সংখ্যা= ৩০
২৮. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, বাগেরহাট। আসন সংখ্যা= ৩০
২৯. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কুড়িগ্রাম। আসন সংখ্যা= ৩০
৩০. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ভোলা। আসন সংখ্যা= ৩০
৩১. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নেত্রকোণা। আসন সংখ্যা= ৩০
৩২. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, গোপালগঞ্জ। আসন সংখ্যা= ৩০
৩৩ নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মাদারীপুর। আসন সংখ্যা= ৩০
৩৪. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, পিরোজপুর। আসন সংখ্যা= ৩০
৩৫. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, বরগুনা। আসন সংখ্যা=৩০
৩৬. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নওগাঁ। আসন সংখ্যা=৩০
৩৭ নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নীলফামারী। আসন সংখ্যা= ৩০
৩৮ নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, পঞ্চগড়। আসন সংখ্যা= ৩০
৩৯. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কিশোরগঞ্জ। আসন সংখ্যা= ৩০
৪০ নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, জামালপুর। আসন সংখ্যা= ৩০
৪১. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ঝিনাইদহ। আসন সংখ্যা= ৩০
৪২ নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চাঁদপুর। আসন সংখ্যা= ৩০
৪৩. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, হবিগঞ্জ। আসন সংখ্যা= ৩০

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল এবং ল্যাব এইড হাসপাতালের মধ্যে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়

বেসরকারী পর্যায়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং কোর্স চালু ইনস্টিটিউট মোট ৩৯ টি এবং মোট আসন সংখ্যা ১,৫২০ টি
১. বিএ সিদ্দিকী নার্সিং ইনস্টিটিউট, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকা। ৫০
২. কুমুদিনি নার্সিং ইনস্টিটিউট, মির্জাপুর, টাংগাইল। ৫০
৩. জহুরুল ইসলাম নার্সিং ইনস্টিটিউট, বাজিতপুর, কিশোরগঞ্জ। ৫০
৪. নার্সিং ইনস্টিটিউট, খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল, রাজশাহী। ২০
৫. নার্সিং ইনস্টিটিউট, খ্রিষ্টিয়ান হাসপাতাল, চন্দ্রঘোনা। ৩০
৬ সিআরপি নার্সিং ইনস্টিটিউট, চাঁপাইন, সাভার, ঢাকা। ৪০
৭. খাজা ইউনুস আলী মেঃ কঃ হাঃ নার্সিং ইনস্টিটিউট, এনায়েতপুর, সিরাজগঞ্জ। ৫০
৮. ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট, ঝিলটুলি, ফরিদপুর। ৪০
৯. শহীদ মনসুর আলী নার্সিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকা। ২০
১০. ফাতেমা নার্সিং ইনস্টিটিউট, আদ্-দ্বীন হাসপাতাল, মগবাজার, ঢাকা। ৫০
১১. আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট, যশোর। ৩০
১২. সাফিনা নার্সিং ইনস্টিটিউট, কুষ্টিয়া। ৩০
১৩. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাঃ নার্সিং ইনস্টিটিউট, রাজশাহী। ৮০
১৪. নর্থ ইস্ট নার্সিং ইনস্টিটিউট, তেলিহাওড়, সিলেট। ৭০
১৫. নার্সিং ইনস্টিটিউট, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল, মিরপুর, ঢাকা। ২০
১৬. খ্রিষ্টিয়ান হেলথ প্রজেক্ট নার্সিং ইনস্টিটিউট, জয়রামকুরা, হালুয়াঘাট, ময়মনসিংহ। ২০
১৭. নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল, উত্তরা, ঢাকা। ২৫
১৮. চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, আগ্রাবাদ, চট্টগ্রাম। ২৫
১৯. নার্সিং ইনস্টিটিউট, সেন্ট্রাল হাসপাতাল, গ্রীণ রোড, ধানমন্ডি, ঢাকা। ২০
২০. টিএমএমসি নার্সিং ইনস্টিটিউট, তারগাছ, বোর্ড
বাজার, গাজীপুর। ৫০
২১. গ্রীণ লাইফ হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা ৪০
২২. টিএমএসএস নার্সিং কলেজ, ঠেঙ্গামারা, বগুড়া। ৫০
২৩. ইষ্ট ওয়েষ্ট নার্সিং ইনস্টিটিউট, তুরাগ, ঢাকা। ৪০
২৪ গ্রামীণ ক্যালিডোনিয়ান কলেজ অব নার্সিং, মিরপুর, ঢাকা ৫০
২৫. ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট, কল্যাণপুর, ঢাকা। ৫০
২৬. রংপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট, ধাপ, রংপুর ৫০
২৭. ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স,জিয়া হাট ফাঃ হাঃ, উপশহর, দিনাজপুর। ৫০
২৮. সিএসএস নার্সিং ইনস্টিটিউট, তিলক, রূপসা, খুলনা।৩০
২৯. জিএমআর নার্সিং ইনস্টিটিউট, সোনডাঙ্গা, খুলনা। ৩০
৩০. বেগম ওসমান আরা কলেজ অব নার্সিং (বিজিসি ট্রাস্ট), চন্দনাইশ, চট্টগ্রাম ৫০
৩১. বেগম রাবেয়া খাতুন চৌ: নার্সিং কলেজ, পাঠানটুলা, সিলেট ৩০
৩২ জেমিসন রেডক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট, ৩৯৫ আন্দরকিল্লা, চট্টগ্রাম ৫০
৩৩ ঢাকা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউ, ওয়ারলেস গেট, মগবাজার, ঢাকা ৩০
৩৪ কমিউনিটি বেসড নার্সিং ইনস্টিটিউট, ময়মনসিংহ ৫০
৩৫ পাবনা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট, বিঞ্চপুর, সাঁথিয়া, পাবনা ৪০
৩৬ শাহ মখদুম নার্সিং ইনস্টিটিউট, খড়খড়ি, বোয়ালিয়া, রাজশাহী ৩০
৩৭ প্রাইম নার্সিং কলেজ, রংপুর ৪০
৩৮ ল্যাম্ব নার্সিং ইনস্টিটিউট, পার্বতীপুর, দিনাজপুর ৫০
৩৯ কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, কুমিল্লা ৪০

বেসরকারি নার্সিং কলেজের তালিকা, বেসরকারি নার্সিং কলেজের তালিকা, সিলেট বেসরকারি নার্সিং কলেজের তালিকা ,চট্টগ্রাম চট্টগ্রাম নার্সিং কলেজ কোথায়, বেসরকারি নার্সিং কলেজের তালিকা, রংপুর বেসরকারি নার্সিং কলেজের তালিকা, ময়মনসিংহ বেসরকারি নার্সিং কলেজের তালিকা ,ঢাকা বেসরকারি নার্সিং কলেজের তালিকা রাজশাহী

তথ্যসূত্র : bdnextweb

Leave a Reply