সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২

প্রশ্ন:- করোনা কোন ভাষার শব্দ? উত্তর:- প্রাচীন গ্রিক শব্দ করোনা থেকে সপ্তদশ শতকের দিকে ল্যাটিন ভাষায় যুক্ত হয় করোনা শব্দটি।

প্রশ্ন:- করোনা শব্দের অর্থ কি? উত্তর:- পুষ্পমাল্য বা পুষ্পমুকুট

প্রশ্ন:- কোভিড ১৯ কোন ধরণের ভাইরাস? উত্তর:- RNA

প্রশ্ন:- এ পর্যন্ত করোনা ভাইরাসের কয়টি গোত্রের নাম পাওয়া গেছে? উত্তর:- ৭টি

প্রশ্ন:- চীনের বাইরে প্রথম করোনা ভাইরাসের আক্রান্ত রোগী কবে ও কোথায় পাওয়া গেছে? উত্তর:- ১৩ জানুয়ারি, ২০২০; থাইল্যান্ড।

প্রশ্ন:- বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ১৯ –কে কখন বৈশ্বিক মহামারি ঘোণনা করে? উত্তর:- ১১ মার্চ, ২০২০

প্রশ্ন:- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে কোন দেশে? উত্তর:- যুক্তরাষ্টে

প্রশ্ন:- করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম অনুমোদন দেয় কোন দেশ? উত্তর:- রাশিয়া ( sputnik-v) ১১ আগস্ট, ২০২০

প্রশ্ন:- বিশ্বে প্রথম স্থায়ী করোনা ভাইরাসের টিকা হিসেবে অনুমোদন পায়? উত্তর:- ফাইজার ও বায়োএনটেক

প্রশ্ন:- বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় কবে? উত্তর:- ৮ মার্চ, ২০২০

প্রশ্ন:- বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূটি উদ্ধোধন করা হয় কবে? উত্তর:-২৭ জানুয়ারি ২০২১

প্রশ্ন: দেশের প্রথম নৌকা জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: বরগুনা।

প্রশ্ন: অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে? উত্তর: জন ম্যাকাফি

প্রশ্ন: বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? উত্তর: সিরিয়া

প্রশ্ন : বিদেশ থেকে কোন ফল সর্বাধিক আমদানি করা হয়? উত্তর : আপেল।

প্রশ্ন : ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কী? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ।

প্রশ্ন : বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কী? উত্তর:- বারি কফি-১।

প্রশ্ন: দেশে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়- উত্তর:- ২৩ মে, ২০২১ সালে।

প্রশ্ন: জাতিসংঘের ৭৬তম অধিবেশনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে ? উত্তর: বাংলাদেশ ২০২১-২২ মেয়াদে

প্রশ্ন: ব্রিটিশ সাময়িকী Prospects-এর বিশ্বসেরা ৫০ জনের তালিকায় স্থান করে নেন। উত্তর: বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম।

প্রশ্ন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কত তারিখ? উত্তর: ১৩ জুন ২০২১

প্রশ্ন: দেশের তৃতীয় সাবমেরিন  ক্যাবল স্থাপিত হবে কোথায়? উত্তর:-কক্সবাজারে

প্রশ্ন: দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? উত্তর:-১৭ ডিসেম্বর ২০২০।

প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি? উত্তর:-পদ্মা সেতু।

প্রশ্ন: মরিশাসের রাজধানী পাের্ট  লুইস- এ; সড়কের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট।

প্রশ্ন: বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? উত্তর:- ৮টি

প্রশ্ন: ১৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে? উত্তর:- ভুটান।

প্রশ্ন: অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? উত্তর:- ১৯৮৮ সালে।

প্রশ্ন: মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা দেয় কখন? উত্তর:- ১ ফেব্রুয়ারি ২০২১

প্রশ্ন: ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে- উত্তর:- নাসা

প্রশ্ন: দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? উত্তর:- ২০২৩ সালে

প্রশ্ন: অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি? উত্তর:- এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।

প্রশ্ন: মিয়ানমারের সেনা সমর্থিত দল- USDP- union solidarity and development party.

প্রশ্ন: কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয়েছে? উত্তর:- হালদা নদী

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?- উত্তর:- কমলা হ্যারিস

প্রশ্ন: ‘ভাসানচর কোথায় অবস্থিত? উত্তর:- নােয়াখালী জেলার হাতিয়া উপজেলার  চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।

প্রশ্ন: ৯ ডিসেম্বর ২০২০ বেগম রােকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কী? উত্তর:-আলােকবর্তিকা।

প্রশ্ন: করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোভ্যাক টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর কত তারিখ? উত্তর:- ০৭ জুন ২০২১

প্রশ্ন: দেশে চীনের সিনোফার্মের টিকাদান শুরু হয় কখন? উত্তর:- ২০ জুন ২০২১

প্রশ্ন: দুই বছরের জন্য বিশ্বব্যাংক গ্রুপের We-Fi-এর ‘লিডারশীপ চ্যাম্পিয়ন’ মনােনীত হন- উত্তর: বাংলাদেশের সেলিমা আহমাদ

প্রশ্ন: CVF’র বর্তমান সভাপতি? উত্তর: বাংলাদেশ

প্রশ্ন: বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং ২৬ মার্চের স্বাধীনতার ঘােষণাকে স্বীকৃতি দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে একটি প্রস্তাব পাস হয়- উত্তর: ১৬ মার্চ ২০২১

প্রশ্ন: ‘Water Aid’ কোন দেশভিত্তিক সংস্থা? উত্তর: ব্রিটেন

প্রশ্ন: ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? উত্তর:- সপ্তম।

প্রশ্ন: এ পর্যন্ত ৪ টি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের জন্য নিবন্ধন নিয়েছে; গুগল, আমাজন, ফেসবুক ও মাইক্রোসফট।

প্রশ্ন : ২০২১ সালে কোন দেশে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে?  উত্তর : ফিলিস্তিনে।

প্রশ্ন : শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে? উত্তর : ১ ফেব্রুয়ারি ২০২১।

প্রশ্ন: ‘সাম্রাজ্যের সমাধি’ বলা হয় কোন দেশকে? আফগানিস্তানকে

প্রশ্ন: বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ- তুরস্ক

প্রশ্ন: হাইতির নতুন প্রধানমন্ত্রী কে? উত্তর:- অ্যারিয়েল হেনরি

প্রশ্ন: মুজিবনগর থেকে কলকাতা পথকে কী নামকরণ করা হয়েছে? উত্তর: ‘স্বাধীনতা সড়ক। দূরত্ব প্রায় ১ কিলােমিটার

প্রশ্ন: বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য ‘মুক্তির ডাক কোথায় অবস্থিত? উত্তর: নরসিংদীতে

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২১
প্রশ্ন:- মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?

ক. ১৮ মার্চ, ২০২১

খ. ২৬ মার্চ, ২০২১

গ. ৩০ মার্চ, ২০২১

ঘ. ৩১ মার্চ, ২০২১

উত্তর:- ঘ. ৩১ মার্চ, ২০২১

প্রশ্ন:-মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে?

ক. তাইওয়ান

খ. জাপান

গ. যুক্তরাষ্ট্র

ঘ. চীন

উত্তর:- খ. জাপান

প্রশ্ন:-কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে?

ক. কক্সবাজার বন্দর

খ. পায়রা বন্দর

গ. চট্টগ্রাম বন্দর

ঘ. মোংলা বন্দর

উত্তর:- ঘ. মোংলা বন্দর

প্রশ্ন:- সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে?

ক. আকবর আলি খান

খ. ওয়াহিদউদ্দিন মাহমুদ

গ. মোহাম্মদ ইউনুস

ঘ. খোন্দকার ইব্রাহিম খালেদ

উত্তর:- ক. আকবর আলি খান

আরো পডুন: মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান

প্রশ্ন:- সম্প্রতি কোন বাংলাদেশি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার’ নির্বাচিত হয়েছেন?

ক. অধ্যাপক রফিকুল ইসলাম

খ. অধ্যাপক হারুন-অর-রশিদ

গ. অধ্যাপক রায়হান আহমেদ

ঘ. অধ্যাপক শাহরিয়ার আলম

উত্তর:- খ. অধ্যাপক হারুন-অর-রশিদ

প্রশ্ন:- সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের জের ধরে কোন দেশের তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান একযোগে পদত্যাগ করেছেন?

ক. আর্মেনিয়া

খ. ব্রাজিল

গ. ইকুয়েডর

ঘ.  যুক্তরাষ্ট্র

উত্তর:- খ. ব্রাজিল

প্রশ্ন:- কোন মোবাইল ফোন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ করতে শুরু করেছে?

ক. মটোরোলা

খ. শাওমি

গ. এইচটিসি

ঘ. নকিয়া

উত্তর:- খ. শাওমি

প্রশ্ন:- মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি?

ক. চীনের গ্র্যান্ড খাল

খ. সুয়েজ খাল

গ. গ্রিসের করিন্থ খাল

ঘ.  কোনোটিই নয়

উত্তর:- গ. গ্রিসের করিন্থ খাল

প্রশ্ন:- ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়?

ক. ১ হাজার ২০০ জন

খ. ১ হাজার ৯০৮ জন

গ. ১ হাজার ৬৪২ জন

ঘ. ১ হাজার ৫০৯ জন

উত্তর:- গ. ১ হাজার ৬৪২ জন

প্রশ্ন:- ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৭০ ডলার

খ. ৪৫ ডলার

গ. ৯৮ ডলার

ঘ. ২১ ডলার

উত্তর:- ক. ৭০ ডলার

প্রশ্ন:- কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের?

ক. ২০৪১ সাল

খ. ২০৩১ সাল

গ. ২০৭১ সাল

ঘ. ২০৫০ সাল

উত্তর:- ক. ২০৪১ সাল

প্রশ্ন:- সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?

ক. ১৮৬৭ সালের ১৭ নভেম্বর

খ. ১৯৬৯ সালের ২ জানুয়ারি

গ. ১৮৭৯ সালের ২৭ নভেম্বর

ঘ. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

উত্তর:- ঘ. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

প্রশ্ন:- সম্প্রতি বিশাল এক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালে আটকে যায়। জাহাজটির নাম কী?

ক. কুইন ম্যারি

খ. সুইজ জায়ান্ট

গ. এভার গিভেন

ঘ. এভার গ্রিন

উত্তর:- গ. এভার গিভেন

প্রশ্ন:- সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে শিক্ষাকার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে?

ক. গাজীপুর বিশ্ববিদ্যালয়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়

গ. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

ঘ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃজনশীল বিশ্ববিদ্যালয়

উত্তর:- গ. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

প্রশ্ন:- আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা এশিয়ামানি দেশের কোন ব্যাংককে বাংলাদেশের সেরা ডোমেস্টিক ব্যাংক ২০২১ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক. ব্র্যাক ব্যাংক

খ. ডাচ-বাংলা ব্যাংক

গ. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

ঘ. সাউথ ইস্ট ব্যাংক

উত্তর:- গ. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

প্রশ্ন:- বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

ক. ৭ এপ্রিল

খ. ৪ এপ্রিল

গ. ৮ এপ্রিল

ঘ. ৬ এপ্রিল

উত্তর:- ক. ৭ এপ্রিল

প্রশ্ন:- সংবিধান সংশোধনীর ফলে কোন রাষ্ট্রপ্রধানের ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত?

ক. শেখ হাসিনা

খ. জো বাইডেন

গ. নরেন্দ্র মোদি

ঘ. ভ্লাদিমির পুতিন

উত্তর:- ঘ. ভ্লাদিমির পুতিন

প্রশ্ন: প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

ক) ইংল্যান্ড

খ) নিউজিল্যান্ড

গ) ভারত

ঘ) অস্ট্রেলিয়া

উত্তর:- খ) নিউজিল্যান্ড

প্রশ্ন:  ২০২১ সালে অনুষ্ঠিত ১৬তম ইউরাে চ্যাম্পিয়ন কোন দেশ?

ক) জার্মানি

খ) ব্রাজিল

গ) স্পেন

ঘ) ইতালি

উত্তর:- ঘ) ইতালি

প্রশ্ন:  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চীনকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কবে?

ক) ২০ জুন ২০২১

খ) ২৮ জুন ২০২১

গ) ২৫ জুন ২০২১

ঘ) ৩০ জুন ২০২১

উত্তর:- ঘ) ৩০ জুন ২০২১

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
প্রশ্ন:  ১১ জুলাই ২০২১ কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতাে মহাকাশে ঘুরে আসেন?

ক) এলন মাস্ক

খ) বিল গেটস

গ) রিচার্ড ব্র্যানসন

ঘ) জেফ বেজোস

উত্তর:- গ) রিচার্ড ব্র্যানসন

প্রশ্ন:  বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন ২০২১ অনুযায়ী বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

ক) জাপান

খ) যুক্তরাষ্ট্র

গ) যুক্তরাজ্য

ঘ) চীন

উত্তর:- ঘ) চীন

প্রশ্ন:  রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?

ক) তুরস্ক

খ) পাকিস্তান

গ) কলম্বিয়া

ঘ) উগান্ডা

উত্তর:- ক) তুরস্ক

প্রশ্ন:  রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বৈদেশিক মুদ্রা মজুতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?

ক) ৩৫তম

খ) ২০তম

গ) ১০ তম

ঘ) ৪৪তম

উত্তর:- ঘ) ৪৪তম

প্রশ্ন:  ১৬ জুন ২০২১ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) ৯৫তম সদস্যপদ লাভ করে?

ক) মাল্টা

খ) গায়ানা

গ) কেনিয়া

ঘ) ভিয়েতনাম

উত্তর:- গ) কেনিয়া

Nursing Department Senior Staff Nurse Exam Questions and Solutions 2019 | নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা প্রশ্ন ও সমাধান ২০১৯

প্রশ্ন:  ২ জুলাই ২০২১ কোন দেশ এশীয় অবকাঠামাে বিনিয়োগ ব্যাংকের (AIIB) ৮৭তম সদস্যপদ লাভ করে?

ক) আর্জেন্টিনা

খ) কানাডা

গ) চিলি

ঘ) বেনিন

উত্তর:- গ) চিলি

প্রশ্ন:  প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তানবুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে?

ক) ৩০ জুন ২০২১

খ) ২৫ জুন ২০২১

গ) ১ জুলাই ২০২১

ঘ) ৫ জুলাই ২০২১

উত্তর:- গ) ১ জুলাই ২০২১

প্রশ্ন: ৭ জুলাই ২০২১ কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান?

ক) কঙ্গো প্রজাতন্ত্র

খ) ইথিওপিয়া

গ) হাইতি

ঘ) লিবিয়া

উত্তর:- গ) হাইতি

আরো পড়ুন:- সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ কোনটি?

ক) চট্টগ্রাম

খ) ঢাকা

গ) বরিশাল

ঘ) খুলনা

উত্তর:- গ) বরিশাল

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি?

ক) পিরােজপুর

খ) ঢাকা

গ) বরগুনা

ঘ) বরিশাল

উত্তর:- ক) পিরােজপুর

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল কত?

ক) ৭৩.৬ বছর

খ) ৭২.৮ বছর

গ) ৭১.২ বছর

ঘ) ৭৪.৫ বছর

উত্তর:- খ) ৭২.৮ বছর

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত জাতীয় জনসংখ্যা (প্রাক্কলিত) কত?

ক) ১৬.৮২ কোটি

খ) ১৬.৫০ কোটি

গ) ১৬.৯১ কোটি

ঘ) ১৬.৯৯ কোটি

উত্তর:- গ) ১৬.৯১ কোটি

প্রশ্ন:  ‘আয়ােডিনযুক্ত লবণ বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে?

ক) ১৪ জুন ২০২১

খ) ২৯ জুন ২০২১

গ) ১৬ জুন ২০২১

ঘ) ৩ জুলাই ২০২১

উত্তর:- ক) ১৪ জুন ২০২১

প্রশ্ন:  ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠিত হচ্ছে?

ক) আলিয়া বিশ্ববিদ্যালয়

খ) ত্রিপুরা বিশ্ববিদ্যালয়

গ) কলকাতা বিশ্ববিদ্যালয়

ঘ) দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর:- ঘ) দিল্লি বিশ্ববিদ্যালয়

প্রশ্ন: মােবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে National Equipment Identity Register (NEIR) কার্যক্রম চালু করা হয় কবে?

ক) ১ জুলাই ২০২১

খ) ৫ জুলাই ২০২১

গ) ১২ জুলাই ২০২১

ঘ) ১০ জুলাই ২০২১

উত্তর:- ক) ১ জুলাই ২০২১

প্রশ্ন:  বংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?

ক) মুহম্মদ নূরুল হুদা

খ) আসাদ চৌধুরী

গ) আনিসুল হক

ঘ) কামাল চৌধুরী

উত্তর:- ক) মুহম্মদ নূরুল হুদা

প্রশ্ন:  বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?

ক) তৃতীয়

খ) প্রথম

গ) অষ্টম

ঘ) দশম

উত্তর:- গ) অষ্টম

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক) ১.২১ %

খ) ১.১৫ %

গ) ১.৩৩ %

ঘ) ১.৩৭ %

উত্তর:- ঘ) ১.৩৭ %

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?

ক) ১১২০ জন

খ) ১১৫০ জন

গ) ১১৪০ জন

ঘ) ১১৩০ জন

উত্তর:- গ) ১১৪০ জন

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হার কত?

ক) ৭২.৯%

খ) ৮২.০%

গ) ৭৫.২%

ঘ) ৭৭.৪%

উত্তর:- গ) ৭৫.২%

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি?

ক) জামালপুর

খ) কিশােরগঞ্জ

গ) বান্দরবান

ঘ) সুনামগঞ্জ

উত্তর:- খ) জামালপুর

প্রশ্ন:  জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটি?

ক) ময়মনসিংহ

খ) রংপুর

গ) সিলেট

ঘ) রাজশাহী

উত্তর:- ক) ময়মনসিংহ

প্রশ্ন:  ২৪ জুন ২০২১ চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়?

ক) Apple Daily

খ) Hong Kong Post

গ) Oriental Daily News

ঘ) Sunday Examiner

উত্তর:- ক) Apple Daily

প্রশ্ন:  এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি?

ক) ৮৬ টি

খ) ৮৫ টি

গ) ৮৪ টি

ঘ) ৮৭ টি

উত্তর:- ঘ) ৮৭ টি

প্রশ্ন:  আন্তর্জাতিক হাইড্রোফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য দেশ কতটি?

ক) ৯০টি

খ) ৮৯টি

গ) ৮৮টি

ঘ) ৯৫টি

উত্তর:- ঘ) ৯৫টি

প্রশ্ন:  রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বৈদেশিক মুদ্রা মজুতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

ক) সুইজারল্যান্ড

খ) জাপান

গ) চীন

ঘ) ভারত

উত্তর:- গ) চীন

প্রশ্ন:  রিপাের্ট-সমীক্ষা অনুযায়ী বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়?

ক) সিরিয়া

খ) আফগানিস্তান

গ) ভেনিজুয়েলা

ঘ) দক্ষিণ সুদান

উত্তর:- ক) সিরিয়া

প্রশ্ন:  বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন ২০২১ অনুযায়ী বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?

ক) হংকং

খ) যুক্তরাষ্ট্র

গ) সিঙ্গাপুর

ঘ) চীন

উত্তর:- খ) যুক্তরাষ্ট্র

প্রশ্ন:  বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন ২০২১ অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশে বিনিয়ােগে শীর্ষ দেশ কোনটি?

ক) নেদারল্যান্ডস

খ) জাপান

গ) যুক্তরাষ্ট্র

ঘ) চীন

উত্তর:- ক) নেদারল্যান্ডস

প্রশ্ন:  অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে?

ক) হাওয়ার্ড এইকিন

খ) জন ম্যাকাফি

গ) জন শেফার্ড ব্যারন

ঘ) পল এ্যালেন

উত্তর:- খ) জন ম্যাকাফি

প্রশ্ন:  মার্কিন ইলেক্ট্রনিক কোম্পানি অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কে?

ক) অ্যান্ডি জেসি

খ) ইলন মাস্ক

গ) ম্যাকেঞ্জি বেজোস

ঘ) জেফ বেজোস

উত্তর:- ক) অ্যান্ডি জেসি

প্রশ্ন: কোরিয়ান ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেন কে?

ক) কিম জং-আন

খ) মুন জে ইন

গ) লি ডং হিউন

ঘ) পার্ক গুন শাে

উত্তর:- গ) লি ডং হিউন

৪১. The Startup Wife উপন্যাসের লেখক কে?

ক) নেয়ামত ইমাম

খ) তাহমিমা আনাম

গ) মনিকা আলী

ঘ) জিয়া হায়দার রহমান

উত্তর:- ঘ) তাহমিমা আনাম

প্রশ্ন: ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

ক) লন্ডন

খ) টোকিও

গ) প্যারিস

ঘ) নিউইয়র্ক

উত্তর:-খ) টোকিও

প্রশ্ন: ২০২১ সালে অনুষ্ঠিত ৪৭তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোন দেশ?

ক) ব্রাজিল

খ) পেরু

গ) আর্জেন্টিনা

ঘ) কলম্বিয়া

উত্তর:- গ) আর্জেন্টিনা

প্রশ্ন:  আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গােলদাতা কে?

ক) পেলে (ব্রাজিল)

খ) আলী দাইয়ি (ইরান)

গ) রােনালদো (পর্তুগাল)

ঘ) মেসি (আর্জেন্টিনা)

উত্তর:- ঘ) গ

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২2, করোনা সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১, সাম্প্রতিক প্রশ্ন ২০২২,, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১-২০২২, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২, পিডিএফ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২, mcq সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ ,বই করোনা সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২

Leave a Reply