সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড

Senior Staff Nurse Exam Question Full Solution 2021

Post Name: Senior Staff Nurse

বাংলা অংশ সমাধানঃ

১. যেকোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন।

ক) মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের দেশপ্রেম

খ) দুর্নীতি উন্নয়নের অন্তরায়

গ) মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল

ঘ) অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা

উত্তরঃ নিজে চেষ্টা করুন।

২. বাংলায় অনুবাদ করুন।

উত্তরঃ নিজে চেষ্টা করুন।

৩. ক) বাক্য সংকোচন করুন।

মেঘের ধ্বনি = জীমূতমন্দ্র

সাপের খোলস = নির্মোক

একশত পঞ্চাশ বছর = সার্ধশতবর্ষ

দেখবার ইচ্ছা = দিদৃক্ষা

পা ধোয়ার পানি = পাদ্য

খ) শুদ্ধরূপ লিখুনঃ

পিপিলিকা =  পিপীলিকা

বুদ্ধিজিবী = বুদ্ধিজীবী

ঐশরিক = ঐশ্বরিক

সৈরাচারি = স্বৈরাচারী

মরিচিকা = মরীচিকা

গ) প্রায় সমোচ্চারিত শব্দজোড়ের অর্থ নির্ণয় করুন।

বাধা = ব্যাঘাত বা প্রতিবন্ধকতা [ভালো কাজের পদে পদে বাধা থাকে]

বাঁধা =আবদ্ধ বা তৈরি করা [ঘর বাঁধা একদিনের কাজ নয়]

অন্ন = ভাত

অন্য = অপর

অভিবাসন = অন্য দেশ হতে এসে বসবাস

অভিভাষণ = সভাস্থ জনতাকে সম্ভাষণ

রোঁদ = নির্দিষ্ট এলাকায় ঘুরে নির্দিষ্ট সময়ব্যাপী পাহারা (patrol, এজন্য বলা হয় patrol police)

রোদ = সূর্যের কিরণ বা আলো বা তাপ

আবাস = বসবাসের স্থান

আভাস = ইঙ্গিত

আরও পড়ুন: সংবাদ সম্মেলন: বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করনসহ ৫ দফা আদায়ের লক্ষ্যে

ইংরেজি অংশ সমাধানঃ

১. Write a short note on any one of the following.

  1. a) Health service in Bangladesh
  2. b) Importance of sports and game for the students

উত্তরঃ নিজে চেষ্টা করুন।

২. Read the following passage and answer the questions below.

উত্তরঃ নিজে চেষ্টা করুন।

৩. Change the following questions as directed (Any six)

  1. a) Look ——the word in the dictionary. Ans: up
  2. b) Do the work. Ans: Let the work be done.
  3. c) He said to me, ”give me the book”. Ans: He requested me to give him the book.
  4. d) He insisted me to do the work. Ans: He insisted me on doing the work.
  5. e) It has been raining since two hours. Ans: It has been raining for two hours.
  6. f) The large white house sold yesterday. Ans: The large white house was sold yesterday.
  7. g) My son does not like vegetable. Ans: My son does not like vegetables.
  8. h) It is not possible to make —–the loss. Ans: up

বাংলাদেশ বিষয়াবলী অংশ সমাধানঃ

১. মহান মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর  সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল? সেক্টর কমান্ডার  কে ছিলেন?

উত্তরঃ দিনাজপুরের দক্ষিণ অংশ, রাজশাহী, বগুড়া, পাবনা জেলা এবং হিলি থেকে হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত সীমান্ত এলাকা নিয়ে মহান মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর  সেক্টর গঠিত ছিল।  সেক্টর কমান্ডার  ছিলেন মেজর নাজমুল হক।

২. স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার কোথায় শপথ গ্রহণ করে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান।

৩. বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম কি? কত সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম বর্ধমান হাউজ। এটি ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়।

৪. ভিক্টোরিয়া পার্কের সাথে অবিভক্ত ভারতের কোন ইতিহাস জড়িত?

উত্তরঃ সিপাহি বিদ্রোহ ভিক্টোরিয়া পার্কের সাথে অবিভক্ত ভারতের ইতিহাস জড়িত।

৫. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?  পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাসত্ব  আইন কত সালে প্রবর্তিত হয়?

উত্তরঃ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাসত্ব  আইন প্রবর্তিত হয় ১৯৪৮ সালের ৩১ মার্চ।

আরও পড়ুন: ডিপ্লোমা নার্সিং ভর্তি প্রশ্ন সমাধান ২০২০-২১ইং

৬. গারো, মনিপুরি, রাখাইন ও সাঁওতাল ক্ষুদ্র নৃগােষ্টি কোন কোন অঞ্চলে বসবাস করে?

উত্তরঃ গারো বৃহত্তর ময়মনসিংহ, মনিপুরি বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়,  রাখাইন কক্সবাজার ও পটুয়াখালীতে, সাঁওতালরা দিনাজপুর ও রংপুর অঞ্চলে বাস করে।

৭. জাতীয় সংসদের সর্বমোট আসন কতটি? সংরক্ষিত নারী আসন বর্তমানে কয়টি?

উত্তরঃ জাতীয় সংসদের সর্বমো ট আসন ৩৫০। সংরক্ষিত নারী আসন বর্তমানে ৫০ টি।

আন্তর্জাতিক বিষয়াবলী অংশ সমাধানঃ

৮. Greenpeace কি? এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেশবাদি সংস্থা। এর সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ডস

৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কয়টি? ভেটো প্রদানের ক্ষমতা কোন কোন রাষ্ট্রের রয়েছে?

উত্তরঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র  ১৫টি। ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও গণচীন এর।

১০. ইউরোপীয়  ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? East London কোথায় অবস্থিত?

উত্তরঃ ইউরোপীয়  ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়াম। East London অবস্থিত দক্ষিণ আফ্রিকায়।

১১. BREXIT কি? বর্তমানে EU তে সদস্য কত টি?

উত্তরঃ ‘ব্রিটিশ এক্সিট’ নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া। EU তে সদস্য  ২৭টি

১২. পূর্ণরূপ লিখঃ  SAFTA, WTO, WHO, NATO, OIC

উত্তরঃ  SAFTA= South Asian Free Trade Area

WTO= World Trade Organization

WHO= World Health Organization

NATO= North Atlantic Treaty Organization

OIC= Organisation of Islamic Cooperation

আরও পড়ুন: নার্সিং স্কুল ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর

বিজ্ঞান ও প্রযুক্তি অংশ সমাধানঃ

১৩. আধুনিক কম্পিউটারের জনক কে?

উত্তরঃ আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান

১৪. ডেঙ্গু রোগে রক্তের কোন উপাদান কমে যায়?

উত্তরঃ ডেঙ্গু রোগে রক্তের  প্লাটিলেট বা অণুচক্রিকা কমে যায়।

১৫. গ্রীন হাউস গ্যাস কি?

উত্তরঃ বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে।

১৬. ভিটামিন সি এর অভাবে কি হয়?

উত্তরঃ ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়।

১৭. রক্তের গ্রুপ কি কি?

উত্তরঃ রক্তের গ্রুপগুলো হচ্ছে A, B, AB ও O

১৮. IPS কি কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ ইলেকট্রিক্যাল বেশি লোডের জন্য IPS ব্যবহার করা হয় ।

১৯. SMOG কি?

উত্তরঃ SMOG হচ্ছে  দূষিত বাতাস।

নার্সিং পরীক্ষার প্রশ্ন ২০২১, বিগত সালের নার্সিং প্রশ্ন ,pdf Nursing Admission question 2019 Nursing admission question 2021

Leave a Reply