স্কয়ার হাসপাতাল এক নজরে স্কয়ার হাসপাতাল | স্কয়ার হাসপাতাল এর ভিতর বাহির | Square Hospitals Ltd Dhaka, Bangladesh

স্কয়ার হাসপাতাল

স্কয়ার হাসপাতাল বাংলাদেশের বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য সেবায় এনেছে আধুনিকতার ছোঁয়া। অত্যাধুনিক স্বাস্থ্যসেবা, উন্নত প্রযুক্তি, সার্বক্ষনিক ইর্মাজেন্সী সার্ভিস সমৃদ্ধ এই হাসপাতালটি  মূলত স্কয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই হাসপাতাল   AT SQUARE WE CARE এই শ্লোগানকে সামনে রেখে ২০০৬ সালের ১৬ ডিসেম্বর কার্যক্রম পরিচালনা করা শুরু করে। হাসপাতালটি সেন্ট্রাল এসি, লিফট এবং এলিভেটরযুক্ত।

ঠিকানা ও অবস্থান

স্কয়ার হাসপাতাল লিমিটেড

১৮/এফ, ওয়েস্ট পান্থপথ, ঢাকা-১২০৫, বাংলাদেশ।

টেলিফোন: +৮৮-০২-৮১২৯৩৩৪, ৮১৫৬৫২২, ৮১৫৭৮৫৩, ৮১৫৯৪৫৭-৬৪

ফ্যাক্স: +৮৮-০২-৯১১৮৯২১

ওয়েব সাইট: www.squarehospital.com

হাসপাতালের সেবা কার্যক্রম

বাংলাদেশের মানুষকে সর্বোচ্চ পর্যায়ে সেবা পৌছে দেয়ার লক্ষ্যে স্কয়ার হাসপাতাল বিপুল পরিমানে সরঞ্জাম এবং প্রযুক্তির উপর বিনিয়োগের মাধ্যমে সেবা কার্যক্রমকে পরিচালনা করে আসছে। এই সেবা কার্যক্রমকে আরো ফলপ্রসু করতে ইউএসএ, ইউকে সহ মধ্যপ্রাচ্যের উন্নতমানের হাসপাতালকে পরামর্শক হিসেবে বেছে নিয়েছে। হাসপাতালের সেবা কার্যক্রম নিম্নে বর্ণিত।

০১. আউট পেসেন্ট সার্ভিস

বহির্বিভাগে দৈনিক ১,২০০ জন রোগীর স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এখানে অত্যাধুনিক মেডিকেল সুবিধা সমৃদ্ধ ৬০টি পরীক্ষা কক্ষ রয়েছে। বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জনের বেশি ডাক্তার এবং নার্স রোগীদের চিকিতসা সেবায় নিয়োজিত রয়েছেন। এখানে দৈনিক সকালে, দুপুরে এবং সান্ধ্যকালীন সময়ে রোগী দেখা হয়।

০২. ইনপেসেন্ট সার্ভিসেস

  • সুপ্রশস্থ, আরামদায়ক, অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এবং এসি যুক্ত রুমে বেড রয়েছে মোট ৩০০টি। এখন ভর্তিকৃত রোগীদের জন্য রয়েছে ২৪ ঘন্টা নার্সিং সুবিধা এবং মনিটরিং ব্যবস্থা। রুমগুলো আধুনিক, প্রাইভেট এবং সেমি প্রাইভেট।

  • ICU, CCU, NICU, PICU, CSICU, SICUএ রয়েছে লেবার এবং ডেলিভারী ইউনিট, সর্বাধুনিক মেডিকেল প্রযুক্তিসমৃদ্ধ অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন ল্যাব।

  • ক্রিটিক্যাল কেয়ারে রয়েছে ২৪ ঘন্টা ইমার্জেন্সী এবং ট্রমা সার্ভিস, ইমার্জেন্সী কার্ডিয়াক কেয়ার স্পেশিয়ালিস্ট, ট্রমা সার্জিকেল স্পেশিয়ালিস্ট, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস, আভ্যন্তরীন হেলিকপ্টার সার্ভিস।

  • এছাড়াও এখানে রয়েছে করোনারি কেয়ার ইউনিট এবং ইনটেনসিভ কেয়ার ইউনিট।

০৩. এক্সিকিউটিভ হেলথ চেকআপ এবং হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম

এখানে এক্সিকিউটিভ হেলথ চেকআপের ব্যবস্থা রয়েছে। নিম্নে কয়েকটি প্যাকেজ উল্লেখ করা হলো:

  • এক্সিকিউটিভ হেলথ চেকআপ (ফিমেল)

  • এক্সিকিউটিভ হেলথ চেকআপ (মেল)

  • কার্ডিয়াক চেক আপ

  • এভিডেন্স বেসড স্ক্রীন

  • ব্রেম্ট স্ক্রিনিং

ওমেন হেলথ চেকআপ

  • ডায়েবেটিক হেলথ স্ক্রিনিং

  • এ্যানুয়েল স্ক্রিনিং

  • সেমি এ্যানুয়েল স্ক্রিনিং

  • স্ক্রিনিং ফর স্মোকার

লিভার স্ক্রিনিং

০৪. নিয়োজিত মেডিকেল স্পেশিয়ালিস্ট

Internal Medicine

Cardiology

Pulmonary Medicine

Gastroenterology

Pediatrics & Neonatology

Neurology

Hepatology

Nephrology

Endocrinology

Hematology

Dermatology

Rheumatology

Physical & Rehabilitation Medicine

Infectious Disease

Geriatric medicine

Diagnostic & interventional Radiology

Clinical Pathology

Neonatal & Pediatric Surgery

Obstetrics & Gynecology

Otolaryngology (Ear/ Nose/ Throat)

General & Cardiac Anesthesiology

Minimal Invasive Surgery (MIS)

Neurosurgery

Orthopedic & joint Surgery

Hepato Biliary Surgery

Colorectal Surgery

Urology

Surgical Oncology

Dental & Maxillofacial Surgery

Ophthalmology

Plastic Surgery

Emergency Medicine & Trauma Surgery

Cardiovascular & Thoracic Surgery

General Surgery

Medical Oncology

হাসপাতালের নিজস্ব ক্লিনিক এবং স্বাস্থ্য সেবা সেন্টারসমূহ

  • স্কয়ার হার্ট সেন্টার
  • ইনটেনসিভ কেয়ার সেন্টার
  • সেফটি সার্জারি সেন্টার
  • রেডিওলজি এন্ড ইমেজিং সেন্টার
  • প্যাথলজি এন্ড ল্যা সেন্টার
  • লিভার এন্ড গ্যাস্ট্রিক সেন্টার
  • ওমেন সেন্টার
  • পেডিয়াট্রিক ও নিউনেটলজি সেন্টার
  • এক্সিকিউচেক সেন্টার
  • ফ্যাসিলিটি সেন্টার
  • অর্থপেডিক্স এন্ড ট্রমা সেন্টার
  • স্কিন এন্ড লেজার সেন্টার
  • অনকোলজি এন্ড রেডিওথেরাপি সেন্টার

রোগীদের সুবিধা

০১. রুম ধরণ, ভাড়া এবং অন্যান্য

রুমের প্রকৃতি

দৈনিক ভাড়া প্রতি বেড

জমাকৃত টাকা

ওয়ার্ড

২,০০০.০০

১০,০০০০.০০

টুইন শেয়ার্ড ক্যাবিন

৩,৫০০.০০

১২,০০০.০০

সিঙ্গেল স্ট্যান্ডার্ড

৫,৫০০.০০

২০,০০০.০০

সিঙ্গেল ডিলাক্স

৭,৫০০.০০

২৫,০০০.০০

স্যুট

১৭,৫০০.০০

৫৫,০০০.০০

আইসিইউ/সিসিইউ

৭,৫০০.০০

২৫,০০০.০০

এনআইসিইউ/পিআইসিইউ

৭,০০০.০০

২৫,০০০.০০

ভাড়া মূল্যের সাথে অন্তর্ভূক্ত সুবিধাগুলো

  • ডাক্তারের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল থেকে খাবার সরবরাহ করা হয়। তবে বাহিরের খাওয়া ডাক্তারের অনুমতি ব্যাতিরেক হাসপাতালে নেয়া নিষেধ।
  • ডিউটি ডাক্তার এবং নার্সিং সুবিধা।
  • হাউজ কিপিং এবং লন্ড্রী সুবিধা।

০২. হাসপাতালের নিজস্ব কম্পাউন্ডে ফার্মসী রয়েছে। রোগীকে ঔষধ কেনার জন্য বাইরে যেতে হয়না।

০৩. নিচতলায় রয়েছে আন্তর্জাতিক মান সম্পন্ন ক্যাফেটেরিয়া। এখানে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয়।

এ্যাম্বুলেন্স সার্ভিস

রোগী পরিবহনের জন্য হাসপাতালের নিজস্ব এ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে। এই সার্ভিস পেতে 01713377773 or extension: 2005 & 2006 নম্বরে যোগাযোগ করতে হয়।

ব্লাড ব্যাংক

রোগীর জরুরী মুহুর্তে রক্ত সংগ্রহের জন্য রয়েছে একটি সমৃদ্ধশালী ব্লাড ব্যাংক।

সার্ভিস সাপোর্ট

  • এখানে রয়েছে পেশাদারি আমেরিকান স্ট্যান্ডার্ড হাউজকিপিং এবং ক্লিনিং সার্ভিস।
  • ২৪ ঘন্টা ফার্মসী সুবিধা।
  • নিরপত্তা বেষ্টিত এবং সুপ্রশস্থ গাড়ি পার্কিংয়ের জায়গা।
  • ক্যাফেটেরিয়া এবং স্ন্যাক্স ক্যাফে
  • কম্পিউটার ইনফো সেন্টার-সাইবার ক্যাফে
  • ফলমূল, বই এবং গিফট শপ।
  • প্রার্থণা কক্ষ।
  • ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস (ইনটেনসিভ কেয়ার সুবিধাসহ)।
  • ২৪ ঘন্টা কার্ডিয়েক কেয়ার ডাক্তার সুবিধা।

দর্শনার্থীদের রোগী দেখার সময়সূচী

সাধারনত সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৪.৩০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত দর্শনার্থীগন তাদের রোগীর সাথে সাক্ষাত করতে পারেন।

  • ICU Clinical Briefing এর সময় : 7.30 am to 8.15am and 7.30 pm to 8.15pm
  • CCU Clinical Briefing এর সময় : 12.00 noon to 1.00 pm
  • ICU/CCU Clinical Briefing এর সময় : 4.30 pm to 6.00 pm
  • NICU / PICU Visiting এর সময়: 4.00 pm to 6.00 pm
  • NICU Clinical Briefing এর সময়: 10.00am to 10.30 am

গাড়ি পার্কিং

অত্র হাসপাতালের বেজমেন্ট ২ তে রয়েছে গাড়ি পার্কিংয়ের ৩৫ টি ইউনিট এবং বেজমেন্ট ৩ এ রয়েছে ৪০টি ইউনিট। এছাড়া হাসপাতালের মালিকানাধিন ASTRAS building এ রয়েছে ১০০টি গাড়ি পার্কিং করার সুবিধা।

দর্শনার্থীদের জন্য কিছু শর্তাবলী

  • রোগীর সাথে সাক্ষাতের পূর্ব মুহুর্তে দর্শনার্থীকে পাশবই সংগ্রহ করতে হয়।
  • সাত বছর বয়সের নিচে কোন শিশুকে সংগে নিয়ে রোগীর সাথে সাক্ষাত করতে দেওয়া হয় না।
  • বাহির থেকে কেনা বিভিন্ন খাবার, ফল, বালিশ, বিছার কভার এবং মূল্যবান দ্রব্য ইত্যাদি নিয়ে হাসপাতালে প্রবেশ নিষেধ।
  • রোগীর সাথে সাক্ষাতের সময় হাসপাতালে মূল্যবান কোন জিনিষ হারিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়।
  • বাহির থেকে কোন এ্যাম্বুলেন্স ভাড়া করতে পারবেন না।
  • রোগীর সাথে সাক্ষাতের সময় দর্শনার্থিগন হাসপাতালের সম্পদের কোন ক্ষয়ক্ষতি বা গন্ডগোল করতে পারবেন না। এরুপ হলে যাবতীয় দায় দর্শনার্থিকে বহন করতে হবে।
  • হাসপাতালের অভ্যন্তরে ক্যামেরা নিয়ে প্রবেশ বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • রোগীর যাবতীয় পথ্য হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করবেন। বাহির থেকে কোন পথ্য কেনা নিষিদ্ধ।

হাসপাতালে ইমার্জেন্সী যোগাযোগ

ER T&T : 8144466, 8144477, 8144488

ER Mobile : 01713377773-5

ডাক্তারের সাথে সাক্ষাতের জন্য যোগাযোগ

ডাক্তারের সাথে এপয়েন্টমেন্ট করতে এপয়েন্টমেন্ট ডেস্কে যোগাযোগ করতে হয়। এপয়েন্টমেন্ট ডেস্কে যোগাযোগ নম্বর 8159457, 8144400, 01713141447, Extn. – 2001, 2002, 2018.

যে কোন প্রশ্নের বা তথ্য জানার জন্য

যে কোন তথ্য জনার জন্য অত্র হাসপাতালের SQUARE HOSPITAL CUSTOMER SERVICE DEPARTMENT,

SQUARE HOSPITAL IMAGING  এবং SQUARE HOSPITAL EMERGENCY ROOM (ER)  এ যোগাযোগ করতে হবে। যোগাযোগ নম্বর

Square Hospital ER: 0171-3377773, 880-2-8144466 (Hot Line),

Square Hospital Ambulance Service: 0171-3377775

অগ্নি নির্বাপন ব্যবস্থা

এখানে অগ্নি নির্বাপনের জন্য রয়েছে প্রতিটি ফ্লোরে ফায়ার এক্সিট, ফায়ার গ্যাস এবং পানির লাইনের পাইপ।

নিরাপত্তা ব্যবস্থা

এখানে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে এক ঝাঁক কৌশলী নিরাপত্তা কর্মী। তার হাসপাতালটির নিরাপত্তা রক্ষায় সর্বদা সচেতনভাবে কাজ করে যাচ্ছে।

কর্পোরেট পার্টনার

  • Bank Al Falah Ltd.
  • Dhaka Bank Ltd
  • HSBC Bank Ltd.
  • Pubali Bank Ltd.
  • Mutual Trust Bank Ltd.
  • United Commercial Bank
  • The City Bank Ltd.
  • AB Bank Ltd.
  • Amex Card (City bank)
  • BRAC Bank Ltd.
  • Asian Development Bank
  • DBL Group
  • Earth Quack Society
  • Gulshan Youth Club
  • Khaled Group
  • (BNVS)
  • Seacom Group (Premeier cement)
  • Bashundhara Group
  • Western Marine
  • BAIRA
  • SMRC
  • Trinco Ltd
  • Transcraft Ltd.
  • Tea Holdongs Ltd.
  • Bangladesh Elec. Ind. Bangladesh Bank
  • One Bank Ltd.
  • IDLC
  • American Life insurance
  • Progoti Life Insurance
  • Pioneer Insurance
  • American Embassy
  • British High Commission
  • Switzerland Embassy
  • Netherland Embassy
  • Cairn Energy
  • KAFCO
  • Pendekar Haripur Ghat
  • Mollah Group
  • Arch Bishop
  • Compassion
  • Transcom Distribution
  • Transcom Beverage
  • Transcom Electronics
  • Transcom Foods Ltd.
  • Eskayef Bangladesh
  • Bangladesh Lamps
  • Mediastar Ltd.
  • Transfin Trading Ltd.
  • Paradise Cables Ltd.  Meghna Ghat
  • Coats Bangladesh
  • Mobil Jamuna Lub. Ltd.
  • Huawei Technologies
  • Tullow Bangladesh
  • Grameen Phone
  • Bangla Link
  • Warid Telecom
  • Unilever (BD) Ltd.
  • BASF
  • British Council
  • Motorola Teleco (BD)
  • Sumitomo Corporation
  • Eminence (Safola Gold)
  • Maersk Bangladesh
  • Grameen Telecom
  • SBS Cables Ltd.
  • Saleha Wire Ltd.
  • Paradise Dresses Ltd.
  • Paradise Hi-Design Ltd.
  • Paradise Spinning Mills
  • Paradise Marchandising
  • Paradise Fashions Ltd.
  • Paradise Metallurgical Co
  • ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

Leave a Reply