স্ত্রী-পুরুষ ছাড়াই তৈরি পৃথিবীর প্রথম ভ্রূণ! লাগল না ডিম্বাণু ও শুক্রাণু

লাগল না বাবা-মা, ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই গঠিত হল ভ্রূণ! ‘অ্যাসিসটেড রিপ্রোডাকশন টেকনোলজি’ পদ্ধতিতে গঠিত এই ধরনের ভ্রূণ পৃথিবীতে এই প্রথম।

বিজ্ঞানের ইতিহাসে এই ঘটনা যুগান্তকারী মাইলফলক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আরও পড়ুন বাবা ৭৫ মা ৭০, বিয়ের ৫৪ বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন দম্পতি ইজরায়েলের উইজমান ইনস্টিটিউট অব সায়েন্সের বিজ্ঞানীরা করেছেন এই অসাধ্যসাধন।

বিজ্ঞান পত্রিকা ‘সেল’-এ প্রকাশিত হয়েছে গোটা গবেষণার বিবরণ। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁরা কোনও রকম নিষিক্ত ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই কেবল স্টেম সেল ব্যবহার করে ইঁদুরের ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন  রাতের ঢাকায় লাঠি, রড হাতে চাঁদাবাজি

ইঁদুরের ক্ষেত্রে সম্ভব হলেও আপাতত মানুষের ক্ষেত্রে এই ধরনের ভ্রূণ তৈরি কঠিন বলেই মনে করছেন গবেষকরা। পাশাপাশি, ভ্রূণ তৈরি হওয়া মানেই প্রাণীর জন্ম হওয়া নয়। তার জন্য রয়েছে একটি দীর্ঘ ও জটিল পথ। অন্য দিকে প্রকৃতিকে এড়িয়ে কৃত্রিম ভাবে মানুষ তৈরি করা আদৌ নৈতিক কি না, প্রশ্ন রয়েছে তা নিয়েও।

তবে বিতর্ক থাকলেও বিজ্ঞানের অগ্রগতির নিরিখে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

Leave a Reply