হৃদয় মণ্ডলকে আমি হৃদয়ে স্থান দিয়েছি। কারণ হৃদয় সেইসব হিন্দুর মতো নয় Taslima Nasrin

হৃদয় মণ্ডলকে আমি হৃদয়ে স্থান দিয়েছি। কারণ হৃদয় সেইসব হিন্দুর মতো নয়, যারা মুসলমান ধর্মগ্রন্থের রূপকথাগুলো যুক্তি দিয়ে বাতিল করে আর হিন্দু ধর্মগ্রন্থের রূপকথাগুলোকে অযুক্তি দিয়ে গ্রহণ করে।
ধর্মের আজগুবি রূপকথার উদাহরণ দিতে গিয়ে হনুমানের কানের ভেতর থাকা সূর্যের গল্প এনেছেন হৃদয়। নিজের ধর্ম বলে ছাড় দেননি।

মুসলিমদের মধ্যে অনেকেই হিন্দু ধর্মগ্রন্থের রূপকথাগুলোকে যুক্তি দিয়ে বাতিল করে আর মুসলিম ধর্মগ্রন্থের রূপকথাগুলোকে অযুক্তি দিয়ে গ্রহণ করে। মুসলিম বিজ্ঞান-শিক্ষকরা হৃদয় মণ্ডলের কাছ থেকে সৎ হওয়া শিখুন।
ধর্মের অবিজ্ঞান নিয়ে পড়াতে গেলে নিজের ধর্ম থেকে প্রচুর আজগুবি অবিজ্ঞানের উদাহরণ দিন। ইউনুস নবীকে মাছে খেয়ে ফেলেছিল, ৩ দিন পর তিনি মাছের পেটের ভেতর থেকে বেরিয়ে আসেন। এরকম কয়েক হাজার আজগুবি উদাহরণ তো আছেই। সবচেয়ে বড় তো ডানাওয়ালা ঘোড়ায় চড়ে পরকাল দেখে আসার গল্প।
সৎ হলে সব রূপকথাকে এক পাত্রে ঢালতে হয়। হৃদয় সৎ। বাংলাদেশ নামের দেশটি আপাদমস্তক অসৎ বলে হৃদয় আজ কারাগারে।

Leave a Reply