১ বছরে ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ইহুদিবাদী ইসরায়েলি সেনারা ২০২১ সালে প্রায় ৩৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আন্তর্জাতিক নীরবতার সুযোগ নিয়ে ইহুদিবাদীরা এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে একটি বেসরকারি সংস্থা।

ফিলিস্তিনি শহীদ পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন এর মহাসচিব জানিয়েছেন, তারা পুরো ফিলিস্তিনে হত্যাকাণ্ডের সমস্ত ঘটনা তদন্ত করেছেন এবং দেখতে পেয়েছেন ৩৬০ ফিলিস্তিনির সবাই ইসরাইলি সেনাদের হাতে নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের শতকরা ১৯ ভাগ নারী। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর এই প্রথম সবচেয়ে বেশি নারী ইহুদিবাদী সেনাদের হাতে নিহত হলেন।

এছাড়া, নিহত ফিলিস্তিনিদের মধ্যে শতকরা ২২ ভাগ হচ্ছে শিশু। আন্তর্জাতিক সমাজ নীরব থাকার কারণ ইহুদিবাদীরা হত্যাকাণ্ডে উৎসাহ পাচ্ছে।

Leave a Reply