Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
কখন পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে জানাল রাশিয়া

কখন পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে জানাল রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ২৮তম দিন আজ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা করা হচ্ছে— মস্কো এ যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তবে এবার বিষয়টি খোলাসা করল রাশিয়া।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে এ বিষয় কথা বলেন। খবর আলজাজিরার।

দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার মূল অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখনই কেবল সে পরমাণু অস্ত্র ব্যবহার করবে।

সিএনএনের সাক্ষাৎকার গ্রহণকারী ক্রিস্টাইন আমানপুরের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আমাদের ধারণা রয়েছে। আমাদের দেশ যদি অস্তিত্ব সংকটে পড়ে, তা হলেই আমাদের ধারণার আলোকে পরমাণু অস্ত্র ব্যবহার করা যেতে পারে।

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে পরমাণু অস্ত্রকে সর্বোচ্চ সতর্কতায় রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের আলোকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৮ ফেব্রুয়ারি জানায়, তাদের পরমাণু ক্ষেপণাস্ত্র বাহিনী ও উত্তরাঞ্চলীয় এবং প্যাসিফিক বহরগুলোকে বর্ধিত যুদ্ধ দায়িত্বে রাখা হয়েছে।

পেসকভ সিএনএনকে বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ তাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে।

Leave a Reply