Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
ইতিহাসের উল্টো পাতা-তাপস ওঝা ইতিহাসের উল্টো পাতা-তাপস ওঝা

ইতিহাসের উল্টো পাতা -তাপস ওঝা

ইতিহাসের উল্টো পাতা

-তাপস ওঝা

আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ। ধুলাসার,কলাপাড়া,

পটুয়াখালী।তাং-13/08/2020ইং

বতর্মান আজ কাল-তা অতীত তাহাই ইতিহাস।
কালের আবর্তে কাব্যেগাঁথা সত্যের বহি:প্রকাশ।
অজানা তথ্য হয়না সত্য অতলে তলিয়ে যায়-
অ-প্রিয় হলেও সত্য ঘটনা অন্তরে পিড়া দেয়।
তাজমহলের সৌন্দর্য্য গাাঁথা সপ্তআশ্চার্যের নাম।
কালের সাক্ষী ভালোবাসায় গড়া শাজাহানের প্রতিদান।
নির্মম সত্য লুকায়িত আছে মহলের অধিষ্ঠান।
উল্টো পাতা পরখিলে পরে মিলবে তার সমাধান।
রুপে মায়াবতি,অপ্সরাসতী,গুনে নিপূণা মন।
কুচবরন শ্রী,মেঘবরন কেশ,মমতাজ মানবী ভূষণ।
পতিব্রতা সতী,শাজাহানের প্রতি,ছিল অগাধ ভালোবাসা।
বিনিময়ে শুধু পেয়েছে মমতাজ উপেক্ষা অবহেলা।
বাহিরেতে সুখ অন্তরে দু:খ,কুরে কুরে হ্নদ পুড়ে।
গোপন অভিষার করে ছারখার, মমতাজ অশ্রু বারিতে ঝরে।
মদ পর নারী লালসার শিকারি,ছিল শাজাহানের মন।
ভ্রমেও কভূ মনে আসিতোনা প্রেয়সী মমতাজের নাম।
সতীর গতি পতিভক্তি দিনে দিনে হলো ক্ষীণ।
আহার নিদ্রা ত্যাজিয়া মমতাজ মৃত্যুতে হলো বিলীন।
হায়!নিদারুন বিধি মমতাজ নিধি অকালে সপিল প্রান।
আত্মগ্লানি দু:খে কাতর শাজাহানের দেহ মন।
মমতাজ দ্বীপ নিভে গেল হায়!তোমাবিহনে বাচা মোর দায়।
ফিরে এসো প্রিয়া বাঁধি মোর হিয়া, বক্ষ বাহুডোরে মোর।
আন্দোলিয়া সুখ পাশরিব দু:খ, তোমার তনুর পরশ পেয়ে।
সাড়া নাহি পাই মিছে ছাড়ি হাই,বুঝিনিতো আমি আগে।
ওগো প্রিয়তমা করে দিও ক্ষমা,প্রেমের মহল হ্নদয়ে জমা।
কালের সাক্ষী উজ্জল রাখবো, আশ্চর্যের নক্ষত্র সম।
তাই করি আশ ভালোবাসার বাসর গড়িল সুনিপূন হাতে।
চির অম্লান চির ভাষ্মর হবে বিশ্ববাসীর কাছে।
জীবনে যাকে দিলে অবহেলা, মরনে তাঁর প্রেমের সাক্ষগড়া।
বুঝিনিতো আমি কোনটা দামী?এ কেমন ভালোবাসা?
আত্মতুষ্টির বাক রুদ্ধ ভেবে হই দিশেহারা!
সপ্তআশ্চার্যের ফটো নির্মাণে ভালোবাসার ফলগুধারা?
কারিকর নেহার লয়ে লোকবল গড়িল তাজমহল।
দুই যুগপ্রায় কাজ শেষ করি মুখে ফুটলো মধুর হাসি।
পুরষ্কার নিবে মনে আশাকরি গেল খাশকামরায়।
শাজাহান সহ মন্ত্রী নেহারের দশাঙ্গুলী কেটে নেয়।
ভাবছ কি বসি ওহে মহামতি,ইতিহাসেতো লেখা নাই?
অপ্রিয় সত্য গোপন তথ্য, ইতিহাসের উল্টো পাতায়ই রয়।
দান-প্রতিদানের এ কেমন খেলা?
ভূমিতে লুটানো নেহারের আঙ্গুলের রেখা-
তাজমহল থেকে কি বড় আশ্চর্য্য নয়!!!!!!
/ (সমাপ্ত)/
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

Leave a Reply