Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
ডেটা ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক ও মেসেঞ্জার

ইন্টারনেট ডাটা ছাড়াই চলবে ফেসবুক-মেসেঞ্জার | MB Cara bebohar kora jabe fb

মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা ছাড়াই ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যাবে। গ্রাহকদের জন্য এমনই সুযোগ উন্মোচন করা হলো মঙ্গলবার (৯ নভেম্বর)। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এই সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এই সেবা আপাতত শুধু গ্রামীণফোনের গ্রাহকরা উপভোগ করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

ইন্টারনেটে না থাকলেও গ্রামীণফোন গ্রাহকরা যেন নিরবচ্ছিন্নভাবে কানেক্টেড থাকতে পারেন, এ জন্য মেটার (ফেসবুক) সঙ্গে পার্টনারশিপে টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার চালু করলো গ্রামীণফোন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান প্রমুখ।

Read More: Facebook page থেকে কিভাবে আয় করা যায় | ফেসবুক থেকে আয় করার ৩ উপায়

মোস্তাফা জব্বার বলেন, ‘ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার একটি অসাধারণ উদ্যোগ। প্রান্তিক জনগণের তথ্য আদান প্রদান এবং কানেকটিভিটি নিশ্চিত করে ডিজিটাল ডিভাইড কমাতে এটি সহায়তা করবে।’ তিনি আরও বলেন, ‘আমি দেখেছি, করোনার সময় মোবাইল সেবাদাতারা ব্যবসায়িক উদ্দেশ্যের বাইরে এসে সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। কানেকটিভিটি নিশ্চিত করার মাধ্যমে আর্থ-সামাজিক কার্যক্রম চালু রাখতে সহায়তা করছে।’ছে

অনুষ্ঠানে জানানো হয়, টেক্সট-অনলি ফেসবুকের মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকরা তাদের ইন্টারনেট শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপ আপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-অনলি সংস্করণে কানেক্টেড থাকতে পারবেন। এছাড়া মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ গ্রামীণফোন গ্রাহকদের ১৫ মেগাবাইট ডেইলি ব্যাল্যান্সের মাধ্যমে কোনও ডেটা চার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ দেবে। গ্রাহকরা ডিসকভারের মাধ্যমে লো-ব্যান্ডউইথ ফিচার যেমন: ফ্রি ডেটা দিয়ে বার্তা ও আইকন দেখতে পারবেন। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সবসময় যুক্ত থাকতে পারবেন।

ডাটা ছাড়াই চলবে ফেসবুক-মেসেঞ্জার | ফ্রি’ চলবে ফেসবুক মেসেঞ্জার,Facebook Massenger

এমবি কম কাটার উপায়, মোবাইলে এমবি শেষ হলে টাকা কাটে, বাংলাদেশে ফেসবুক কখন চালু হবে, কিভাবে ডাটা সেভ করা যায়, আজ ফেসবুক বন্ধ কেন ,এন্ড্রয়েড মোবাইলে অতিরিক্ত ডাটা কাটা বন্ধ করুন ডাটা অফ করো ফেসবুক বন্ধ কেন ৪ অক্টোবর ২০২১

login facebook, facebook search, welcome to facebook, facebook download pc, facebook lite, new facebook login, facebook download, facebook lite login,,Facebook Messenger, ‘ফ্রি’ চলবে ফেসবুক মেসেঞ্জার,ডাটা ছাড়াই ফেসবুক-মেসেঞ্জারে পাঠানো যাবে টেক্সট,চালু হচ্ছে ডাটা ছাড়া ফেসবুক মেসেঞ্জার ,ইন্টারনেট ডাটা ছাড়াই চলবে ফেসবুক-মেসেঞ্জার

Leave a Reply