Chanchal Chowdhury All natok List – চঞ্চল চৌধুরীর নাটক লিস্ট ও চলচ্চিত্র | Biography of Bangladeshi Actor Chanchal Chowdhury

চঞ্চল চৌধুরী (জন্ম: ১ জুন ১৯৭৪) একজন বাংলাদেশি অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় করে থাকেন। তিনি হাস্যরস অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এবং তিনি তার অভিনয়ে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

 

চঞ্চল চৌধুরী chanchal chowdhury
চঞ্চল চৌধুরী chanchal chowdhury

 

 

চঞ্চল চৌধুরী পরিবার

চঞ্চল এর পরিবার সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে চঞ্চল এর বাবার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। চঞ্চল এর স্ত্রীর নাম শান্তা চৌধুরী। চঞ্চল এর ছেলে মেয়ে মোট তিনজন তাদের নাম শৈশব, রুদ্র ও শুদ্ধ। চঞ্চল তার পরিবার সম্পর্কে তেমন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নি তাই সিয়াম এর পরিবার সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

চঞ্চল চৌধুরীর নাটক লিস্ট ও চলচ্চিত্র

চঞ্চল চৌধুরীর নাটক লিস্ট

 

আরো পড়ুন :Fazlur Rahman Babu Natok List – ফজলুর রহমান বাবু নাটক

 

  • Shopner Bilat
  • Laver Gur
  • Gaan Mojid
  • Warren
  • Lal Kham Vs Neel kham
  • Bissho Taut
  • Nil Maya
  • Phool Gachti
  • Mayar Badhon
  • Tui Morisne Kya
  • Bao Batas
  • Kobita Na Valobasha
  • Megoboti
  • Hotat Badsha
  • Rup kothar Golpo
  • Piliyar
  • Gadha Nagor
  • Tritiojon
  • Mohor Sheikh
  • Kipta Soshur
  • Wow
  • Dholer Baddo
  • Kono Ek Premik
  • Chayabaaz
  • Alamot
  • Tin GEDA
  • Dekha Holo Dujoner
  • Chad Mukh
  • Mukta Jhora Hasi
  • Khela
  • Thetaru
  • Bou
  • Thogini
  • Chorittro Striri
  • Bonas
  • Sorry Bolo
  • Shanti Chukti
  • Harkipte
  • Tumi Hina
  • Vodro Para
  • Dosh Hazar Ek Taka
  • Choritro Vratia
  • Vober Hat
  • Lobh
  • Bhondo Baba
  • Harmoni
  • Contract
  • Ekti Shol Mach
  • Hulo Biral
  • Lonka Kando
  • Shial Pondit
  • Telbaba
  • O Pakhi Tor Jontrona
  • Aloshpur
  • Koyak
  • Kufa Rashid
  • Trust Me
  • Hojoga Matal
  • Fokir Mojnu
  • Love Roshid
  • Taqdeer
  • Bibek Mojid
  • Prem Kumar
  • Vubon Tirondaz
  • Sinuknama
  • Private Riksha
  • Kajer Bua
  • Jogfol Shunno
  • Murgi Chor
  • Usila
  • Dustur Haddi
  • Bibah
  • Rag
  • Ekjon Jadukor
  • Shasti
  • Bokkor Ekhon Bankar
  • Batasha
  • Hothat Ruper Jonno
  • Mamar Bari Prem
  • Halkhata
  • Rimur Chiti
  • Love Marriage
চঞ্চল চৌধুরী chanchal chowdhury
চঞ্চল চৌধুরী chanchal chowdhury

 

চঞ্চল চৌধুরীর চলচ্চিত্র

 

আরো পড়ুন ::

 

  • রূপকথার গল্প
  • মনপুরা
  • আয়নাবাজি
  • দেবী
  • তাকদীর
  • টেলিভিশন
  • মনের মানুষ
  • রুপকথার গল্প

 

চঞ্চল চৌধুরীর পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী-মা নমিতা চৌধুরী

১৯৯৬ সালে নাট্যদলের সাথে কাজ করার মধ্য দিয়েই অভিনয় জীবনের শুরু হয়

জেনে নিন হিন্দু বংশের অভিনেতা চঞ্চল চেীধুরী সম্পর্কে

চঞ্চল চৌধুরী বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। তিনি গ্ৰামের স্কুল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন।

উচ্চমাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন। ছোটবেলা থেকেই তার গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চ নাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়।

১৯৯৬ সালে নাট্যদলের সাথে কাজ করার মধ্য দিয়েই অভিনয় জীবনের শুরু হয়। তার অভিনীত প্রথম নাটক আরণ্যক নাট্যদলের কালো দৈত্য’। পরবর্তীতে এই নাট্যদলের সাথে সংক্রান্তিরাঢ়াঙশত্রুগণ সহ আরও অনেক নাটকে কাজ করেন।

ফরিদুর রহমানের “গ্রাস” নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। তিনি মোস্তফা সরওয়ার ফারুকীর তাল পাতার সেপাই  নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। তারপর থেকেই তিনি মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে।

২০০৬ যাত্রা শুরু করেন সিনেমা জগতে

চঞ্চলের বড়পর্দায় যাত্রা শুরু করেন ২০০৬ সালে। তিনি তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প দিয়ে সিনেমায় পা রাখেন। তিনি ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত মনপুরা  ছবিতে সোনাই চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফেরদৌসের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এছাড়া ১১তম মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সেরা অভিনেতা হিসেবে দর্শক জরিপ পুরস্কার লাভ করেন। পরের বছর গৌতম ঘোষ পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার মনের মানুষ চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস মনের মানুষ  অবলম্বনে লালন শাহের জীবনী নিয়ে নির্মিত।

চঞ্চল চৌধুরী chanchal chowdhury
চঞ্চল চৌধুরী chanchal chowdhury

২০১১-২০১৫সাল প্রযন্ত তাহার সাফল্য তুলে ধরা হলো

২০১১ সাল থেকে তিনি আরটিভির অলসপুর  ধারাবাহিকে অভিনয় শুরু করেন। মামুন অর রশিদের রচনা ও আল হাজেনের পরিচালনায় ধারাবাহিকটি ১২ই মে থেকে প্রচারিত হয়।

এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি ২০১২ ও ২০১৩ সালে টানা দুবার তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি এই কাজের জন্য ২০১৩ সালে ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা বিভাগে বিভাগে আরটিভি আরটিভি স্টার অ্যাওয়ার্ড লাভ করেন।

২০১২ সালে নভেম্বর মাস থেকে চ্যানেল নাইনের “ইডিয়ট “ ধারাবাহিকে অভিনয় শুরু করেন। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি ২০১৪ সালে তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এই বছরের ১৪ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক পিতা  চলচ্চিত্রে ইমন সাহার সঙ্গীতায়োজনে তিনি শাওনের সাথে “তোর ভিতরে আমি থাকি” গানে কণ্ঠ দেন।

চঞ্চল চৌধুরী chanchal chowdhury
চঞ্চল চৌধুরী chanchal chowdhury

বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় ২০১৩ সালে তিনি  মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন  চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর ঈদুল আযহায় প্রচারিত হয় তার অভিনীত টিভি নাটক ঈদের নাটক। রুম্মান রশীদ খান রচিত ও রিপন মিয়ার পরিচালিত নাটকটিতে তাকে একজন নাট্য পরিচালক হিসেবে দেখা যায়, যিনি রওনক হাসান অভিনীত চরিত্রের অনুরোধে ঈদের জন্য একটি নাটক পরিচালনা করেন।

২০১৪ সালে ভালোবাসা দিবসে এনটিভিতে প্রচারিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের লাল খাম বনাম নীল খাম টেলিভিশন নাটকে তাকে দেখা যায়। এই নাটকটিতে অভিনয় করে তিনি ২০১৫ সালে সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। সমালোচক শাখায় এটি তার প্রথম মনোনয়ন।

২০১৫ সালে তিনি বৃন্দাবন দাস রচিত এবং সালাউদ্দিন লাভলু পরিচালিত ছয় পর্বের মিনি ধারাবাহিক ওয়াইফ মানে স্ত্রী-এ অভিনয় করেন। নাটকটি ঈদুল আযহা উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হয়।

চঞ্চল চৌধুরী chanchal chowdhury
চঞ্চল চৌধুরী chanchal chowdhury

২০১৬ সাল থেকে তার বর্তমান তুলে ধরা হলো 

চঞ্চল চৌধুরী ২০১৬ সালের জানুয়ারি থেকে বাংলাভিশনে প্রচারিত টিভি ধারাবাহিক সব পাখি ঘরে ফিরে-এ তিনি শাহনাজ খুশীর বিপরীতে অভিনয় করেন। এই বছর ঈদুল ফিতরে ছয়টি ছয় পর্বের মিনি ধারাবাহিকে অভিনয় করেন, সেগুলো হল বৃন্দাবন দাসের রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ইতি মির্জাফর ও লাভ মানে ভালোবাসা, মাহফুজ আহমেদের পরিচালনায় ইজম আনলিমিটেড, অনিমেষ আইচের পরিচালনায় অশ্বডিম্ব, মাসুদ সেজানের পরিচালনায় ওয়াও ফ্যান্টাসি ও চন্দন চৌধুরীর পরিচালনায় চাল্লু মামার চাল্লু ভাগ্নে। এছাড়া তিনি ঈদুল ফিতর উপলক্ষ্যে খণ্ড নাটক সবজান্তা ভালোবাসা-এ অভিনয় করেন। মানি ইজ প্রবলেম একই বছর ঈদুল আযহায় চ্যানেল আইয়ের একজন জাদুকর নাটকে অভিনয় করেন। এতে তিনি চার বছর পর সারিকা সাবরিনের বিপরীতে কাজ করেন। এছাড়া এই ঈদে তাকে আরটিভির ছয় পর্বের ধারাবাহিক মানি ইজ প্রবলেম-এ নুসরাত ইমরোজ তিশার বিপরীতে দেখা যায়।

২০১৬ সালের অক্টোবরে চঞ্চলকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আয়নাবাজী চলচ্চিত্রে দেখা যায়। এই ছবিতে তিনি নাম চরিত্র আয়নাসহ ছয়টি চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, এছাড়া সমালোচকদের জরিপে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরষ্কার লাভ করেন। ২০১৮ সালে হুমায়ুন আহমেদের উপন্যাস দেবী  অবলম্বনে নির্মিত

একই নামের চলচ্চিত্রে মিসির আলীর অভিনয় করেন। সরকারি অনুদান ও

জয়া আহসান প্রযোজিত চলচ্চিত্রটি অক্টোবর মাসে মুক্তি পাবে। এই বছর সেপ্টেম্বর মাসে তিনি ও অভিনেত্রী

নুসরাত ইমরোজ তিশা দুই বছরের জন্য মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছাদূত হন এবং আটটি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন।

তিনি অনেক পুরষ্কার লাভ করেন। বাংলাদেশে সকল নাটক অভিনয়কারীদের মধ্যে চঞ্চল চৌধূরী সেরা নাট্য অভিনেতা হিসেবে অনেক বার জাতীয় পুরস্কার লাভ

চঞ্চল চৌধুরী chanchal chowdhury
চঞ্চল চৌধুরী chanchal chowdhury

চঞ্চল চৌধুরী ও তার স্ত্রী, চঞ্চল চৌধুরীর ধর্ম কি, চঞ্চল চৌধুরীর নাটক লিস্ট, চঞ্চল চৌধুরী উইকিপিডিয়া, চঞ্চল চৌধুরী শান্তা চৌধুরি, চঞ্চল চৌধুরী ওয়েব সিরিজ, চঞ্চল চৌধুরীর গান, চঞ্চল চৌধুরী shaishob rudra shudda,চঞ্চল চৌধুরীর জীবনী,“চঞ্চল চৌধুরী” ,আয়নাবাজির গল্প ,প্রধানমন্ত্রী জীবনের গল্প শুনিয়েছেন: চঞ্চল চৌধুরী,চঞ্চল চৌধুরীর (চঞ্চল দাস ) জীবনী !Bangladeshi actor chanchal, চঞ্চল চৌধুরীর জীবনী | তারকার গল্প ,বর্তমান সময়ের একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা,Biography of Bangladeshi Actor Chanchal Chowdhury,বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী কোন ধর্মের?,চঞ্চল চৌধুরীর জীবনী, নাটক, সিনেমা ও গান

Source : wikipedia.org/wiki

Leave a Reply