Gender(লিঙ্গ) কাকে বলে? Gender কত প্রকার ও কি কি?

Gender শব্দটির অর্থ “লিঙ্গ”। যেসব Noun বা Pronoun দ্বারা পুরুষ, স্ত্রী, বা পুরুষ ও স্ত্রী উভয়, চেতন ও অচেতন পদার্থকে বুঝায় তাকে Gender বলে।

যেমন:

Karim is a boy.
Rima is a girl.
I have a pen.
The baby cries.

উপরের প্রথম Sentence টিতে “boy” Noun টি দিয়ে একটি পুরুষকে বুঝিয়েছে। দ্বিতীয় Sentence টিতে “girl” Noun টি দিয়ে স্ত্রী বুঝিয়েছে। তৃতীয় Sentence টিতে “pen” টি দিয়ে অচেতন পদার্থকে বা জড় পদার্থকে বুঝিয়েছে এবং সর্বশেষ Sentence টিতে “baby” Noun টি দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কে বুঝিয়েছে। boy, girl, pen, baby সবগুলো Word হলো Gender এর উদাহরণ।

Gender বা লিঙ্গ চার প্রকার:

  1. Masculine Gender(পুং লিঙ্গ)
  2. Feminine Gender(স্ত্রী লিঙ্গ)
  3. Common Gender(উভয় লিঙ্গ)
  4. Neuter Gender(ক্লীব লিঙ্গ)
১. Masculine Gender(পুং লিঙ্গ):

যে সকল Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতিকে বুঝায়, তাদেরকে Masculine Gender বা পুং লিঙ্গ বলা হয়।

যেমন: Actor, Hero, Father, Boy, Man, Brother, Husband ইত্যাদি।

 

২. Feminine Gender(স্ত্রী লিঙ্গ):

যে সকল Noun বা Pronoun দ্বারা স্ত্রী জাতিকে বুঝায়, তাদেরকে Feminine Gender বা স্ত্রী লিঙ্গ বলা হয়।

যেমন: Girl, Sister, Women, Aunt, Actress, Heroine, Mother, Wife ইত্যাদি।

3. Common Gender(উভয় লিঙ্গ):

যে সকল Noun বা Pronoun দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতিকে বুঝায়, তাদেরকে বলা হয় Common Gender বা উভয় লিঙ্গ।

যেমন: Student, Teacher, Child, Baby, Friend, parent, Orphan, Sibling ইত্যাদি।

 

4. Neuter Gender(ক্লীব লিঙ্গ):

যে সকল Noun বা Pronoun দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কে না বুঝিয়ে জড় পদার্থ বা অচেতন বস্তুকে বুঝায়, তাদেরকে Neuter Gender বা ক্লীব লিঙ্গ বলা হয়।

যেমন: Spoon, It, Book, Chair, Table, Gold, Rice, Pen, Bench ইত্যাদি।

Person কাকে বলে কত প্রকার কি কি, Case কাকে বলে, Person এর ব্যবহার, Person এর তালিকা, Present tense কত প্রকার ও কি কি, Noun কাকে বলে, Sentence koto proker o ki ki, Number কাকে বলে

Leave a Reply