ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ব্রিটেন যখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত তখন তাঁর দলের পূর্ণ সমর্থন পেলেন তিনি। ব্রিটেনের শীর্ষপদে বসছেন তিনি। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত এই চেয়ারে বসছেন। ঋষি সুনকের সম্পর্কে জেনে নেওয়া যাক আটটি পয়েন্ট।
১) আমেরিকার সাউথাম্পটন এলাকায় ঋষি সুনক এক ভারতীয় পরিবারে জন্মেছিলেন। তাঁর মা ফার্মাসিস্ট ও বাবা ন্যাশানাল হেল্থ সার্ভিসের জেনারেল প্র্যাক্টিশনার।
২) ঋষি সুনকের দাদুরা আদপে পঞ্জাবের বাসিন্দা ছিলেন।
৩) ঋষি সুনক অক্সফোর্ড ও স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণা মূর্তির কন্য়া অক্ষতা মূর্তিকে বিয়ে করেছিলেন তিনি।
৪) ২০০৯ সালে তাঁদের বিবাহ হয়। তাঁদের দুই মেয়ের নাম অনুষ্কা ও কৃষ্ণা।
৫) ২০১৫ সালে রিচমন্ড, ইয়র্কশায়ার থেকে নির্বাচিত হওয়ার পরে তিনি সংসদ সদস্য় হয়েছিলেন।
৬) ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ চ্যান্সেলর পদে বসেছিলেন।
৭)কোভিড অতিমারির সময় কর্মচারী ও ব্যবসায়ীদের জন্য় তাঁর অর্থনৈতিক প্যাকেজ উচ্চ প্রশংসিত হয়েছিল।
কিভাবে সঠিকভাবে কানের ড্রপ ব্যবহার করবেন
৮) লিজ ট্রাসের বিপরীতে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছিলেন। এনিয়ে টুইটও করেছিলেন তিনি।