জলে গিয়াছিলাম সই
কালা কাজলের পাখি দেইখা
আইলাম কই।।
সোনার ও পিঞ্জরা সই গো ,
রুপার ও টাঙ্গুনি
আবেরা চান্দুয়া দিয়া
পিঞ্জিরা ঢাকুনি।।
পালিতে পালছিলাম পাখি
দুধ কলা দিয়া।।
এগো যাইবার কালে
বেঈমান পাখি না চাইল ফিরিয়া।।
ভাইবে রাধার ও মন বলে
পাখি রইলো কই।।
কাজী নজরুল ইসলামের আত্মজীবনী । Kazi Nazrul Islam Bangla Biography.