Narration বলতে কি বুঝায় ? Narration কত প্রকার ও কি কি ?

#Narrationকাকেবলে ?#Narrationবলতেকিবুঝায় ? Narration কত প্রকার ও কি কি ?

Narration (উক্তি) : কারো বক্তব্য বা কথাকেই Narration বা উক্তি বলে ।

Narration এর প্রকারভেদ : Narration দুই প্রকার ।

যথা :-

Direct Narration (প্রত্যক্ষ উক্তি)

Indirect Narration (পরোক্ষ উক্তি) ।

Read More : Articles- A, an এবং the কে Article বলে।

Direct Narration (প্রত্যক্ষ উক্তি) : বক্তা নিজের মুখ দিয়ে যা বলে তা হল Direct Narration বা প্রত্যক্ষ উক্তি ।

যেমন :-

he says, “I am happy.”

She said, “I write a letter.”

He said, “I am reading.”

Tania said, “I am not wrong”

Maha said, “I met Jesmine”

Indirect Narration (পরোক্ষ উক্তি) : বক্তার কথা যখন অন্য কেউ তার মত করে বলে, তখন তাকে Indirect Narration বা পরোক্ষ উক্তি বলে ।

যেমন :-

He says that he is happy.

She said that she wrote a letter.

Direct Speech থেকে Indirect Speech এ রুপান্তর করার নিয়ম:

১) Reporting Verb টি Present Tense অথবা Future Tense হলে Reported Speech এর Tense পরিবর্তন হবে না।

Direct: Bran says, “I am ill”

Indirect: Bran says that he is ill.

Reporting Verb Past Tense হলে Reported Speech অবশ্যই পরিবর্তির হবে।

 Direct NarrationIndirect Narration

Simple Present Tense

He said, “I want to help”.

Simple Past Tense

He said that he wanted to help.

Present Continuous Tense

I said, “I am walking”.

Past Continuous Tense

I said that I was walking.

Present Perfect Tense

She said, “I have to do my homework”

Past Perfect Tense

She said that she had to do her homework

Present Perfect Continuous Tense

She said to me, “I have been waiting for you”.

Past Perfect Continuous Tense

She said to me that she had been waiting for me.

Simple Past Tense

He said, “I wanted to help”.

Past Perfect Tense

He said that he had wanted to help.

Past Continuous Tense

I said, “I was walking”

Past Perfect Continuous Tense

I said that I had been walking.

Past Perfect Tense

She said, “I had done my homework”

Past Perfect Tense (No Change)

She said that she had done her homework.

Past Perfect Continuous Tense

She said to me, “I had been waiting for you”,

Past Perfect Continuous Tense (*No Change)

She said to me that she had been waiting for me

Future Tense

She said to me, “I shall help you”

Future in Past Tense

She said that she would help me.

Read More : সমার্থক শব্দ বা প্রতিশব্দ এবং বাক্যে প্রয়োগ

৩) Inverted Comma (“ ”) এর স্থলে সাধারণত that বসে।

Direct: Hannah said, “I am happy”

Indirect: Hannah said that she was happy.

৪) Reported speech এর অন্তর্গত 1st person সর্বদা Reporting verb এর subject এর person অনুযায়ী পরিবর্তিত হয়।

Direct: Harold said to me, “I have done my duty”.

Indirect: Harold said to me that he had done his duty.

৫) Reported Speech এর ভেতর যদি Second person থাকে তবে তা Reporting verb এর Object অনুযায়ী পরিবর্তিত হয়।

Direct: Harold said to me, “You have done your duty”

Indirect: Harold said to me that I had done my duty.

Direct: Harold said to John, “You have done your duty”

Indirect: Harold said to John that he had done his duty.

৬) Reported speech এর subject যদি 3rd person হয় তবে সেই subject অপরিবর্তিত থাকে।

Direct: I said to you, “He has done his duty”

Indirect: I said to you that he had done his duty.

Direct Speech থেকে Indirect Speech এ পরিণত হওয়ার সময় কিছু কিছু শব্দ পরিবর্তিত হয় । নিচের ছকে এমন কয়েকটি শব্দ ও Indirect Speech এ এদের পরিবর্তিত রূপ দেওয়া হলোঃ

Table 1Header 1Header 2 Direct

Now change হয়ে Then বসে

Ago change হয়ে Before বসে

This change হয়ে That বসে

These change হয়ে Those বসে

Here change হয়ে There বসে

Come change হয়ে Go বসে

Yesterday change হয়ে The previous day,

Previous day change হয়ে Tomorrow বসে

The following day change হয়ে next day বসে

Today change হয়ে  That day বসে

বন্ধুরা, এতোক্ষন আমরা যে নিয়মগুলো আলোচনা করলাম সেগুলো Assertive Sentence এর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু Assertive Sentence ছাড়াও আরও ৪ প্রকারের Sentence আছে। যদিও বাকি ৪ প্রকার Sentence এর Narration অনেকটা Assertive Sentence এর মত, তবে কিছুটা ব্যাতিক্রম আছে।

Interrogative Sentence

** “Wh” word  দিয়ে Sentence টি তৈরী হলে if/whether এর স্থলে “Wh” word  টি বসবে।

Example:

Direct: He said to me, “Am I ill”?

Indirect: He asked me if I was ill.

Indirect:  He asked when I would come.

Direct: He said, “When will you come”?

Read More :Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?

Imperative Sentence

১) Reporting verb এর পরিবর্তে order/request/command/advice/forbid

২) Inverted comma (“ ”) এর স্থলে To বসবে।

৩) Don’t/Never থাকলে তা উঠে যায় এবং “To” এর পরিবর্তে “Not” বসবে।

৪) Forbid ব্যাবহার করলে “To” এর পূর্বে “Not” বসবে না।

Example:

Direct: He said, “Kill the man”.

Indirect: He ordered to kill the man.

Direct: He said, “Do not kill the man”

Indirect: He requested not to kill the man/He forbade to kill the man.

Imperative Sentence এ অনেকসময় “Let” শব্দটি ব্যাবহার হয়। “Let” শব্দটি সাধারণত ২ টি অর্থ প্রকাশ করে।

নিচের “Direct speech” গুলোর সঠিক “Indirect Speech” বাছাই করো

Optative Sentence

** Tense অনুযায়ী Reported verb এর পূর্বে may/might বসবে।

Direct: He said, “May you be happy”

Indirect: He wished that I might be happy.

Indirect: He wished that their president might live long.

Direct:  He said, “Long live our President”

Exclamatory Sentence

১) Reporting verb এর পরিবর্তে [exclaimed with joy/wonder/sorrow]বসবে।

২) Inverted comma (“ ”) এর স্থলে That বসবে।

৩) What/How দ্বারা শুরু হলে Adjective এর পূর্বে “very” এবং Noun এর পূর্বে “great”বসবে

৪) Exclamatory Sentence রুপান্তরিত হয়ে Assertive Sentence এ পরিনত হবে।

Direct: He said, “How fine the bird is!”

Indirect: He exclaimed with joy that the bird was very fine.

Indirect: He exclaimed with sorrow that I was a great fool.

Direct: He said, “What a fool you are!”

বন্ধুরা, উপরের নিয়মগুলোর পাশাপাশি Narration এর আরও কিছু মজার ও ব্যাতিক্রম নিয়ম রয়েছে। এখন আমরা এমনই কয়েকটি নিয়ম সম্পর্কে আলোচনা করব।

মজার নিয়ম ১: Reported Speech এর ভেতর যদি কোন চিরন্তন সত্য বা Universal Truth বাক্য থাকে তবে তা অপরিবর্তিত থাকে।

Direct: Ned Stark said, “Man is Mortal”

Indirect: Ned Stark said that man is mortal.

মজার নিয়ম ২: Tense অন্যযায়ী Reported speech এ থাকা can/may/shall/will/have to/had to ইত্যাদি পরিবর্তিত হয়ে could/might/would/had to ইত্যাদি হতে পারে।  কিন্তু would, could, might, should, had to, used to কখনোই পরিবঋতি হবে না।

Direct: I told my friend, “I can do it”.

Indirect: I told my friend that I could do that.

মজার নিয়ম ৩: Reported Speech এর ভেতর “Must” শব্দটি থাকলে তা পরিবর্তিত হয়ে “Had to” বসবে।

Direct: Sherlock said to John, “I must solve this case”.

Indirect: Sherlock said to John that he had to solve that case.

তবে “Must” দ্বারা যদি চিরন্তন বাধ্যতা বোঝায়, অর্থাৎ কাজটি অবশ্যই করতে হবে তবে “Must” পরিবর্তিত হবে না।

Direct: My mother said to me, “You must obey The Almighty”.

Indirect: My mother said to me that I must obey The Almighty.

মজার নিয়ম ৪: Reported Speech এর ভেতর কাওকে কিছু বলে সম্বোধন করা হলে Indirect speech এর শুরুতে “Addressing + as +যা বলে সম্বোধন” করা হয় তা বসবে। বাকি অংশ Narration এর সাধারন নিয়মে পরিবর্তিত হবে।

Direct: Sansa said to Joffrey, “My king, please forgive me”.

Indirect: Addressing Joffrey as her king, Sansa requested Joffrey to forgive her.

মজার নিয়ম ৫:: Reported Speech এর ভেতর “Sir” থাকলে Reporting verb এর আগে/পরে “respectfully” ব্যাবহার করা উত্তম। ।

Direct: The students said to Mr. White, “Sir, we need a day off”.

Indirect: The students respectfully said to Mr. White that they needed a day off.

মজার নিয়ম ৬: Reported Speech এ যদি কাওকে বিদায় সম্ভাষণ বলা হয়, তবে Reporting verb এর জায়গায় bid/bade ব্যাবহার করা হবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে।

Direct: My friend said to me, “Good Bye”

Indirect: My friend bade me goodbye.

মজার নিয়ম ৭:  Reported Speech এ যদি কাওকে শুভ সম্ভাষণ বলা হয়, তবে Reporting verb এর জায়গায় wish ব্যাবহার করা হবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে।

Direct: My friend said to me, “Good Morning”

Indirect: My friend wished me good morning.

মজার নিয়ম ৮: Reported Speech  এর ভেতর “By Allah/God” থাকলে Indirect Speech এর বাক্যটি “Swearing by Allah/God” দ্বারা শুরু হবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে।

Direct: Petyr said to me, “By God, I will help you”

Indirect: Swearing by God Petyr said to me that he would help me.

মজার নিয়ম ৯: Direct Speech এ Object না থাকলে অনেকসময় Indirect Speech এ Object হিসেবে “The Listener” ব্যাবহার করা হয়।

Direct: Russel said, “Please listen to me”

Indirect: Russel requested the listener to listen to him.

Indirect speech or reported speech-এ নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ করা যায়:

কোন inverted comma ব্যবহৃত হয়না, reporting speech এবং reported speech একে অপরের সাথে conjunction যেমন: ‘that’, ‘if’, or ‘whether’ প্রভৃতি দ্বারা যুক্ত থাকে।

No inverted commas are used, reporting speech and reported speech are joined with each other by conjunctions like ‘that’, ‘if’, or ‘whether’ etc.

Reporting speech এবং reported speech এর মাঝে কোন comma থাকেনা।

Reporting speech and reported speech have no comma between them.

Full stop বা Period sign ব্যবহৃত হয় প্রশ্নবোধক বা বিস্ময়বোধক চিহ্নের পরিবর্তে।

Reporting speech-এর tense আগের মতই থাকবে।

The tense of reporting speech is the same as before.

Interrogative, exclamatory, operative এবং imperative sentence-কে assertive sentence-এ পরিণত করা হয়।

Interrogative, exclamatory, operative and imperative sentences are converted to the assertive sentence.

Reported speech-এর tense, reporting speech-এর tense-কে অনুসরণ করে।

Tense of reported speech follows the tense of reporting speech.

Read More :SENTENCE কাকে বলে?কত প্রকার ও কী কী?বিস্তারিত আলোচনা কর?

Reporting verb, reported speech অনুযায়ী পরিবর্তিত হয়। উপরের উদাহরণে, told একটি reporting verb এবং liked একটি reported verb। Sentence-এর ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের reporting verb ব্যবহৃত হয়। যেমন: asked, offered, promised প্রভৃতি।

Reporting verb is changed according to the reported speech. In the above example, told is a reporting verb and liked is a reported verb. Different reporting verbs are used on the basis of the type of sentence. Such as, asked, offered, promised, etc.

Reported speech-এর pronoun SON নামের একটি নিয়মে পরিবর্তিত হয়, যেখানে, S=Subject, O=Object এবং N=No change। এই নিয়ম অনুযায়ী, first person, reporting verb-এর subject হিসেবে পরিবর্তিত হয়; second person, reporting verb-এর object হিসেবে পরিবর্তিত হয় এবং third person-এর ক্ষেত্রে কোন পরিবর্তন হয়না।

The pronoun of reported speech is changed according to a rule called SON where, S=Subject, O=Object and N=No change. According to this rule, the first person is changed to the subject of reporting verb; the second person is changed to the object of reporting verb, and in case of the third person, there is no change.

Direct speech-এর adverb-গুলোর পরিবর্তন করা হয়।

The adverbs of the direct speech are changed.

Read More :বিশ্বের সবচেয়ে কমবয়সী অধ্যাপক বাংলাদেশি বালক!

Leave a Reply