Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
নাসায় পুরোহিতের চাকরি! কী করতে হবে শুনলে চমকে যাবেন

NASA: নাসায় পুরোহিতের চাকরি! কী করতে হবে শুনলে চমকে যাবেন

অনেক হয়েছে! এলিয়ন রহস্যের সমাধান করতে এবার কোমর বেঁধে নামতে চলেছে নাসা (NASA)। ইতিমধ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটিতে না কি শুরু হয়ে গিয়েছে পুরোহিতের খোঁজ। গল্প মনে হলেও, এটাই না কি সত্যি। এখন প্রশ্ন হল, এলিয়ন খুঁজতে পুরোহিত কেন?

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার গোপন প্ল্য়ান প্রকাশ্যে!

জানা গিয়েছে, নাসায় রয়েছে ২৪ জন পুরোহিত বা ধর্মতত্ত্ববিদের চাকরি।কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ের ধর্মতত্ত্ববিদ NASA-র ওই পুরোহিত নিযুক্তিকরণের সঙ্গে যুক্ত রয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ের ধর্মতত্ত্ববিদ Reverend Dr. Andrew Davison।যেকোনও স্থানে কি প্রাণের সঞ্চার ঘটাতে সক্ষম ভগবান?

Astrobiology and the Christian Doctrine নামে একটি বইও লিখেছেন তিনি। সেই বইতে তিনি প্রশ্ন তুলেছেন, জগতের যেকোনও স্থানে কি প্রাণের সঞ্চার ঘটাতে সক্ষম ভগবান?এলিয়নদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

নাসায় পুরোহিতের কাজটা কী?

জানা গিয়েছে, ওই ২৪ জন পুরোহিত বা  ধর্মতত্ত্ববিদের থেকে নাসা জানার চেষ্টা করবে, এলিয়ান সম্পর্কে বিভিন্ন ধর্মের ধারনা কী? বিভিন্ন ধর্ম বহির্বিশ্বের প্রাণীদের কীভাবে দেখে?

Leave a Reply