Noun কাকে বলে ? Noun কত প্রকার ও কি কি ?

Noun ( বিশেষ্য ) : যে Word দ্বারা কোন কিছুর নাম বুঝায় তাকে Noun বলে ।

Part of Speech কাকে বলে? Part of Speech কত প্রকার ও কি কি?

যথা : Rahim, Man, Ball, Pen, Dog, Hen, Bag ইত্যাদি ।

Noun এর প্রকারভেদ : Noun পাঁচ প্রকার ।
যথা:

    1. Proper Noun ( নামবাচক বিশেষ্য )
    1. Common Noun ( জাতিবাচক বিশেষ্য )
    1. Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য )
    1. Material Noun ( বস্তুুবাচক বিশেষ্য )
    1. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

Person কাকে বলে? Person কত প্রকার ও কি কি?

  • Proper Noun ( নামবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন নিদিষ্ট ব্যক্তি, বস্তুু বা স্থানের নাম বুঝায় তাকে Proper Noun বলে ।
  • যেমন : Akbar, Sylhet, Meghna ইত্যাদি ।
  • Common Noun ( জাতিবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তুু বা প্রাণীকে না বুঝিয়ে সে জাতীয় সকলকে বুঝায় তাকে Common Noun বলে ।
  • যেমন : Student, Book, Dog, Flower ইত্যাদি ।
  •  Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তুু বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে Collective Nounবলে ।
  • যেমন : Class, Army, Club, Family ইত্যাদি ।
  • Material Noun ( বস্তুুবাচক বিশেষ্য ) :
  • যে Noun দ্বারা কোন পদার্থের ওজন করা যায় কিন্তুু গণনা করা যায়না তাকে Material Noun বলে ।
  • যেমন : Oil, Water, Milk, Honey ইত্যাদি ।
  • Abstract Noun (গুণবাচক বিশেষ্য) : যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে Abstract Nounবলে ।
  • যেমন : Goodness, Kindness, Happiness, Beauty ইত্যাদি।

Leave a Reply