Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
O Bondhu Tumi Koi Koi - ও বন্ধু তুমি কই কই রে

O Bondhu Tumi Koi Koi – ও বন্ধু তুমি কই কই রে জনপ্রিয় সংগীতশিল্পী সুমনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন পক্ষ থেকে পাবনা  জেলার রত্নদ্বীপ রিসোর্ট সেন্টারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মিলন মেলা উপলক্ষে এক  পিকনিকের আয়োজন করা হয়। মিলন মেলা উপলক্ষে বনভোজনের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আইয়ের সেরা কন্ঠ ২০১৭ জনপ্রিয় সংগীতশিল্পী সুমনা।

১৯৯০ থেকে ২০০০ সাল বা ২০০২ সাল তোরে সকল ছাত্র-ছাত্রী যারা এখন প্রভাষক বিশ্ববিদ্যালয়, ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি পেশায় কাজ করছে সবার সমন্বয়ে এই অনুষ্ঠানটি হয় ।

সুমনা অনেকগুলো গান পরিবেশন করে তার মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো-

সুমনার Sumona
এক নজর না দেখিলে বন্ধু

দুনিয়া আন্ধার হয়
এক নজর না দেখিলে বন্ধু
দুনিয়া আন্ধার হয়
পাশে তোমায় না পাইলে বন্ধু
দম যেন মোর যায়
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও তুমি বিনা বাঁচি না
ও তুমি বিনা বাঁচি না
ও তুমি বিনা নাই নাই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে

সুমনার Sumona

দুনিয়াটা প্রেমেরি কারখানা

হাজার হাজার জ্বলে প্রেমও জ্বালা
যুগে যুগে বেঁচে থাকে ভালবাসা
সবাই বলে প্রেম সর্বনাশা
ভালোবাসা জানি না বন্ধু
প্রেম কারে কয়
তুমি আমার জীবন রে বন্ধু
তুমি আমার জয়
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি বিনা নাই নাই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
☆☆@sumona☆☆

সুমনার Sumona

দুঃখ সুখের এই ভবের মেলায়

নিঃস্ব হয়ে যায় রাজার রাজা
মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া
আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া
অপবাদ আমি জানি না বন্ধু
কলঙ্ক কারে কয়
তুমি আমার মরণ রে বন্ধু
তুমি আমার ক্ষয়
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি বিনা নাই নাই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
এক নজর না দেখিলে বন্ধু
দুনিয়া আন্ধার হয়
এক নজর না দেখিলে বন্ধু
দুনিয়া আন্ধার হয়
পাশে তোমায় না পাইলে বন্ধু
দম যেন মোর যায়
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি বিনা নাই নাই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে
☆☆☆☆

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারি
আমি আছি সেই যে তোমার
তুমি আছ সেই আমারই
সঙ্গী…সঙ্গী…
আমরা অমর সঙ্গী

এত কাছে রয়েছ তুমি
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কিছু নাই
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি

এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দুজনার এই দুটি মন
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দ তারি

——————–
শিল্পীঃ কিশোর কুমার
চলচ্চিত্রঃ অমর সঙ্গী

 

#চিরদিনইতুমি #যেআমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছ সেই আমারই সঙ্গী…সঙ্গী… আমরা অমর সঙ্গী এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কিছু নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন হৃদয়ের সব কবিতা ঝরে পড়ে ছন্দ তারি ——————– শিল্পীঃ কিশোর কুমার চলচ্চিত্রঃ অমর সঙ্গী

Leave a Reply