সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে অনুরাগীদের মন ভারাক্রান্ত। তাঁর চিরস্মরণীয় গানগুলি মনের মধ্যে নিজে থেকেই যেন বেজে উঠছে। কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছেন বহু গান। কয়েকটাই তুলে দেওয়া হল।
নব্বই বছর বয়সে ইহজগতের মায়া ত্যাগ করে প্রয়াত ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। জানুয়ারি মাসের শেষে দিকে হঠাই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপরই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। খবর পেয়ে ২৭ জানুয়ারিই এসএসকেএম হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন তিনি। এর পর সকলের সঙ্গে পরামর্শ করে এসএসকেএম থেকে শিল্পীকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে অনুরাগীদের মন ভারাক্রান্ত। তাঁর চিরস্মরণীয় গানগুলি মনের মধ্যে নিজে থেকেই যেন বেজে উঠছে। কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছেন বহু গান। তার কয়েকটাই তুলে দেওয়া হল।
১. এই পথ যদি না শেষ হয়- উত্তম কুমার, সুচিত্রা সেন অভিনীত ছবির এই গানের থেকে রোম্যান্টিক গান আজও হয়েছে বলে বিশ্বাস করেন না অনুরাগীরা। রোম্যান্টিক গানের কথা যখনই আসে, তখনই আগে এই গান মনে ভেসে ওঠে।
২. মধুমালতী ডাকে আস- চয়নিকা অ্যালবামের এই গান আজও বাজতে শোনা যায় নান পুজো প্যান্ডেল থেকে অনুষ্ঠানে।
৩. এ শুধু গানের দিন- ‘পথে হল দেরী’ ছবির গান ‘এ শুধু গানের দিন’। আজ যেন অনুরাগীদের মনে আরও বেশি করে বাজছে এই গান। সঙ্গীতজগতের নক্ষত্রপতন হল।
৪. ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা- ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এ মাধবী রাত আসেনি তো বুঝি আর জীবনে আমার।’ এই গানের বয়স হয় না।
৫. তুমি না হয় রহিতে কাছে- সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলা, তথা দেশ-বিদেশের অনুরাগীরা আজ এই কথাই বলছেন। ‘কিছুক্ষণ আরও নাহয় রহিলে কাছে।’
৬. কি মিষ্টি দেখ মিষ্টি- ‘নায়িকা সংবাদ’ ছবির এই গান মনে বাজছে অনুরাগীদের।
৭. কে তুমি আমারে ডাকো- ‘অগ্নিপরীক্ষা’ ছবির গান।
৮. হয়তো কিছুই নাহি পাব- সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের ডালি খুলে বসলে একের পর এক গান শুধু শুনে যাওয়ার।
৯. আমায় চিরদিনের সেই গান বলে দাও- ‘চিরদিনের’ ছবির এই গানের জনপ্রিয়তা সম্পর্কে যত বলা হবে, কমই বলা হবে।
১০. মধুমালতী ডাকে আয়-