Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
Twitter এর পোস্ট থেকে ইনকাম করার নিয়ম

Twitter এর পোস্ট থেকে ইনকাম করার নিয়ম

প্রযুক্তি বাজারে টিকে থাকতে একের পর এক ফিচার নিয়ে আসছে টুইটার। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম Twitter। ফেসবুক, ইনস্টাগ্রামের পর এবার টুইটারের প্রোফাইল থেকেও রোজগার করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি নতুন এই ফিচার নিয়ে এলো জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মও Twitter।

 

একটি বিশেষ পদক্ষেপ করলেই আপনাকে Twitter এর অর্থসাহায্য করতে পারবেন সবাই। নতুন ফিচারের সাহায্যেই আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারবেন এই ব্যবস্থা। গত সেপ্টেম্বরে আইওএস ইউজারদের জন্য চালু হয়েছে ‘টিপস’ নামের ফিচারটি।

সম্প্রতি Twitter এর তরফে ঘোষণা করা হয়েছে এবার অ্যান্ড্রয়েড ডিভাইসেও মিলবে টিপস। তবে এখনই ওয়েবে এটি পাওয়া যাবে না। কেবল আইওএস ও অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে টিপসকে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার Twitter প্রোফাইলে এই সুবিধা পাবেন-

প্রথমে আপনার ফোনে Twitter অ্যাপটি খুলুন।

আপনার প্রোফাইলে যান।

এর পর ‘এডিট প্রোফাইল’ বাটনে ক্লিক করুন। সেখানে টিপসে ট্যাপ করুন।

এর পর সংস্থার ‘জেনারেল টিপিং পলিসি’-তে সম্মতি দিন। তার পর টিপস অন করে রাখুন।

এবার যে থার্ড পার্টি সার্ভিসটি যুক্ত করতে চান সেটিকে জুড়ে দিন।

এখন কেউ আপনাকে আর্থিক সহায়তা করতে চাইলে তিনি Twitter তা করতে পারবেন। আপনার প্রোফাইলে জুড়ে রাখা টিপস অপশনে ক্লিক করে টাকা পাঠানো তো যাবেই। এমনকি বিটকয়েনও পাঠানো যাবে

 

 

Leave a Reply