Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
Urfi Javed: 'মুসলিম ছেলে বিয়ে করব না, স্ত্রীকে নিয়ন্ত্রণে

Urfi Javed: ‘মুসলিম ছেলে বিয়ে করব না, স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখতে চায়’ ফের বিতর্কে উর্ফি জাভেদ

বিগ বস ওটিটিতে(Bigg Boss OTT) নজর কেড়েছিলেন অভিনেতা উর্ফি জাভেদ(Urfi Javed)। প্রতিদিনই খবরে উঠে আসে উর্ফির নাম। তবে তাঁর সিনেমা বা অভিনয়ের থেকে বেশি তিনি খবরে থাকেন তাঁর জামাকাপড় ও বিতর্কিত মন্তব্যের জন্য। এবার তাঁর এক মন্তব্যের জেরে ফের খবরের শিরোনামে উর্ফি। বলিউডে এখন বিয়ের মরশুম। একের পর এক তারকা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন এরই মাঝে নিজের বিয়ের পরিকল্পনা জানান উর্ফি। কী ধরনের ছেলে তিনি পছন্দ করেন উর্ফি?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্ফি তাঁর ক্ষোভ উগড়ে দেন মুসলিমদের(Muslim) উপরে। তিনি বলেন,’আমি একজন মুসলিম মহিলা। কিন্তু বেশিরভাগ বিদ্বেষমূলক মন্তব্য আমি পাই মুসলিম ছেলেদের থেকে। সেই সব মুসলিম  ছেলের বলে থাকে যে আমি মুসলিমদের ইমেজ নষ্ট করছি। তাঁরা আমায় ঘৃণা করেন কারণ মুসলিম ছেলেরা তাঁদের বাড়ির মেয়েদের নিয়ন্ত্রন করে। এমনকি তাঁরা গোটা সম্প্রদায়ের মেয়েদেরই কন্ট্রোলে রাখতে চায়। এই কারণেই আমার ইসলামের(Islam) উপর আমার আস্থা নেই। আমাকে তাঁরা বারংবার ট্রোল করে কারণ তাঁদের ধর্মের রীতিনীতি, গোঁড়ামি আমি মানি না, আমি ওদের কথা মতো আচরণ করি না।’

Read More Full article 

Leave a Reply