Viral News: স্ত্রীকে খুন করে তার কাটা মুণ্ডু হাতে রাস্তায় ঘুরে বেড়াল স্বামী ! ইরানের ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল

সাংঘাতিক দৃশ্য ! এক হাতে স্ত্রীয়ের কাটা মুণ্ডু, আরেক হাতে ধারালো অস্ত্র ৷ ওই অবস্থাতেই এক গাল হাসি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক যুবক ৷ আদতেই বীভৎস্য দৃশ্য ৷ যে ভিডিও বা ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ইরানের এক শহরে (Viral Video of Iran man decapitates 17-year-old wife) ৷ নিজের ১৭ বছরের স্ত্রী-কে খুন করে তার কাটা গলা হাতেই রাস্তায় দাপিয়ে বেড়িয়েছে ওই যুবক (Viral News) !

আরও পড়ুনআত্মহত্যার কারণ ও লক্ষণ

পুলিশের প্রাথমিক ধারণা, মোনা হায়দারি নামের ১৭ বছরের তরুণীকে পরকীয়া সন্দেহেই খুন করা হয়েছে। স্বামী ও তার ভাই মিলেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। তদন্তে নেমে অনেক তথ্যই ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে ৷ এই ঘটনা ইরানে নারীদের নিরাপত্তা নিয়েই ফের প্রশ্ন তুলে দিয়েছে ৷ এর পাশাপাশি এত কম বয়সে নারীদের বিয়ের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে ৷

বর্তমানে ইরানে ১৩ বছরে মেয়েদের বিয়ে করার আইন রয়েছে। গার্হস্থ হিংসা রুখতে এই বয়স বাড়ানোর দাবি উঠেছে ৷

আরও পড়ুনবিয়ের পর থেকেই নির্যাতন, আর কত সহ্য করুম?

ইরানের এক আইনজীবীর কথায়, এমন ঘটনা প্রায়শই ঘটছে সে দেশে ৷ জানা গিয়েছে, মোনার বিয়ে যখন হয়েছিল তখন তার বয়স ছিল ১২ ৷  এরপর পরকীয়া সন্দেহে শ্বশুরবাড়িতে প্রতিনিয়তই অত্যাচারের শিকার হত মোনা ৷ শেষপর্যন্ত তাকে গলা কেটে খুন করল তার স্বামী ৷

Leave a Reply