অযোধ্যা রাম মন্দির ও রামলালার মূর্তির বিশেষত্ব

– রাম মন্দির নির্মাণে কোনও লোহা বা স্টিলের ব্যবহার করা হয়নি।

White Lightning
White Lightning

Fill in some text

গর্ভগৃহে যে মূর্তি স্থাপন করা হয়েছে, সেটিকে তামার পাইপ দিয়ে যুক্ত করা হয়েছে। তামার সঙ্গে যুক্ত করে মূর্তি স্থাপন করানোর ফলে মূর্তিতে প্রতিনিয়ত শক্তির সঞ্চার হবে।

White Lightning
Orange Lightning

– মন্দিরের ছাদের পাথরে জোড়া লাগানোর জন্য তামার ধাতুর ব্যবহার করা হয়েছে। তামা দীর্ঘদিন ভালো ও মজবুত থাকে। যার ফলে মন্দিরের ছাদ দীর্ঘদিন পর্যন্ত মজবুত থাকবে।

Time to Prep

অভিজ্ঞদের মতে গর্ভগৃহের ২০০০ ফুট নীচে একটি ক্যাপসুল লোকানো হয়েছে। এতে রামায়ণ সংক্রান্ত কিছু প্রমাণ বর্তমান। যা বহু বছর ধরে নিরাপদ থাকবে।

White Lightning

– একটি মাত্র শালীগ্রাম পাথর দিয়ে রামলালার মূর্তি তৈরি করা হয়েছে। এই মূর্তি নির্মাণে অন্য কোনও পাথর ব্যবহৃত হয়নি।

রামলালার মূর্তিতে বিষ্ণুর দশম অবতার খোদাই করা হয়েছে। মাঝখানে রামলালা

White Lightning
White Lightning

তাঁর চার পাশে বিষ্ণুর অন্যান্য অবতার যেমন মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, পরশুরাম, কৃষ্ণ, কল্কি

তাঁর চার পাশে বিষ্ণুর অন্যান্য অবতার যেমন মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, পরশুরাম, কৃষ্ণ, কল্কি

WATCHING

THANKS FOR

Orange Lightning