Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
কাজের জন্য ঢাকায় এসে অজ্ঞানপার্টির খপ্পরে এক ব্যক্তি

কাজের জন্য ঢাকায় এসে অজ্ঞানপার্টির খপ্পরে এক ব্যক্তি

রাজধানীর বঙ্গবাজারের সামনে মোহাম্মদ মোস্তাক আহমেদ (৫৫) নামের এক ব্যক্তি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। মঙ্গলবার (২৩ মে) দুপুরে ওই এলাকায় বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। বিজ্ঞাপন তাকে নিয়ে আসা বংশাল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে তাকে বঙ্গবাজারের সামনে ফায়ার সার্ভিসের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করি।

মোবাইল ল্যাব মোতালেব প্লাজা মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার সেন্টার Mobile lab Motaleb Plaza Mobile Repairing and Training Center Center

পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি আরও জানান, মোস্তাকের বাসা ঢাকার ধামরাইয়ের নবীনগর ইসলামপুর এলাকায়। ঢাকায় কাজের জন্য আসলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। তিনি কী পরিমাণ অর্থ খুঁয়েছেন সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply