Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
বন্ধুত্বের বন্ধনে টিকে থাকবে আজীবন এসএসসি ও এইচ এস সি

বন্ধুত্বের বন্ধনে টিকে থাকবে আজীবন এসএসসি ও এইচ এস সি ব্যাচের গাজীপুর জোনের গেট টুগেদার ২৬ শে আগষ্ট অনুষ্ঠিত হবে

বিসমিল্লাহির রহমানির রহিম,

এসএসসি ২০১১ এইচএসসি ২০১৩ ব্যাচের ২৬ শে আগষ্ট  ২০২২ তারিখে গাজীপুর জোনের গেট টুগেদার অনুষ্ঠিত হবে। স্থান- সাগর সৈকত কনভেনশন হল, চৌরাস্তা, গাজীপুর। তারিখ ২৬ শে আগস্ট ২০২২ রোজ শুক্রবার । রেজিস্ট্রেশন ফি ৭৫০ টাকা মাত্র, রেজিস্ট্রেশনের সময় ২০ই আগস্ট ২০২২।

রেজিস্ট্রেশন যাদের মাধ্যমে করবেন আতিক (বিকাশ রকেট 01753-563964), এনাম (বিকাশ রকেট01838-900278), জুয়েল(বিকাশ রকেট01918156570), সাদিয়া (বিকাশ রকেট01799096255), রাকিব (বিকাশ রকেট01936-492477), লিজা (বিকাশ 01756682441), বিকাশ রকেট নাম্বারের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে ।

বন্ধুত্বের বন্ধনে টিকে থাকবে আজীবন,এই স্লোগানে মুখরিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে,  আয়োজনে এসএসসি ২০১১ ও এইচএসসি ২০১৩ গাজীপুর জনের গেট টুগেদার অনুষ্ঠিত হবে। আশা করি উক্ত অনুষ্ঠানে সকালে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবেন। তাই শেষ সময়ের আগেই দ্রুত রেজিস্ট্রেশন করুন।

এসএসসি ও এইচ এস সি ২৬ শে আগষ্ট গাজীপুরজনের গেট টুগেদার অনুষ্ঠিত হবে

উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলে আমন্ত্রিত, যদি কেউ অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে ২৬ শে আগষ্ট তারিখে অংশগ্রহণ করতে পারেন।

 

Leave a Reply