Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
সন্তান ছেলে নাকি মেয়ে হবে বুঝবেন ১২টি লক্ষণে,ডাক্তারি পরীক্ষা

সন্তান ছেলে নাকি মেয়ে হবে বুঝবেন ১২টি লক্ষণে,ডাক্তারি পরীক্ষা ছাড়াই কীভাবে বুঝবেন গর্ভে ছেলে নাকি মেয়ে?

সন্তান ছেলে নাকি মেয়ে- প্রত্যেক গর্ভবতী নারী গর্ভাবস্থার শুরুতেই এটি জানতে চান। প্রকৃতপক্ষে, যেসব দম্পতি প্রথমবার মা-বাবা হতে যাচ্ছেন তাদের কথোপকথনের উল্লেখযোগ্য একটি অংশ হলো গর্ভস্থ বাচ্চার লিঙ্গ।

অনেক দম্পতি এ বিষয়ে এতটাই কৌতূহলী হন যে, জানতে চিকিৎসকের কাছে যান। হ্যাঁ এটা সত্য যে, আলট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর লিঙ্গ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু কন্যাশিশু মেরে ফেলার কারণে কিছু দেশে গর্ভস্থ বাচ্চার লিঙ্গ শনাক্তকরণ পরীক্ষা নিষিদ্ধ করেছে। যেমন: ভারত।

সন্তান ছেলে নাকি মেয়ে হবে বুঝবেন ১২টি লক্ষণে

গ’র্ভাবস্থায় প্রতিটি মা-বাবারই ইচ্ছা থাকে গ’র্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে তা জা’নার। আর এর জন্য অন্ত:স্বত্ত্বা হওয়ার পর থেকেই অনাগত সন্তানের লি’ঙ্গ নিয়ে ব্যাকুলতার সীমা থাকে না সেই দম্পত্তির। আধুনিক চিকিৎ’সায় আলট্রাস্নোগ্রাফের সাহায্যে লি’ঙ্গ জা’না গেলেও তা শা’স্তিযোগ্য অ’পরাধ। তাই এই অ’পরাধ থেকে বিরত থাকুন। তবে গ’র্ভবতী নারীর কিছু লক্ষণ দেখে খুব সহজেই আপনি জানতে পারবেন গ’র্ভের

সন্তান ছেলে নাকি মেয়ে হবে। দেরি না করে চলুন তবে জে’নে নেয়া যাক সেই লক্ষণগু’’’লো স’স্পর্কে- ওজন বৃ’’’’দ্ধি: মায়ের পে’টে ছেলে সন্তান থাকলে দৈহিক ওজন স্বা’ভা’’’বিকের থেকে অনেক বেড়ে যায় এবং পে’টটা একটু অতিরি’ক্ত মাত্রায় ফোলা মনে হয়। প্রসঙ্গত, মেয়ে সন্তান পে’টে থাকলে সাধারণত মায়ের সারা শ’রীরেই মেদের হার বৃ’’’’দ্ধি পায়, এমনকি মুখেও। এই ভাবেই অনেকাংশে বুঝতে পারা সম্ভব হয় যে ছেলে ‘’’হতে চলেছে না মেয়ে।

পায়ের পাতা ঠাণ্ডা হয়ে যাওয়া : এমন ধ’রনের লক্ষণের বহিঃপ্র’কাশ ঘটলে মনে কোনো সন্দে’হ রাখবেন যে ছেলে সন্তানের জ’ন্ম ‘’’হতে চলেছে। চুলের ঘনত্বে পরিবর্তন আসবে : মায়ের চুলের বৃ’’’’দ্ধির হার দেখেও বলে দেয়া সম্ভব ছেলে ‘’’হতে চলেছে না মেয়ে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে মায়ের চুলের গ্রে’’’াথ যদি স্বা’ভা’’’বিকের থেকে বেশি হয়, তাহলে কোনও সন্দে’হই থাকে না যে আসন্ন

একাধিক স্টাডিতে দেখা গেছে সকালে ঘু’ম থেকে ওঠার পর মাথা ঘোরা, বমি-বমি ভাব এসব লক্ষণ দেখা দিলে মনে কোনো সন্দে’হ রাখবেন না যে, আপনার অনাগত সন্তান ছেলে। কোন দিকে ফি’রে ঘু’মাচ্ছেন খেয়াল করুন! এই সময় মা এতটাই ক্লান্ত থাকেন যে শোয়ার স’ঙ্গে স’ঙ্গে ই ঘু’ম চলে আসে। তারপক্ষে এটা বোঝা সম্ভবই হয় না যে কোন দিকে ফি’রে তিনি ঘু’মাচ্ছেন। এক্ষেত্রে এই কাজটি ক’রতে হবে স্বামীকে। যদি দেখেন আপনার স্ত্রী বাঁদিকে ফি’রে ঘু’মোচ্ছে, তাহলে আশা রাখতে পারেন যে আপনাদের ছেলেই হবে।

পে’টের অবয়ব : আপনার পে’ট কি নিচের দিকে বেশি ঝুঁকে গেছে? এমনটা হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হার্ট রেট ওঠা-নামা : গ’র্ভাবস্তায় চিকি’ৎসকেরা প্রায়শই বাচ্চার হার্ট রেট মেপে থাকেন। এই সময় যদি দেখা যায় বাচ্চার হার্ট রেট ১৪০ বিট/ প্রতি মিনিট রয়েছে, তাহলে মনে কোনো সন্দে’হ রাখবেন না যে ছেলে বাচ্চাই জ’ন্ম নিতে চলেছে।

ইউরিন কালার : একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে গ’র্ভাবস্তায় মায়ের প্রস্রাবের রং যদি গাড় হলদেটে হয়, তাহলে বুঝতে হবে ছেলে সন্তান ‘’’হতে চলেছে। আর যদি দেখেন উজ্জ্বল হলুদ রঙের প্রস্রাব হচ্ছে, তাহলে এই বি’ষয়ে কোনো সন্দে’হ রাখবেন না যে আপনি মেয়ে সন্তানের মা ‘’’হতে চলেছেন।

হাতের তালু বারে বারে শুকিয়ে যাব’’ে : প্রেগন্যান্সির সময় বারে বারে হাতের তালু শুকিয়ে যাওয়ার অর্থ হল ছেলে সন্তান জ’ন্ম নিতে চলেছে। ব্রণের প্রকোপ : প্রেগন্যান্সির সময় একাধিক হরমোনের ক্ষরণ ঠিক মতো হয় না। যে কারণে এমনিতেই বিভিন্ন রকমের ত্বকের রোগের প্রকোপ বৃ’’’’দ্ধি পায়। তবে যদি দেখেন ব্রণের স’মস্যা উত্তরোত্তর বৃ’’’’দ্ধি পাচ্ছে তাহলে জানবেন আপনার পে’টে ছেলে সন্তান বড় হয়ে উঠছে।

ক্ষুধা বেশি লা’গা : ভাবি মায়ের ক্ষিদে কি খুব বেড়ে গেছে? অল্প সময় অন্তর অন্তরই মনে হচ্ছে পে’টে যেন ছুঁচো দৌড়াচ্ছে? তাহলে আপনাকে অ’ভিনন্দন। কারণ ছেলে সন্তান হওয়ার আগে এমনই সব লক্ষণের বহিঃপ্র’কাশ ঘ’টে থাকে। ব্রেস্টের মাপ : গ’র্ভাবস্তায় ভাবী মায়ের ব্রেস্টের মাপ এমনিতেই বেড়ে যায়। কারণ এই সময় মায়ের শ’রীরে দুধের সঞ্চয় ‘’’হতে শুরু করে। সাধারণত এই সময় ডান দিকের থেকে বাঁদিকের ব্রেস্ট একটু বেশি মাত্রায় ভারি হয়ে যায়। তবে যদি উল্টো ঘ’টনা ঘটতে দেখেন তাহলে নি’শ্চিত থাকবেন আপনার ছেলে ‘’’হতে চলেছে।

গর্ভের সন্তান ছেলে না মেয়ে সহজ ঘরোয়া পরীক্ষায় জেনে নিন, ছেলে সন্তান কত সপ্তাহে হয়, ছেলে সন্তান পেটের কোন পাশে থাকে, গর্ভাবস্থায় ছেলে বাচ্চা পেটের কোন পাশে থাকে, গর্ভে ছেলে সন্তান কোন পাশে থাকে, গর্ভের সন্তান ছেলে হওয়ার উপায় কি, খাবার খেলে ছেলে সন্তান হবে, পুত্র সন্তান হওয়ার লক্ষণ কি কি

তথ্যসূত্র: হেলথ লাইন

Leave a Reply