সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই,
জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই।।
সাদা রঙের জামা, সে তো ভালো নয়,
হলুদ না হয় নীলে কেমন জানি হয়!
লাল টুক টুক মালায় যদি দিতে পারি তাই,
জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই।
সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই
জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই।
চুল বাঁধিলে পড়ে, সবুজ ফিতে দিয়ে,
কালো জুতো দিলে ছোট্ট দু’টি পায়ে,
ডাগর ডাগর চোখে যদি বলতো কি আর চাই।
জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই।
সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই,
জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই।।