এম জেড মাসুদ:- প্রতিবছরের ন্যায় এবারও সম্প্রতি গত ২১শে নভেম্বর বিশাল পরিসরে আয়োজন করা হয়েছিল, হিরো মোটরসাইকেলের কাস্টমারদেরকে নিয়ে মত- বিনিময় ও গেট টুগেদার। এবারের প্রতিপাদ্য মূল থিম ছিল-“হিরোর দেশ বাংলাদেশ” ।

এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন মোহাম্মদপুরস্থ ও ঢাকার শ্রেষ্ঠ ডিলারদের একজন মোঃ হাসান সাহেব।দিনের শুরুতে সকাল ১১ টায় বাইক রাইডার্সের শোরুমের সামনে থেকে প্রায় ১০০জন বাইক রাইডার কাস্টমারদের সাথে নিয়ে মোটরসাইকেল র্যালি করা হয় ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত শ্যামল বাংলা রিসোর্ট পর্যন্ত। সব হিরো কাস্টমারদের কে একটা করে গেঞ্জি ও একটা করে ক্যাপ প্রদান করেন, বাইক রাইডার্স এর ব্যবস্থাপনা পরিচালক হাসান সাহেব। জমকালো অনুষ্ঠানের আয়োজনের মধ্যে ছিল,হিরো কাস্টমারদের জন্য ফুটবল খেলা, ঝিকঝাক, স্ট্রিম, ধাঁধা ও আর অন্যান্য খেলার আয়োজন করা হয়েছিল।

এছাড়া পুরো এই বাংলোতে বাইকার কাস্টমারদের জন্য ছিল দুপুরের চাইনিজ লাঞ্চ ও সন্ধ্যায় চা নাস্তার আয়োজন। তাছাড়াও সুইমিং করার সুবিধা ও বিশ্রাম নেওয়ার জন্য গেস্ট হাউস বুকিং করা হয়েছিল। অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ের খেলাতে অংশগ্রহণ করায় হিরো কাস্টমারদেরকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে হিরো কাস্টমাররা প্রতিবছর এরকম জমকালো ও সুন্দর আয়োজন করার জন্য হিরো মোটরসাইকেল ডিলার ও উদ্যোক্তাদের কাছে অনুরোধ জানান।