অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব পাইকপাড়ার জয় সাহা ৬দিন মৃত্যুর সাথে লড়াই করে আজ দুপুর ১২টায় মারা গেছে।
জয় সাহা তার বাসার সামনে ইয়াবা বিক্রি করতে বাধা দেওয়ার কারণে ইয়াবা বিক্রেতারা তাকে গত ২৭ আগস্ট ফিল্মি স্টাইলে জয়ের দোকানের সামনে থেকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে অর্ধমৃত ও অজ্ঞান অবস্থায় বাসার সামনে ফেলে দিয়ে যায়।
Read More: ভগবান শ্রীকৃষ্ণের বাণী
ঘটনার পরপর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসিকে জানানো হয় এবং ২৯ আগস্ট মামলা জমা দেওয়া হয়। রহস্যজনক কারণে সদর থানার ওসি সাহেব ৩দিন অতিবাহিত হলেও মামলাটি রেকর্ড করেনি।
গতকাল চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়কে বলার পর আজকে সকালে নাকি মামলাটি রেকর্ড করা হয়। যদিও এখন পর্যন্ত পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করবে দূরের কথা;পু্লিশ আজকে পর্যন্ত ঘটনাস্থলেও যাওয়ার প্রয়োজন মনে করেনি। গতকাল রাতে দেখলাম লোকদেখানো অভিযান চলছে।
এটাই হলো ব্রাহ্মণবাড়িয়ার প্রকৃত আইনশৃঙ্খলা পরিস্থিতি।
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।