আজ ইসলামের নামে বলা হয় জঙ্গি বাদ♥,
আজ কিছু লোক বলে মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়,ভারতের বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট বিশ্বের ১০০ মনিশির জীবনী থেকে যার নাম প্রথমে দিয়েছেন,
মুসলিম জাতির মহামানব হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমেরিকার মহা
বিজ্ঞানী ডঃ মরিচ বুকাইলি পবিত্র কোরআন ভুল ধরতে ৬ মাস কোরআন গবেষণা করে নিজে মুসলিম ধর্ম গ্রহণ করে, হে মুসলিম জাতি তোমরা নিরাস হয়োনা ইসলামের বিজয় সুনিশ্চিত?
লেখক মোহাম্মদ রাসেল
আজ ও আমি গিয়েছিলাম সেই পথে আবার ,
হটাৎ করে আবার মনে পড়ে গেল সেই দিন টি কথা, রংধনুর মতো রাঙানো দিন, ফুলের মতো সাজানো,
জোছনা রাতের আকাশের তাঁরা মতো জ্বলছিল দুচোখের সামনে, হটাৎ মনে পড়ে গেল তোমার কথা, তোমার সাথে কাটানো সময়ের কথা সেই পথে জরানো আছে আজও কত না স্মৃতি?
লেখক মোহাম্মদ রাসেল