আজ যারা জি পি এ ফাইভ পায়নি,-ফেসবুক থেকে সংগৃহীত চঞ্চল চৌধুরী

আজ যারা জি পি এ ফাইভ পায়নি,

আমার ধারনা পড়ালেখার পাশাপাশি তারা অন্য কিছু করতো….
যেমন খেলাধুলা,গান বাজনা,ছবি আঁকা….
নানান কিছু…..
সমস্যা নাই এগুলো করেও অনেক খ্যাতি অর্জন করা যায়,প্রতিষ্ঠিত হওয়া যায়।
কিন্তু কেউ যদি মোবাইল ফোনের নেশায় বা অনলাইনে শুধু গেইম খেলে,ফেবু করে সময় নষ্ট করে রেজাল্ট খারাপ করে থাকে,
তার ভবিষ্যত কিন্তু সুবিধার না।
যেমন আমি আমার ইন্টারের রেজাল্ট শোনার পর তিন মাস পাগল আছিলাম।
সমস্যা নাই আবার ঠিক হয়ে গেছি….
আর যারা বইয়ের পোঁকা ছিলা,শুধু পড়ালেখা করছো,তারাই তো সোনার জি পি এ পাইছো।

সোনার জি পি এ পাওয়া সোনামনিদেরকে জানাই প্রানঢালা

অভিনন্দন
চঞ্চল চৌধুরী chanchal chowdhury
চঞ্চল চৌধুরী chanchal chowdhury

ও আশীর্বাদ ।

তবে তোমরা শুধু ভালো রেজাল্ট করে থেমে যেও না।দেশটাকে ভালোবাইসো,দেশের জন্য কিছু কইরো।
মনে রাইখো,এর আগে ভালো ভালো রেজাল্ট কইরা হাজার হাজার সোনামনিরা বিদেশ গেছেগা,আর দেশে ফেরে নাই….
ঐ সব সোনা মনি দিয়া দেশের তেমন কোন মঙ্গল হয়না।
খারাপ রেজাল্ট কইরা যারা হতাশ হয়ে গেছো,তাদের জন্য আমি আছি…
উইল হেল্প ইউ গাইস…..
আমি তোমাদের দলে ছিলাম।
এখন কিন্তু ভালোই করতেছি।
সাহস হারাইও না সোনা বঞ্চিত খোকা খুকুরা।
দেশকে ভালোবেসে,পরিবারকে ভালোবেসে যা করবা,তাই ঠিক…..
মনে রাখবা,ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরী।
আমি পাগল সবাইরেই সাহস দেই…
লাভ ইউ অল গাইস❤️❤️❤️
Chanchal Chowdhury
ফেসবুক থেকে সংগৃহীত চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী chanchal chowdhury
চঞ্চল চৌধুরী chanchal chowdhury

 

Leave a Reply