ভারতের মুম্বাইয়ে শুক্রুবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ‘ওমেন ফিজিক’ শ্রেণিতে অংশ নেবেন বাংলাদেশের মাকসুদা। আর তার সাথে মৌয়ের ইচ্ছাও পূরণ হতে চলেছে। প্রতিযোগিতাটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।